WBCS, NET, SSC, SLST, SLSTPT, WBCS, BANK, RAIL সহ নানা পরীক্ষায় ভারতের ইতিহাস থেকে প্রশ্ন থাকবেই। আর এখান থেকে প্রাচীন ভারতের লিখিত বিখ্যাত গ্রন্থ ও গ্রন্থকার বিষয়ে জানতে চাওয়া হয়। যেমন -
(১) বুদ্ধচরিত কার লেখা?
(২) অর্থশাস্ত্র এর লেখক কে?
(৩) মেগাস্থিনিস লিখিত গ্রন্থটির নাম কি? ইত্যাদি ...
তাই ভারত ইতিহাস বিষয়ে তোমাদের অনুশীলনে সাহায্য করার জন্য নীচে প্রাচীন ভারতের গ্রন্থ ও লেখক তালিকা দেওয়া হল। আশা করি তোমাদের উপকারে আসবে। ধন্যবাদসহ
Team – Notepage
গ্রন্থকার | প্রাচীন ভারতের গ্রন্থসমূহ |
---|---|
আল বিরুনি | কিতাব উল হিন্দ |
আর্যভট্ট | পঞ্চসিদ্ধান্তিকা |
অশ্বঘোষ | বুদ্ধচরিত |
অমরসিংহ | অমরকোষ |
অরিসিংহ | সুকৃতি সংকীর্তন |
বাল্মিকী | রামায়ণ |
ব্রহ্মগুপ্ত | ব্রহ্ম সিদ্ধান্ত |
বিলহন | বিক্রমাঙ্কদেদব চরিত |
বিষ্ণু শর্মা | পঞ্চতন্ত্র |
বাকপতিরাজ | গৌড়বহো |
বিশাখদত্ত | মুদ্রারাক্ষস, দেবী চন্দ্রগুপ্তম |
বিজ্ঞানেশ্বর | মিতাক্ষরা |
বালাজুরি | চাচনামা |
বাৎসায়ন | কামসূত্র |
বালচন্দ্র | বসন্তবিলাপ |
বরাহমিহির | সূর্যসিদ্ধান্ত |
বল্লাল সেন | দানসাগর ও অদ্ভুতসাগর |
বল্লাল | ভোজপ্রবন্ধ |
বাণভট্ট | হর্ষচরিত |
চাঁদ বরদৈ | পৃথ্বিরাজচরিত |
জয়দেব | গীতগোবিন্দ |
হর্ষবর্ধন | নাগানন্দ, রত্নাবলী ও প্রিয়দর্শিকা |
হেমচন্দ্র | কুমারপালচরিত, পরিশিষ্টপার্বন |
ব্যাসদেব | মহাভারত |
চরক | চরক সংহিতা |
কৌটিল্য | অর্থশাস্ত্র |
কালিদাস | অভিজ্ঞান শকুন্তলম, মালবিকাগ্নিমিত্রম, কুমারসম্ভবম, মেঘদূত |
কলহণ | রাজতরঙ্গিনী |
কামন্দক | নীতিসার |
ধোয়ী | পবনদূত |
দন্ডিন | দশকুমারচরিত |
ফা - হিয়েন | ফো কুয়ো কিং |
হিউয়েন সাং | সি ইউ কি |
লামা তারানাথ | দুলভা, তাংগ্যুর |
জীমূতবাহন | দায়ভাগ |
মেগাস্থিনিস | ইন্ডিকা |
মিনহাজ উদ্দিন সিরাজ | তবকৎ ই নাসিরি |
মেরুতুঙ্গ | প্রবন্ধ চিন্তামুনি |
নাগসেন | মিলিন্দ পঞ্চহো |
ন্যায়চন্দ্র | হামিরকাব্য |
পতঞ্জলি | মহাভাষ্য |
পাণিনি | অস্টধ্যায়ী |
পদ্মগুপ্ত | নবসাহাঙ্কচরিত |
রাজশেখর | প্রবন্ধকোষ |
সোমেশ্বর | রাসমালা, কীর্তিকৌমুদি |
শূদ্রক | মৃচ্ছকটিকম |
সুশ্রুত | সুশ্রুত সংহিতা |
শুক্রাচার্য | রাজনীতি |
সন্ধ্যাকর নন্দী | রামচরিত |
প্লিনি | ন্যাচারাল হিস্ট্রি |
টলেমি | জিওগ্রাফি |
হেকটিয়াস | A Survey of the World |
সু মা কিয়েন | হিস্টোরি |
ডায়োডোরাস | বিবলিওথেক হিস্টোরিকা |
কে এম পানিক্কর | A Survey of Indian History |
Download The PDF 👉 Click Here
Please do not enter any spam link in the comment box