Notepage এর পক্ষ থেকে Primary Interview এ তোমাদের সাহায্য করার জন্য বিভিন্ন Study Materials and Guidelines পরপর দেওয়া হবে। আজকে তোমাদের শেয়ার করব পশ্চিমবঙ্গ সরকারের বিভিন্ন প্রকল্প বিষয়ে, এগুলো Interview এ প্রায়ই ধরা হয়, সুতারাং এগুলো তোমরা সংগ্রহ করে রাখলে আশা করি তোমাদের উপকারে লাগবে।
ধন্যবাদ।
Team – Notepage
বর্তমানে পশ্চিমবঙ্গ সরকারের কিছু প্রকল্প
১, মাতৃযান প্রকল্প - সূচনা হয় 2011 সালে। প্রসূতি মায়েদের হাসপাতালে পৌঁছে দেবার জন্য বিনামূল্যে অ্যাম্বুলেন্স পরিষেবা।
২, কন্যাশ্রী প্রকল্প - সূচনা হয় 2013 সালে। বাল্য বিবাহ প্রতিরোধ করা এবং মেয়েদের পড়াশোনায় আর্থিক সাহায্য করে স্কুল ছুট রোধ করা। প্রকল্পটি আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন।
৩, যুবশ্রী প্রকল্প - সূচনা হয় 2013 সালে। রাজ্যের বেকার যুবকদের মাসিক 1500 টাকা করে ভাতা প্রদান করা হয়।
৪, মধুর স্নেহ প্রকল্প - সূচনা হয় 2013 সালে হিউম্যান মিল্ক ব্যাংক , মাতৃহীন নবজাতক শিশুদের সাহায্য করার উদ্দেশ্যে চালু হয়।
৫, শিশু সাথী প্রকল্প - সূচনা হয় 2013 সালে। দরিদ্র পরিবারের 12 বছর বয়সী শিশুদের বিনামূল্যে হার্টের অপারেশনের ব্যবস্থ্যা করা হয়।
৬, সামাজিক সুরক্ষা যোজনা - সূচনা হয় 2014 সালে। কোন প্রকার দুর্ঘটনায় দরিদ্র পরিবারের নিহত ব্যক্তিদের এককালীন 2 লক্ষ টাকা এবং আহত ব্যক্তিদের এককালীন 1 লক্ষ টাকা প্রদান করা হয়।
৭, সুফল বাংলা প্রকল্প - সূচনা হয় 2014 সালে। চাষীদের কাছ থেকে লাভজনক দামে ফসল কিনে নিয়ে তাদের আর্থিক ক্ষতি রোধ করা ও তার বিক্রির ব্যবস্থা করা হয়।
৮, কর্মতীর্থ প্রকল্প - সূচনা হয় 2014 সালে রাজ্যের সমস্ত স্বনির্ভর গোষ্ঠীকে সাহায্য করা উৎপাদিত পণ্য সমূহ বিক্রির ব্যবস্থা করা হয়।
৯, ঐক্যশ্রী প্রকল্প - সূচনা হয় 2014 সালে। সংখ্যালঘু স্কুল ছাত্রদের বার্ষিক স্কলারশিপ প্রদান করা আর্থিক সাহায্য করে স্কুল ছুট রোধ করা এর উদ্দেশ্য।
১০, শিক্ষাশ্রী প্রকল্প - সূচনা হয় ২০১৪ সালে। পঞ্চম থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত তপশিলি জাতি ও উপজাতি সম্প্রদায়ের ছাত্র-ছাত্রীদের পড়াশোনায় আর্থিক সাহায্য প্রদান করার মাধ্যমে স্কুল ছুট রোধ করা।
১১, গতিধারা প্রকল্প - সূচনা হয় ২০১৪ সালে। কর্মহীন বেকার যুবতীদের জীবিকা নির্বাহে সাহায্য করার জন্য গাড়ি কিনতে লোন দেওয়া হয়। ১ লক্ষ টাকা পর্যন্ত আর্থিক সাহায্য পাওয়া যায়।
১২, সবুজ সাথী প্রকল্প - ২০১৫ সালে সূচনা হয়। নবম থেকে দ্বাদশ শ্রেণীর ছাত্র-ছাত্রীদের বিনামূল্যে সাইকেল প্রদান করা হয়।
১৩, মুক্তির আলো প্রকল্প - সূচনা হয় ২০১৫ সালে যৌনকর্মী, নির্যাতিতা নারী ও বালিকাদের জন্য আর্থিক অনুদান ও বিশেষ প্রশিক্ষণের মাধ্যমে তাদের কর্মে ফিরিয়ে এনে স্বনির্ভর করে তোলা।
১৪, খাদ্য সাথী প্রকল্প - খাদ্য সাথী প্রকল্প চালু হয় ২০১৬ সালে। এই প্রকল্পের আওতাভুক্ত পরিবারের মাথাপিছু দু টাকা কেজি দরে খাদ্যশস্য প্রদান করা হয়।
১৫, সবুজ শ্রী - সবুজ শ্রী প্রকল্প সূচনা হয় ২০১৬ সালে। এই প্রকল্পের মাধ্যমে শিশুকে জন্মের পরপরই একটা চারা গাছ দেয়া হয়। পরিবেশের প্রতি শিশুদের সচেতন করে তোলা এর উদ্দেশ্য।
১৬, সমব্যথী প্রকল্প - সমব্যথী প্রকল্প সূচনা হয় ২০১৬ সালে। দরিদ্র মানুষের মৃত্যুর পর অন্তোষ্টিক্রিয়ার জন্য দু হাজার টাকা প্রদান করা হয়।
১৭, স্বাস্থ্য সাথী প্রকল্প - স্বাস্থ্য সাথী প্রকল্প সূচনা হয় 2016 সালে। এর আলতাভুক্ত পরিবারকে 10 লক্ষ টাকা পর্যন্ত স্বাস্থ্য বীমা প্রদান করা হয়।
১৮, উৎকর্ষ বাংলা প্রকল্প - উৎকর্ষ বাংলা প্রকল্প সূচনা হয় ২০১৬ সালের মেধাবী শিক্ষার্থীদের বৃত্তিমূলক শিক্ষার ব্যবস্থা করা হয়।
১৯, সেফ ড্রাইভ সেভ লাইফ প্রকল্প - সেফ ড্রাইভ সেভ লাইফ প্রকল্প সূচনা হয় ২০১৬ সালে। পথ দুর্ঘটনা আটকানো ও পথনিরাপত্তার ব্যবস্থা করা।
২০, রূপশ্রী প্রকল্প - রূপশ্রী প্রকল্প সূচনা হয় 2018 সালে। মেয়েদের বিয়ের সময় এককালীন ২৫ হাজার টাকা প্রদান করা হয়।
২১, মানবিক পেনশন প্রকল্প - মানবিক পেনশন প্রকল্প সূচনা হয় 2018 সালে। প্রতিবন্ধী ব্যক্তিদের মাসে এক হাজার টাকা করে পেনশনের ব্যবস্থা করা হয়।
২২, কৃষক বন্ধু প্রকল্প - কৃষক বন্ধু প্রকল্প সূচনা হয় 2019 সালে। কৃষকদের আর্থিক অনুদান করা এবং দু লক্ষ টাকা পর্যন্ত জীবন বীমার ব্যবস্থা করা হয়।
২৩, জাগো প্রকল্প - জাগো প্রকল্প সূচনা হয় 2019 সালে। স্বনির্ভর গোষ্ঠীকে বার্ষিক ৫০০০ টাকা করে প্রদান করা হয় তাদের কাজে সাহায্য করার জন্য এই কর্মসূচি নেওয়া হয়েছে।
২৪, কর্ম সাথী প্রকল্প - কর্ম সাথী প্রকল্প চালু করা হয় ২০২০ সালে। বেকার যুবক-যুবতীদের অর্থনৈতিকভাবে স্বনির্ভর করে তুলতে এককালীন ঋণ প্রদান করার ব্যবস্থা করা হয়।
২৫, পথশ্রী প্রকল্প - পথশ্রী প্রকল্প চালু করা হয় ২০২০ সালে। পুরনো সড়কের মেরামত করার ব্যবস্থা করা হয়।
২৬, দুয়ারে সরকার - দুয়ারে সরকার সূচনা হয় ২০২০ সালে। রাজ্যের সমস্ত মানুষকে সরকারের পরিসেবা তাদের নিজ এলাকায় করার ব্যবস্থা করা হয়েছে।
২৭, স্নেহলয় প্রকল্প - স্নেহলয় প্রকল্প সূচনা হয় ২০২০ সালে। অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া মানুষদের আবাস তৈরি করার জন্য অর্থ বরাদ্দ করা হয়।
২৮, স্নেহের পরশ প্রকল্প - স্নেহের পরশ প্রকল্প সূচনা হয় ২০২০ সালে। যে সমস্ত শ্রমিক ভিন রাজ্যে কাজ করে তাদের জন্য সাহায্য করার জন্য অর্থ প্রদান করা হয় ।
২৯, বন্ধু প্রকল্প - বন্ধু প্রকল্প সূচনা হয় ২০২০ সালে। রাজ্যের তপশিলী জাতি ও উপজাতির মানুষদের বয়স ৬০ বছরের বেশি বয়স হলে তাদের মাসে ১০০০ টাকা ভাতা প্রদান করা হয়।
৩০, বাংলা শ্রী প্রকল্প - বাংলা শ্রী প্রকল্প সূচনা হয় ২০২০ সালে। পশ্চিমবঙ্গের সমস্ত ক্ষুদ্র ও মাঝারি শিল্পকর্মে উৎসাহ প্রদান করার ব্যবস্থা করা হয় এই প্রকল্পের মাধ্যমে।
৩১, চা সুন্দরী প্রকল্প - চা সুন্দরী প্রকল্প সূচনা হয় ২০২০ সালে। চা বাগান শ্রমিকদের আবাস তৈরি করার জন্য আর্থিক সাহায্য করা হয়।
৩২, হাসির আলো প্রকল্প - হাসির আলো প্রকল্প সূচনা হয় ২০২০ সালে। গ্রাম ও শহরের গরিব পরিবারকে 75 ইউনিট পর্যন্ত বিনামূল্যে বিদ্যুৎ সরবরাহ করা হয়।
৩৩, Student ক্রেডিট কার্ড - স্টুডেন্ট ক্রেডিট কার্ড সূচনা হয় ২০২১ সালে। মেধাবী ছাত্রদের পড়াশোনা এগিয়ে নিয়ে যাবার জন্য 10 লক্ষ টাকা ব্যবস্থা করা হয়।
৩৪, লক্ষীর ভান্ডার প্রকল্প - লক্ষীর ভান্ডার প্রকল্প সূচনা হয় ২০২১ সালে। মহিলাদের স্বনির্ভর গড়ে তুলতে ২৫ বছর বয়সী সকল মহিলাকে আর্থিক সাহায্য প্রদান করা হয়। মাসিক সাড়ে ৭৫০ টাকা এবং তপশিলী জাতি বা উপজাতির হলে মাসে ১০০০ টাকা পর্যন্ত দেয়ার ব্যবস্থা করা হয় দেয়া হয়।
৩৫, মা প্রকল্প - মা প্রকল্প সূচনা হয় ২০২১ সালে। দরিদ্র মানুষদের মাত্র ৫ টাকায় ডিম ভাত প্রদান করার জন্য রাজ্যের বিভিন্ন স্থানে মা ক্যান্টিন চালু করা হয়েছে।
৩৬, নিজ গৃহ নিজ ভূমি প্রকল্প - এর মাধ্যমে রাজ্যের ভূমিহীন মানুষদের আশ্রয় ও জীবন জীবিকার ব্যবস্থার ব্যবস্থা করা হয়।
৩৭, সবলা প্রকল্প - রাজ্যের কিশোরীদের স্বাস্থ্য ও কর্মসংস্থানের উন্নতি ঘটিয়ে তাদেরকে স্বাবলম্বী করার ব্যবস্থা করা হয়।
৩৮, গীতাঞ্জলি প্রকল্প – রাজ্যের প্রতিটি মানুষের জন্য আশ্রয়ের ব্যবস্থা করা হয়।
৩৯, পথসাথী প্রকল্প - পথচারীদের সুবিধার্থে শৌচালায় ও রাত্রিকালীন থাকার ও আহারের ব্যবস্থা করা হয়।
৪০, উৎস শ্রী প্রকল্প - শিক্ষকদের নিজ এলাকার মধ্যেই নিয়োগ করে নিয়োগ করার ব্যবস্থা করা হয় এই প্রকল্পের মাধ্যমে।
।।ধন্যবাদ।।
আরও পড়ুন 👉 প্রাইমারি ইন্টারভিউ গাইড।
Please do not enter any spam link in the comment box