এক নজরে কাতার বিশ্বকাপ - 2022 PDF ।। FIFA WORLD CUP 2022

এক নজরে কাতার বিশ্বকাপ - 2022 PDF ।। FIFA WORLD CUP 2022 - বিভিন্ন চাকরির পরীক্ষা ও সাধারণ কুইজের জন্য উপযোগী।
Dear Students,
WBCS, BANK, RAIL, SSC, SLST, SLSTPT, ICDS, সহ নানা পরীক্ষায় খেলাধূলা থেকে নানারকম প্রশ্ন করা হয়ে থাকে। তাই এই সব পরীক্ষায় তোমাদের সাহায্য করার জন্য এক নজরে কাতার বিশ্বকাপ - 2022 সারাংশ দেওয়া হল। এখান থেকে প্রশ্ন হতে পারে -

(১) কাতার বিশ্বকাপ - 2022 এর মাসকটের নাম কি?

(২) কাতার বিশ্বকাপ - 2022 এ গোল্ডেন বুট কে পেয়েছেন?

(৩) কাতার বিশ্বকাপ - 2022 তে ভারতীয় প্রতিনিধি কে ছিলেন? ইত্যাদি ...

আশা করি আপনাদের উপকারে আসবে। ধন্যবাদ।
Team – Notepage

কাতার বিশ্বকাপ গুরুত্বপূর্ণ বিষয় এক নজরে
কত নম্বর বিশ্বকাপ ২২ তম বিশ্বকাপ
আয়োজক দেশ কাতার, এশিয়াই দ্বিতীয় আসর
সময়কাল ২০ নভেম্বর থেকে ১৮ ডিসেম্বর, ২০২২
মাসকট লা-ইব (সুদক্ষ খেলোয়াড়)
থিম সং হায়া-হায়া (better togerher) গায়ক - Trinidad Cardona, Davido, and Aisha
ফুটবলের নাম আল-রিহলা (অর্থ – ভ্রমন) প্রথম পর্যায়, আল – হিলম (স্বপ্ন) সেমিফাইনাল ও ফাইনাল
অংশগ্রহনকারী দেশ ৩২ টি
উদ্বোধনী অনুষ্ঠান আল বাইত স্টেডিয়াম
উদ্বোধনী ম্যাচ কাতার বনাম ইকুয়েডর(জয়ী)
প্রথম গোল করেন ইনার ভ্যালোন্সিয়া, ইকুয়েডর
মোট ম্যাচ ৬৪ টি
মোট গোল ১৭২ টি
চ্যাম্পিয়ন আর্জেন্টিনা (তৃতীয় বার)
রানার্স আপ ফ্রান্স
তৃতীয়স্থান দখলকারী ক্রোরেসিয়া
চতুর্থস্থান দখলকারী মরোক্কো
সেরা খেলোয়াড় (গোল্ডেন বল) লিওনেল মেসি, আর্জেন্টিনা
সর্বোচ্চ গোলদাতা (গোল্ডেন বুট) কিলিয়ান এমবাপ্পে (৮টা গোল), ফ্রান্স
সেরা গোলকিপার (গোল্ডেন গ্লাভস) এমিলিয়ানো মার্টিনেস, আর্জেন্টিনা
সেরা তরুন খেলোয়াড় এনসো ফার্নান্দেস, আর্জেন্টিনা
ফেয়ার প্লেয়ার পুরস্কার ইংল্যান্ড
ফাইনাল ম্যাচের রেফারি সাইমন মার্সিনিয়াক, পোল্যান্ড
ফিফার বর্তমান প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফ্যান্টানিও
পরবর্তী বিশ্বকাপ ২০২৬ আমেরিকা, মেক্সিকো ও কানাডা
ভারতের প্রতিনিধি জগদীশ ধনকড় (উপ রাষ্ট্রপতি)

Download The PDF 👉 Click Here
Tags

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.