ভারতের বিভিন্ন প্রদেশের নৃত্যের তালিকা
Dear Students,ভারতের সংস্কৃতি বৈচিত্রময়। খাবার, পোষাক, ভাষা, নাচ, গান ইত্যদি সকল বিষয়ে এতো বৈচিত্র পৃথিবীর আর সকল দেশেই এক কথায় বিরল। তাই সরকারী সহ বিভিন্ন চাকরির পরীক্ষায় এখান থেকে নানা প্রশ্ন করে ভারতীয় সংস্কৃতি বিষয়ে জ্ঞান যাচাই করা হয়ে থাকে। যেমন-
(1)কুচিপুড়ি ভারতের কোন রাজ্যের নৃত্য?
(2)বিহু নাচ ভারতের কোন রাজ্যের অধিবাসীরা করে থাকে?
(3) কোথাকার ছৌনাচ বিখ্যাত? ইত্যাদি।
তাই আমরা ভারতের বিভিন্ন প্রদেশের বিভিন্ন নৃত্যের একটি তালিকা তোমাদের সামনে তুলে ধরলাম। এই তালিকায় সবথেকে গুরুত্বপূর্ন নৃত্যের নাম গুলি দেওয়া হয়েছে, যেগুলি ক্স্ষ পরিক্ষায় প্রাায়ই য় আসে, তোমরা এটি ভালো করে দেখে যাবে। আশা রাখি তোমাদের উপকারে লাগবে।
নোটস পড়ে ভালো লাগলে নীচে দেওয়া লিঙ্কে ক্লিক করে PDF টা Download করে নাও। Team – Notepage
PDF টি Download করতে 👉 Click Here
আরও পড়ুন 👉 বিভিন্ন ঐতিহাসিক ব্যাক্তিত্ব ও তাঁদের আসল নাম।
রাজ্য | নৃত্যের তালিকা | |||
---|---|---|---|---|
আসাম | বিহু, ছাগবি, সাত্রিয়া, রাসলীলা | |||
অরুণাচল | বুইয়া | |||
অন্ধ্রপ্রদেশ | কুচিপুড়ি | |||
ওড়িশা | করম, ওডিশি, ছৌ, পাইকা | |||
উত্তর প্রদেশ | কত্থক, নৌটঙ্কি, খালি,কাজরি | |||
কেরালা | মোহিনি আট্যম, কথাকলি, পান্না | |||
কর্ণাটক | ভারতনাট্যম | |||
গুজরাট | গবরা, কুম্মি, দাপুবাদ্যম | |||
ঝাড়খন্ড | ছৌ, পাইকা, সারহুল | |||
তামিলনাড়ু | ভারতনাট্যম, করুভাঞ্জি | |||
ত্রিপুরা | বিজু, দাইলো, হোজাগিরি | |||
জম্মু কাশ্মীর | কুদ, দমহাল, ছাকরি, রউফ | |||
পাঞ্জাব | ভাংড়া, গিদ্দা | |||
মহারাষ্ট্র | তামাশা, লাবনী | |||
মেঘালয় | লাহো | |||
মনিপুর | মনিপুরী | |||
মধ্যপ্রদেশ | মাটকি, করমা | |||
মিজোরাম | চিরাও, খুল্লাম, চৈলাম | |||
নাগাল্যান্ড | খাম্বালিম্বা, রংমা | |||
বিহার | জতা-জতীন | |||
রাজস্থান | ডান্ডিয়া, রসিয়া, কাছি, গিদার ঝুমার, ঘুমর, থরি | |||
পশ্চিমবঙ্গ | গৌড়ীয় নৃত্য, (পুরুলিয়া, ঝাড়গ্রাম), গম্ভীরা (মালদহ), রায়বেশে (বীরভূম), ঝুমুর (বাঁকুড়া বীরভূম সহ রাঢ় অঞ্চল), ভাদু ও টুসু ইত্যাদি |
আরও পড়ুন 👉 বিভিন্ন ঐতিহাসিক ব্যাক্তিত্ব ও তাঁদের আসল নাম।
Please do not enter any spam link in the comment box