WB Primary Tet পরিবেশ বিজ্ঞান প্রশ্ন ও উত্তর
Primary Tet, CTET এবং Upper Tet পরিবেশ বিজ্ঞান এর প্রস্তুতির জন্য শুরু হল পরিবেশ বিদ্যার সিলেবাস ধরে ধারাবাহিক ভাবে আলোচনা। আপনারা আমাদের এই আলোচনার সাথে থাকুন। আশাকরি আপনাদের কাজে লাগবে। ধন্যবাদ। Team – Notepageপরিবেশ বিজ্ঞান প্রশ্ন ও উত্তর পর্ব - ১
১, পশ্চিমবঙ্গের ক্ষেত্রফল কত?
👉 ৮৮৭৫২ বর্গ কিলোমিটার।
২, ক্ষেত্রফলের বিচারে ভারতে পশ্চিমবঙ্গের স্থান কত?
👉 ১৪ তম।
৩, জন সংখ্যার বিচারে ভারতে পশ্চিমবঙ্গের স্থান কত?
👉 চতুর্থ।
৪, পশ্চিমবঙ্গের মোট জেলার সংখ্যা কত?
👉 ২৩ টি।
৫, পশ্চিমবঙ্গের বৃহত্তম জেলার নাম কি?
👉 দক্ষিণ ২৪ পরগণা।
৬, পশ্চিমবঙ্গের ক্ষুদ্রতম জেলার নাম কি?
👉 কলকাতা।
৭, জনসংখ্যায় বৃহত্তম জেলা কোনটি?
👉 উত্তর ২৪ পরগণা।
৮, পশ্চিমবঙ্গের পশ্চিমবঙ্গের জাতীয় ফল কি?
👉 আম।
৯, পশ্চিমবঙ্গের [State Animal ] রাজ্য পশু কি? [Tet - 2022]
👉 মেছো বিড়াল।
১০, পশ্চিমবঙ্গের [State Bird ] রাজ্য পাখি কি?
👉 মাছরাঙ্গা।
১১, পশ্চিমবঙ্গের [State Flower ] রাজ্য ফুল কি?
👉 শিউলি।
১২, পশ্চিমবঙ্গের [State Tree ] রাজ্য গাছ কি?
👉 ছাতিম।
১৩, পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গ কোনটি?
👉 সান্দাকফু [৩৬৩০ মিটার]।
১৪, অযোধ্যা পাহাড়ের সর্বোচ্চ শৃঙ্গ এর নাম কি?
👉 গোর্গাবুরু [৬৭৭ মিটার]।
১৫, তরাই শব্দের অর্থ কি?
👉 স্যাঁতসেঁতে।
১৬, ডুয়ার্স শব্দের অর্থ কি?
👉 দরজা।
১৭, দিয়ারা কি?
👉 মালদহ জেলার নবীন পলি দ্বারা গঠিত কালী নদীর দক্ষিণ অংশের সমভূমিকে দিয়ারা বলে।
১৮, পশ্চিমবঙ্গ কোন তিনটি রাষ্ট্রের সীমানা স্পর্শ করেছে ?
👉 বাংলাদেশ ভুটান ও নেপাল।
১৯, পশ্চিমবঙ্গের সক্রিয় বদ্বীপ এর নাম কি?
👉 সাগরদ্বীপ, পূর্বাশা ও নয়াচর।
২০, উত্তরবঙ্গের ত্রাস বলা হয় কোন নদী কে ?
👉 তিস্তা নদীকে।
২১, দামোদর নদীর প্রধান উপনদীর নাম কি?
👉 বরাকর।
২২, তিলপাড়া ব্যারেজ অবস্থিত কোন নদীর ওপর?
👉 ময়ূরাক্ষী নদীতে।
২৩, পশ্চিমবঙ্গের জলবায়ুর প্রকৃতি কিরুপ?
👉 ক্রান্তীয় মৌসুমী প্রকৃতির।
২৪, কর্কটক্রান্তি রেখা গিয়েছে পশ্চিমবঙ্গের কোন কোন জেলার ওপর দিয়ে?
👉 নদীয়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া ও পুরুলিয়া জেলার উপর দিয়ে।
২৫, পশ্চিমবঙ্গের প্রধান খনিজ সম্পদ কি?
👉 কয়লা।
২৬, পশ্চিমবঙ্গের কয়েকটি তাপ বিদ্যুৎ কেন্দ্র এর নাম কর।
👉 কোলাঘাট তাপ বিদ্যুৎ কেন্দ্র, বজবজ তাপ বিদ্যুৎ কেন্দ্র, বক্রেশ্বর তাপ বিদ্যুৎ কেন্দ্র, সাওতালডিহি তাপ বিদ্যুৎ কেন্দ্র, সাগরদিঘি তাপ বিদ্যুৎ কেন্দ্র, মেজিয়া তাপ বিদ্যুৎ কেন্দ্র, ফারাক্কা তাপ বিদ্যুৎ কেন্দ্র, দুর্গাপুর তাপ বিদ্যুৎ কেন্দ্র, ব্যান্ডেল তাপ বিদ্যুৎ কেন্দ্র ইত্যাদি।
২৭, পশ্চিমবঙ্গের কয়েকটি জল বিদ্যুৎ কেন্দ্র এর নাম কর।
👉 সিদ্রাপং জলবিদ্যুৎ কেন্দ্র, জলঢাকা জলবিদ্যুৎ কেন্দ্র, রাম্মাম জলবিদ্যুৎ কেন্দ্র ও তিস্তা জলবিদ্যুৎ কেন্দ্র।
২৮, পশ্চিমবঙ্গের কয়েকটি সৌর বিদ্যুৎ কেন্দ্র এর নাম কর।
👉 খাতড়া [বাঁকুড়া], মৌসুনি,সাগরদ্বীপ ও পাথরপ্রতিমা [দক্ষিণ ২৪ পরগনা]।
২৯, পশ্চিমবঙ্গের কয়েকটি বায়ু বিদ্যুৎ কেন্দ্র এর নাম কর।
👉 সাগরদ্বীপ [দক্ষিণ ২৪ পরগনা] ও দাদনপত্র [পূর্ব মেদেনিপুর]।
৩০, পশ্চিমবঙ্গের নবীনতম জেলার নাম কি?
👉 পশ্চিম বর্দ্ধমান।
Download the PDF File 👉 Click Here.
Please do not enter any spam link in the comment box