যদি আপনি আপনার উচ্চতা কত মিটার না জানেন, কত ফুট কত ইঞ্চি জেনে থাকেন তাহলে,নীচে দেওয়া বক্সে ফুট ও ইঞ্চি টাইপ করে মিটারে আপনার উচ্চতা জেনে নিন। যেমন- যদি উচ্চতা 5 ফুট 6 ইঞ্চি হয় তবে 5.6 টাইপ করুন।
Meters:
এবার নীচে দেওয়া BMI Calculator এ আপনার উচ্চতা এবং ওজন টাইপ করে আপনার BMI জেনে নিন
Supplied by BMI Calculator India
সিদ্ধান্ত
কারা এই মুল্যায়নের মধ্যে পড়বেন না -
তবে বা দেহভর সূচকের বেশ কিছু সীমাবদ্ধতা রয়েছে। তাছাড়া বয়স, লিঙ্গভেদে বা দেহভর সূচক ভিন্ন ভিন্ন হয়। তাই এই হিসাবের মধ্যে বয়স্ক ব্যাক্তি, গর্ভবতী মহিলা ও বডি বিল্ডার্স এরা পড়বেন না। আবার শিশুদের ক্ষেত্রেও এই সূচক কঠোরভাবে মাপা ঠিক নয়। এই হিসাব সাধারণত পূর্ন বয়স্ক নরনারীদের জন্য প্রযোজ্য।
Note – BMI বা দেহভর সূচক একদম স্ট্রিক্ট কোন মাপকাঠি নয়, এই সুচক একটি স্বাস্থ্যকর দেহ ওজনের ধারনা দেয় মাত্র। এর একটি অসুবিধা হল এটি দেহের ফ্যাট বা পেশি এর মধ্যে কোন ফারাক করতে পারেনা। দেহে অতিরিক্ত ফ্যাট খারাপ কিন্ত পেশি খারাপ নয়। স্বাভাবিক ভাবে যারা পেশিবহুল চেহারার অধিকারী বা বডি-বিল্ডার্স তাদের পেশির ওজন বেশি থাকে। তাছাড়া আপনি হয়ত স্বাস্থ্যকর সূচকের মধ্যে না পড়ে একটু কম বা বেশি হলেন। এতে গেল গেল রবের কোন কারন নেই বা ভয় পাবার কোন কারন নেই। তবে আপনাকে সুস্থ সবল থাকতে হলে অবশ্যই স্বাস্থ্যকর দেহ ওজন Maintain করা খুবই জরুরী।
Please do not enter any spam link in the comment box