প্রাচীন ভারতের গ্রন্থ ও লেখক তালিকা PDF ।। Historical Books and Writer on Ancient India

প্রাচীন ভারতের গ্রন্থ ও লেখক তালিকা PDF ।। Historical Books and Writer on Ancient India - সকল প্রকার পরীক্ষার উপযোগী।
Dear Students,
WBCS, NET, SSC, SLST, SLSTPT, WBCS, BANK, RAIL সহ নানা পরীক্ষায় ভারতের ইতিহাস থেকে প্রশ্ন থাকবেই। আর এখান থেকে প্রাচীন ভারতের লিখিত বিখ্যাত গ্রন্থ ও গ্রন্থকার বিষয়ে জানতে চাওয়া হয়। যেমন -

(১) বুদ্ধচরিত কার লেখা?

(২) অর্থশাস্ত্র এর লেখক কে?

(৩) মেগাস্থিনিস লিখিত গ্রন্থটির নাম কি? ইত্যাদি ...

তাই ভারত ইতিহাস বিষয়ে তোমাদের অনুশীলনে সাহায্য করার জন্য নীচে প্রাচীন ভারতের গ্রন্থ ও লেখক তালিকা দেওয়া হল। আশা করি তোমাদের উপকারে আসবে। ধন্যবাদসহ

Team – Notepage


গ্রন্থকার প্রাচীন ভারতের গ্রন্থসমূহ
আল বিরুনি কিতাব উল হিন্দ
আর্যভট্ট পঞ্চসিদ্ধান্তিকা
অশ্বঘোষ বুদ্ধচরিত
অমরসিংহ অমরকোষ
অরিসিংহ সুকৃতি সংকীর্তন
বাল্মিকী রামায়ণ
ব্রহ্মগুপ্ত ব্রহ্ম সিদ্ধান্ত
বিলহন বিক্রমাঙ্কদেদব চরিত
বিষ্ণু শর্মা পঞ্চতন্ত্র
বাকপতিরাজ গৌড়বহো
বিশাখদত্ত মুদ্রারাক্ষস, দেবী চন্দ্রগুপ্তম
বিজ্ঞানেশ্বর মিতাক্ষরা
বালাজুরি চাচনামা
বাৎসায়ন কামসূত্র
বালচন্দ্র বসন্তবিলাপ
বরাহমিহির সূর্যসিদ্ধান্ত
বল্লাল সেন দানসাগর ও অদ্ভুতসাগর
বল্লাল ভোজপ্রবন্ধ
বাণভট্ট হর্ষচরিত
চাঁদ বরদৈ পৃথ্বিরাজচরিত
জয়দেব গীতগোবিন্দ
হর্ষবর্ধন নাগানন্দ, রত্নাবলী ও প্রিয়দর্শিকা
হেমচন্দ্র কুমারপালচরিত, পরিশিষ্টপার্বন
ব্যাসদেব মহাভারত
চরক চরক সংহিতা
কৌটিল্য অর্থশাস্ত্র
কালিদাস অভিজ্ঞান শকুন্তলম, মালবিকাগ্নিমিত্রম, কুমারসম্ভবম, মেঘদূত
কলহণ রাজতরঙ্গিনী
কামন্দক নীতিসার
ধোয়ী পবনদূত
দন্ডিন দশকুমারচরিত
ফা - হিয়েন ফো কুয়ো কিং
হিউয়েন সাং সি ইউ কি
লামা তারানাথ দুলভা, তাংগ্যুর
জীমূতবাহন দায়ভাগ
মেগাস্থিনিস ইন্ডিকা
মিনহাজ উদ্দিন সিরাজ তবকৎ ই নাসিরি
মেরুতুঙ্গ প্রবন্ধ চিন্তামুনি
নাগসেন মিলিন্দ পঞ্চহো
ন্যায়চন্দ্র হামিরকাব্য
পতঞ্জলি মহাভাষ্য
পাণিনি অস্টধ্যায়ী
পদ্মগুপ্ত নবসাহাঙ্কচরিত
রাজশেখর প্রবন্ধকোষ
সোমেশ্বর রাসমালা, কীর্তিকৌমুদি
শূদ্রক মৃচ্ছকটিকম
সুশ্রুত সুশ্রুত সংহিতা
শুক্রাচার্য রাজনীতি
সন্ধ্যাকর নন্দী রামচরিত
প্লিনি ন্যাচারাল হিস্ট্রি
টলেমি জিওগ্রাফি
হেকটিয়াস A Survey of the World
সু মা কিয়েন হিস্টোরি
ডায়োডোরাস বিবলিওথেক হিস্টোরিকা
কে এম পানিক্কর A Survey of Indian History

Download The PDF 👉 Click Here
Tags

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.