WBCS, BANK, RAIL, SSC, SLST, SLSTPT, ICDS, সহ নানা পরীক্ষায় খেলাধূলা থেকে নানারকম প্রশ্ন করা হয়ে থাকে। তাই এই সব পরীক্ষায় তোমাদের সাহায্য করার জন্য এক নজরে কাতার বিশ্বকাপ - 2022 সারাংশ দেওয়া হল। এখান থেকে প্রশ্ন হতে পারে -
(১) কাতার বিশ্বকাপ - 2022 এর মাসকটের নাম কি?
(২) কাতার বিশ্বকাপ - 2022 এ গোল্ডেন বুট কে পেয়েছেন?
(৩) কাতার বিশ্বকাপ - 2022 তে ভারতীয় প্রতিনিধি কে ছিলেন? ইত্যাদি ...
আশা করি আপনাদের উপকারে আসবে। ধন্যবাদ।
Team – Notepage
কাতার বিশ্বকাপ | গুরুত্বপূর্ণ বিষয় এক নজরে | |||
---|---|---|---|---|
কত নম্বর বিশ্বকাপ | ২২ তম বিশ্বকাপ | |||
আয়োজক দেশ | কাতার, এশিয়াই দ্বিতীয় আসর | |||
সময়কাল | ২০ নভেম্বর থেকে ১৮ ডিসেম্বর, ২০২২ | |||
মাসকট | লা-ইব (সুদক্ষ খেলোয়াড়) | |||
থিম সং | হায়া-হায়া (better togerher) গায়ক - Trinidad Cardona, Davido, and Aisha | |||
ফুটবলের নাম | আল-রিহলা (অর্থ – ভ্রমন) প্রথম পর্যায়, আল – হিলম (স্বপ্ন) সেমিফাইনাল ও ফাইনাল | |||
অংশগ্রহনকারী দেশ | ৩২ টি | |||
উদ্বোধনী অনুষ্ঠান | আল বাইত স্টেডিয়াম | |||
উদ্বোধনী ম্যাচ | কাতার বনাম ইকুয়েডর(জয়ী) | |||
প্রথম গোল করেন | ইনার ভ্যালোন্সিয়া, ইকুয়েডর | |||
মোট ম্যাচ | ৬৪ টি | |||
মোট গোল | ১৭২ টি | |||
চ্যাম্পিয়ন | আর্জেন্টিনা (তৃতীয় বার) | |||
রানার্স আপ | ফ্রান্স | |||
তৃতীয়স্থান দখলকারী | ক্রোরেসিয়া | |||
চতুর্থস্থান দখলকারী | মরোক্কো | |||
সেরা খেলোয়াড় (গোল্ডেন বল) | লিওনেল মেসি, আর্জেন্টিনা | |||
সর্বোচ্চ গোলদাতা (গোল্ডেন বুট) | কিলিয়ান এমবাপ্পে (৮টা গোল), ফ্রান্স | |||
সেরা গোলকিপার (গোল্ডেন গ্লাভস) | এমিলিয়ানো মার্টিনেস, আর্জেন্টিনা | |||
সেরা তরুন খেলোয়াড় | এনসো ফার্নান্দেস, আর্জেন্টিনা | |||
ফেয়ার প্লেয়ার পুরস্কার | ইংল্যান্ড | |||
ফাইনাল ম্যাচের রেফারি | সাইমন মার্সিনিয়াক, পোল্যান্ড | |||
ফিফার বর্তমান প্রেসিডেন্ট | জিয়ান্নি ইনফ্যান্টানিও | |||
পরবর্তী বিশ্বকাপ ২০২৬ | আমেরিকা, মেক্সিকো ও কানাডা | |||
ভারতের প্রতিনিধি | জগদীশ ধনকড় (উপ রাষ্ট্রপতি) |
Download The PDF 👉 Click Here
Please do not enter any spam link in the comment box