পশ্চিমবঙ্গের নদী তীরবর্তী শহরের তালিকা PDF II River and City in West Bengal
বিভিন্ন Competitive পরীক্ষায় ভূগোল থেকে বিভিন্ন রকমের প্রশ্ন করা হয়ে থাকে। তাই এইসব পরীক্ষা ক্র্যাক করতে হলে ভারতের ভূগোল এর বিভিন্ন পার্ট জেনে রাখা একান্ত জরুরি। তাই আজকের পোস্টে তোমাদের পশ্চিমবঙ্গের নদী তীরবর্তী শহরের একটি তালিকা শেয়ার করা হল। এখান থেকে যেসব প্রশ্ন করা হয় -
(01) আরামবাগ শহর কোন নদীর তীরে অবস্থিত?
(02) রানাঘাট শহর কোন নদীর তীরে অবস্থিত?
(03) বোলপুর শহর কোন নদীর তীরে অবস্থিত? ইত্যাদি ...
তাই তোমরা নোটসটা ভালো করে পড় এবং Competitive পরীক্ষার জন্য তোমরা এটি Download করে সংগ্রহ করে রাখো।
Team Notepage
Pdf coming Soon...
তীরবর্তী শহর | নদীর নাম | |||
---|---|---|---|---|
আরামবাগ | দ্বারকেশ্বর | |||
আড়ংঘাটা | চূর্ণী | |||
আসানসোল | বরাকর | |||
আলিপুরদুয়ার | কালজানি | |||
ইংলিশবাজার | মহানন্দা | |||
কলকাতা | হুগলি | |||
কোচবিহার | তোর্সা | |||
কৃষ্ণনগর | জলঙ্গি | |||
কাটোয়া | ভাগীরথী | |||
কোলাঘাট | রূপনারায়ণ | |||
ক্যানিং | মাতলা | |||
গড়বেতা | শিলাবতি | |||
ঘাটাল | শিলাবতি | |||
চুরুলিয়া | অজয় | |||
চুঁচুড়া | হুগলি | |||
জলপাইগুড়ি | তিস্তা ও করলা | |||
তারাপীঠ | দ্বারকা | |||
তেহট্ট | জলঙ্গী | |||
দুর্গাপুর | দামোদর ও অজয় নদের অববাহিকায় | |||
নবদ্বীপ | ভাগীরথী ও জলঙ্গির সঙ্গম | |||
ডায়মন্ড হারবার | হুগলি | |||
বসিরহাট | ইছামতি | |||
বোলপুর | কোপাই | |||
বনগাঁ | ইছামতি | |||
বালুরঘাট | আত্রেয়ী | |||
বাঁকুড়া | দ্বারকেশ্বর | |||
বহরমপুর | ভাগীরথী | |||
মেদেনিপুর | কংসাবতী বা কাঁসাই | |||
মায়াপুর | ভাগীরথী ও জলঙ্গির সঙ্গম | |||
মেজিয়া | দামোদর | |||
মাথাভাঙ্গা | জলঢাকা | |||
মেখলিগঞ্জ | তিস্তা | |||
রানাঘাট | চূর্ণী | |||
রায়গঞ্জ | কুলিক | |||
রানীগঞ্জ | দামোদর | |||
হলদিয়া | হলদি | |||
হাওড়া | হুগলি | |||
শিলিগুড়ি | মহানন্দা | |||
সাইথিয়া | ময়ূরাক্ষী | |||
সিউড়ি | ময়ূরাক্ষী | |||
সাঁওতালডিহি | দামোদর | |||
শান্তিপুর | ভাগীরথী | |||
শুশুনিয়া | দ্বারকেশ্বর | |||
Please do not enter any spam link in the comment box