100 টি পদার্থ বিজ্ঞান প্রশ্ন উত্তর।। Physical Science Short Question and Answer - PDF সহ দেওয়া হল। সমস্ত পরীক্ষার উপযোগী।
ভৌত বিজ্ঞান 100টি প্রশ্ন উত্তর ।
।। প্রথম পর্ব।।
1, বেতার তরঙ্গ প্রতিফলিত হয় বায়ুর কোন স্তরে? 👉 আয়ন মন্ডল [থার্মোস্ফিয়ার]।
2, CFC এর পুরো নাম কি?
👉 ক্লোরোফ্লুরোকার্বন।
3, বিশ্ব ওজোন দিবস কবে পালিত হয়?
👉 16 সেপ্টেম্বর।
4, সমুদ্র বায়ু কখন প্রবাহিত হয়?
👉 দিনের বেলা।
5, দুটি কার্বন বিহীন জ্বালানির নাম কর।
👉 হাইড্রোজেন ও ইউরেনিয়াম।
6, দুটি জীবাশ্ম জ্বালানির নাম কর।
👉 কয়লা , পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস।
7, ভারতের কয়েকটি ভূতাপ শক্তি উৎপাদন কেন্দ্রের নাম কর।
👉 হিমাচল প্রদেশের মণিকরণ, ছত্রিশগড়ের তাতাপানি গুজরাটের ক্যাম্বে, লাদাখের পুগা।
8, বায়োগ্যাসের প্রধান উপাদান কি?
👉 মিথেন।
9, মিথেনের সংকেত লেখ।
👉 CH4
10, জ্বালানি কাঠ কোন ধরনের শক্তির উৎস?
👉 নবীকরণযোগ্য শক্তি উৎস।
11, একটি বায়ো ফুয়েল এর উদাহরণ দাও।
👉 গোবর গ্যাস।
12, ফায়ার আইস কাকে বলে?
👉 মিথেন হাইড্রাইটকে।
13, LPG এর পুরো নাম কি?
👉 লিকুইফায়েড পেট্রোলিয়াম গ্যাস।
14, LPG এর প্রধান উপাদান কি?
👉 বিউটেন।
15, CNG এর পুরো নাম কি?
👉 কম্প্রেসড ন্যাচারাল গ্যাস।
16, CNG এর প্রধান উপাদান কি?
👉 মিথেন।
17, সোলার কোষে ব্যবহৃত অর্ধপরিবাহীর নাম কি?
👉 সিলিকন।
18, গ্যাসের চাপ মাপা হয় কোন যন্ত্রের সাহায্যে?
👉 ম্যানোমিটার।
19, বায়ুপূর্ণ বেলুনকে চাঁদে নিয়ে গেলে কি ঘটবে?
👉 ফেটে যাবে।
20, বায়ুমণ্ডলের চাপ মাপা হয় কোন যন্ত্রের সাহায্যে?
👉 ব্যারোমিটার।
21, আণবিক তত্ত্বের জনক কাকে বলা হয়?
👉 অ্যাভোগাড্রোকে।
22, ধূপের ধোঁয়া সারা ঘরে ছড়িয়ে পড়ে গ্যাসের কোন ধর্মের জন্য?
👉 ব্যাপন।
23, চুনাপাথরের রাসায়নিক নাম কি?
👉 ক্যালসিয়াম কার্বনেট।
24, কলিচুনের রাসায়নিক নাম কি?
👉 ক্যালসিয়াম হাইড্রাক্সাইড।
25, ফল পাকাতে সাহায্য করে কোন গ্যাস?
👉 ইথিলিন।
26, ডাক্তাররা কোন ধরনের থার্মোমিটার ব্যবহার করেন?
👉 ফারেনহাইট থার্মোমিটার।
27, মানুষের শরীরের স্বাভাবিক তাপমাত্রা কত?
👉 98.4 F
28, কোন তাপমাত্রা সেলসিয়াস ও ফারলাইট স্কেলে সমান?
👉 - 40
29, দ্বিধাতপাত কোন কোন যন্ত্রে ব্যবহার করা হয়?
👉 থার্মোস্ট্যাট, ফায়ার এলার্ম ইত্যাদি যন্ত্রে।
30, মনট্রিল প্রটোকল কবে স্বাক্ষরিত হয়?
👉 16ই সেপ্টেম্বর 1987
👉 থার্মোস্ট্যাট, ফায়ার এলার্ম ইত্যাদি যন্ত্রে।
32, দুটি রেললাইনকে জুড়তে যে পাত ব্যবহার করা হয় তার নাম কি?
👉 ফিসপ্লেট।
33, মিটার স্কেল ও বাটখারা তৈরিতে কোন সংকর ধাতু ব্যবহার করা হয়?
👉 ইনভার।
34, ইনভার কোন কোন ধাতু মিশিয়ে তৈরি হয়?
👉 ইস্পাত ও নিকেল।
34, একটি তরল ধাতুর নাম কর।
👉 পারদ।
35, কোন পদার্থ সবচেয়ে বেশি তাপের কুপরিবাহী?
👉 হীরক।
36, সেফটি ল্যাম্প কে আবিষ্কার করেন
👉 হামফ্রে ডেভি।
37, এক্সিমোদের বরফের তৈরি বাসস্থান কে কি বলে?
👉 ইগলু।
38, SI পদ্ধতিতে রোধের একক কি?
👉 ওহম।
39,একটি তাপের সুপরিবাহী তরল পদার্থের নাম কর।
👉 পারদ।
40, সবচেয়ে তাপের কুপরিবাহী পদার্থের নাম কি?
👉 গ্লাস উল।
41,মোটর গাড়ির ভিউ ফাইন্ডারের কোন দর্পণ ব্যবহার করা হয়?
👉 উত্তল দর্পণ।
42,দাঁতের ডাক্তাররা কোন দর্পণ ব্যবহার করেন?
👉 অবতল দর্পণ।
43, টর্চের প্রতিফলক হিসাবে কোন দর্পণ ব্যবহার করা হয়?
👉 অবতল দর্পণ।
44, দাড়ি কামানোর জন্য কোন দর্পণ ব্যবহার করা হয়?
👉 অবতল দর্পণ।
45, সোলার কুকারে কোন দর্পণ ব্যবহার করা হয়
👉 অবতল দর্পণ।
46, ক্যামেরায় কোন লেন্স ব্যবহার করা হয়?
👉 উত্তল লেন্স।
47, হাইপারমেট্রোপিয়া চিকিৎসায় কোন দর্পণ ব্যবহার করা হয়?
👉 উত্তল লেন্স।
48, মায়োপিয়া চিকিৎসায় কোন লেন্স ব্যবহার করা হয়?
👉 অবতল লেন্স।
49, সানগ্লাস এ কোন লেন্স ব্যবহার করা হয়?
👉 অবতলোত্তল লেন্স।
50, চোখের রেটিনায় উৎপন্ন প্রতিবিম্ব কেমন হয়?
👉 ছোট ও উল্টো।
51, ক্যামেরায় গঠিত উৎপন্ন প্রতিবিম্বের আকৃতি কেমন?
👉 সদ ও অবশীর্ষ।
52, চোখের কর্নিয়া সংরক্ষণে কি ব্যবহার করা হয়?
👉 নাইট্রোজেন।
53, উত্তল লেন্সের অপর নাম কি?
👉 অভিসারী লেন্স।
54, অবতল লেন্সের অপর নাম কি?
👉 অপসারি লেন্স।
55, আতস কাঁচ বা বিবর্ধক কাঁচ হিসেবে কোন লেন্স ব্যবহার করা হয়?
👉 উত্তল লেন্স।
56, একটি শুদ্ধ বর্ণালীর উদাহরণ দাও।
👉 গ্রেটিং বর্ণালী।
57, একটি অশুদ্ধ বর্ণালীর উদাহরণ দাও।
👉 রংধনু।
58, মৌলিক বা প্রাথমিক বর্ণ কাকে বলে?
👉 লাল, সবুজ ও নীলকে।
59, রংধনু গঠিত হয় আলোর কোন ধর্মের জন্য?
👉 আলোর বিচ্ছুরণ।
60, কোন আলোকের জন্য ত্বকে ভিটামিন ডি সংশ্লেষিত হয়?
👉 আল্ট্রাভায়োলেট রশ্মি (UV Ray)
61, সিডি, ডিভিডি প্লেয়ার এবং রিমোট কন্ট্রোলে কোন রশ্মি ব্যবহার হয়?
👉 অবলোহিত রশ্মি (Infrared Ray)।
62, স্যাটেলাইট ডিটিএইচ টিভি ইত্যাদিতে কোন রশ্মি ব্যবহার করা হয়?
👉 মাইক্রোওয়েভ বা অনুতরঙ্গ।
63, CD, DVD প্লেয়ার এবং রিমোট কন্ট্রোলে কোন রশ্মি ব্যবহার হয়?
👉 অবলোহিত রশ্মি।
64, স্যাটেলাইট DTH টিভি ইত্যাদিতে কোন রশ্মি ব্যবহার করা হয়?
👉 মাইক্রোওয়েভ বা অনুতরঙ্গ।
65, X রশ্মি কে আবিষ্কার করেন?
👉 উইলিয়াম রনজেন্ট।
66, গামা রশ্মি কে আবিষ্কার করেন?
👉 বেকারেল ও মাদাম কুরি।
67, অতিবেগুনি রশ্মি কে আবিষ্কার করেন?
👉 রিটার।
68, অবলোহিত রশ্মি কে আবিষ্কার করেন?
👉 হারসেল।
69, অনুতরঙ্গ বা মাইক্রোওয়েভ কে আবিষ্কার করেন?
👉 ম্যাক্সওয়েল ও হাইনেরিখ হার্জ।
70, বেতার তরঙ্গ রেডিও কে আবিষ্কার করেন?
👉 ম্যাক্সওয়েল ও হাইনেরিখ হার্জ।
71, গামা রশ্মির দুটি ব্যবহার লেখ।
👉 জীবাণুন নাশক, রেডিওথেরাপি ও ঝালাইয়ের ত্রুটি নির্ণয়নের কাজে ব্যবহার করা হয়।
72, এক্স রশ্মির দুটি ব্যবহার লেখ।
👉 ভাঙ্গা হাড়ের ছবি তুলতে, রেডিওথেরাপি ক্যান্সার ও টিউমার চিকিৎসায় ও চোরা চালান রুখতে ব্যবহার করা হয়।
73, অতিবেগুনি রশ্মির দুটি ব্যবহার লেখ।
👉 পানীয় জলকে জীবানুমুক্ত করতে এবং ডিম ঘি ও মাখন এর বিশুদ্ধতা নির্ণয় করতে ও বার্গলার এলার্মে গামা রশ্মি ব্যবহার করা হয়।
74, কোন রশ্মির জন্য মানুষের ত্বকে ভিটামিন - D সংশ্লেষিত হয়?
👉 অতিবেগুনি রশ্মি।
75, ইনফ্রারেড রশ্মির দুটি ব্যবহার উল্লেখ কর।
👉 অন্ধকার বা ধোঁয়া পূর্ণ পরিবেশের ছবি তুলতে, সিডি বা ডিভিডি প্লেয়ারে ব্যবহার করা হয়।
76, মাইক্রোওয়েভ কোথায় ব্যবহার করা হয়?
👉 স্যাটেলাইট, DTH স্টেশনে ও খাদ্যবস্তু গরম করতে মাইক্রোওয়েভ ব্যবহার করা হয়।
77, রেডিও তরঙ্গ এর দুটো ব্যবহার উল্লেখ করো।
👉 রাডার ও TV সম্প্রচার এ ব্যবহার করা হয়।
78, আলোক তরঙ্গ কি প্রকার তরঙ্গ?
👉 চুম্বকীয় তরঙ্গ।
79, আলোক তরঙ্গ সাধারণত কয় প্রকার?
👉 দুই প্রকার দৃশ্যমান ও অদৃশ্যমান [সবই তড়িৎ চুম্বকীয় তরঙ্গ]।
80, অদৃশ্যমান আলোর তরঙ্গ গুলো কি কি?
👉 এক্স রশ্মি, গামা রশ্মি, অতিবেগুনি রশ্মি, অণুতরঙ্গ, রেডিও তরঙ্গ, অবলোহিত আলো।
81, আলোর গতিবেগ কোথায় সব থেকে বেশি?
👉 শূন্য মাধ্যমে।
82, এই মহাবিশ্বে সব থেকে দ্রুততম বস্তু কি?
👉 আলো।
83, ক্ষতিকর আলোকরশ্মি গুলি কি কি?
👉 X রশ্মি, গামা রশ্মি, অতিবেগুনি ও ইনফ্রারেড রশ্মি।
84, দৃশ্যমান আলোর কণার নাম কি?
👉 ফোটন কণা।
85, মানব দেহে Sun Burn সৃষ্টি করে কোন আলোক রশ্মি?
👉 অতিবেগুনি রশ্মি।
86, আকাশ নীল দেখায় আলোর কোন ধর্মের জন্য?
👉 আলোর বিক্ষেপণ।
87, চাঁদের আকাশ কালো দেখায় কেন?
👉 বায়ুমণ্ডল না থাকার জন্য।
88, দৃশ্যমান আলো সাতটি বর্ণের সমষ্টি কে প্রমাণ করেন?
👉 বিজ্ঞানী নিউটন।
89, দৃশ্যমান আলোর সাতটি বর্ণ কি কি?
👉 লাল, কমলা, হলুদ, সবুজ, আকশী, নীল, বেগুনী।
90, কোন বর্ণের আলোর তরঙ্গ দৈর্ঘ্য সব থেকে বেশি?
👉 লাল।
91, বিপদ সংকেত হিসেবে কোন বর্ণের আলো ব্যবহার করা হয়?
👉 লাল, কারণ এর তরঙ্গ দৈর্ঘ্য সব থেকে বেশি তাই সহজেই চোখে পড়ে।
92, কোন রশ্মির ভেদন ক্ষমতা সবথেকে বেশি?
👉 গামারশ্মি।
93, কোন আলোর তরঙ্গ দৈর্ঘ্য সর্বাধিক?
👉 রেডিও তরঙ্গ।
94, দৃশ্যমান আলোর তরঙ্গের পাল্লা কত?
👉 400 nm – 800 nm
95, বায়ুমণ্ডল না থাকলে আকাশের রং কেমন হতো?
👉 কালো।
96, গাছের বৃদ্ধি ও ফলন বৃদ্ধি করার জন্য কোন আলো ব্যবহার করা হয়?
👉 গামা রশ্মি।
97, সূর্যোদয় ও সূর্যাস্তের সময় সূর্যকে লাল দেখায় কেন?
👉 আলোর বিক্ষোভনের জন্য।
98, অন্ধকারের মধ্যে ছবি তুলতে ব্যবহার করা হয় কোন আলোকরশ্মি?
👉 অবলোহিত রশ্মি।
99, তড়িৎ চৌম্বকীয় তত্ত্বের জনক কে।
👉 ম্যাক্সওয়েল।
100, আলো এক প্রকার তড়িৎ চুম্বকীয় তরঙ্গ কে প্রমাণ করেন?
👉 বিজ্ঞানী ম্যাক্সওয়েল।
Download the PDF 👉 Click Here
Please do not enter any spam link in the comment box