Class X History Question and Answer
দশম শ্রেণীর ইতিহাস প্রশ্ন ও উত্তর চতুর্থ পর্ব।
৮৪, কাওয়ালি গানের জনক
কাকে বলা হয়?
👉 আমির খসরু।
৮৫, টপ্পা গানের জনক
কাকে বলা হয়?
👉 মিঞা গোলাম নবি।
৮৬, মোহনবাগান ক্লাব কত
সালে ইংরেজদের হারিয়ে শিল্ড জয় করে?
👉 ১৯১১ সালে।
৮৭, কারা ভারতে ফুটবল
খেলা প্রচলন করে?
👉 ইংরেজরা ভারতে ফুটবল খেলা প্রচলন করে।
৮৮, ক্রিকেট ইন কলোনিয়াল
ইন্ডিয়া বই এর লেখক কে।
👉 বোরিয়া মজুমদার।
৮৯, ঘাগরা ভারতের কোন
অঞ্চলের মেয়েদের মধ্যে জনপ্রিয়?
👉 গুজরাট ও রাজস্থান।
৯০, সালোয়ার কামিজ
ভারতের কোন অঞ্চলের মেয়েদের মধ্যে জনপ্রিয়?
👉 পাঞ্জাব, হরিয়ানা ও
হিমাচল প্রদেশ।
৯১, ভারতীয় গণনাট্য কবে
প্রতিষ্ঠিত হয়?
👉 ১৯৪৩ সালে।
৯২, প্রথম ভারতীয়
সিনেমার নাম কি?
👉 রাজা হরিশচন্দ্র
[নির্বাক, ১৯১৩]।
৯৩, প্রথম বাংলা নির্বাক
চলচিত্রের নাম কি ও এটি কে নির্মান করেন? [ ২ নং প্রশ্ন ]
👉 বিল্বমঙ্গল [১৯১৯]।
পরিচালক ছিলেন জ্যোতিষ ব্যানার্জী।
৯৩, প্রথম স্থানীয়
ইতিহাস চর্চার জন্য লিখিত পুস্তকের নাম কি? এতে কোন স্থানের ইতিহাস বর্ণিত হয়েছে?
👉 কলহনের রাজতরঙ্গিনী। এতে
কাশ্মীরের ইতিহাস বর্ণিত হয়েছে।
৯৪, চিকিৎসা বিজ্ঞানের
জনক কাকে বলা হয়? প্রাচীন ভারতের ২ জন চিকিৎসকের নাম কর।
👉 চিকিৎসা বিজ্ঞানের জনক
হলেন হিপোক্রেটিস।
৯৫, প্রাচীন ভারতের ২ জন চিকিৎসকের নাম কর।
👉 প্রাচীন ভারতের ২ জন চিকিৎসকের নাম হল চরক, সুশ্রুত।
৯৬, ইতিহাসের উপাদান হিসাবে রবীন্দ্রনাথের আত্মজীবনী জীবনস্মৃতির গুরুত্ব আলোচনা কর। [
বড় প্রশ্ন ]
👉 রবীন্দ্রনাথ ঠাকুরের
আত্মজীবনী জীবনস্মৃতি আধুনিক ভারত ইতিহাস চর্চার এক অন্যতম গুরুত্বপূর্ণ
দলিল। এই বিখ্যাত গ্রন্থে পাতার পর পাতায় যেমন ভারতের রাজনৈতিক কর্মকাণ্ডের নানা
তথ্য ধরা পড়েছে তেমনি তার সাথে সাথে তৎকালীন পরিবর্তনশীল সমাজের ধারা পথ চিত্রিত
হয়েছে।
যে কাল পর্বে জীবনস্মৃতি
রচিত হয়েছিল তা ছিল বাঙালি সমাজের জাতীয় চেতনার উন্মেষ পর্ব। স্বদেশ ও সমাজ সম্পর্কে বাঙালির চেতনা এই পর্বের ধীরে
ধীরে রূপান্তরিত হয়ে পূর্ণরূপে মাত্রা পাচ্ছিল। ভারতের রাজনীতি
নানা প্রসঙ্গ যেমন হিন্দু মেলা স্বদেশী আন্দোলন ইত্যাদি সম্পর্কে এই বইতে আলোচিত
হয়েছে। হিন্দু মেলা সম্পর্কে কবি জীবনস্মৃতিতে নবগোপাল মিত্রের হিন্দু মেলার
স্বদেশপ্রেম ও তার উন্মাদনার কথা উল্লেখ করেছেন এবং সেই প্রসঙ্গে রাজনারায়ণ বসু ও
নবীনচন্দ্র সেনের কথা উল্লেখ করেছেন তিনি লিখেছেন ভারতবর্ষকে স্বদেশ বলিয়া ভক্তির
সহিত উপলব্ধির চেষ্টা সেই প্রথম হয়। মেজদাদা [সত্যেন্দ্রনাথ ঠাকুর] সেই সময়
বিখ্যাত জাতীয় সংগীত মিলে সবে ভারত সন্তান রচনা করেছিলেন। স্বদেশী আন্দোলন প্রসঙ্গে তিনি আরো লিখেছেন সেই সময়
যতীন্দ্রনাথ ঠাকুরের উদ্যোগে ও রাজনারায়ণ বসুর সভাপতিত্বে অনুষ্ঠিত নান সভা এবং তাদের
উদ্যোগে ধুতি পায়জামাকে ভারতের একটি সর্বজনীন পরিচ্ছদ প্রচারণের চেষ্টা, স্বদেশী
দেশলাই কারখানা কাপড় মিল প্রতিষ্ঠায় যুবকদের উদ্যোগকে তিনি তুলে ধরেছেন, যা খুবই
গুরুত্বপূর্ণ।
শুধু রাজনীতি নয়, সমকালীন সমাজ
ইতিহাস চর্চার রচনার ক্ষেত্রে জীবনস্মৃতি আর গুরুত্বপূর্ণ উপাদান। এ থেকে ঠাকুরবাড়ির অন্দরমহলে নানা ছবি, নারীদের
স্বাধীনতা, শিশুদের বাল্যকাল ইত্যাদি তুলে ধরা হয়েছে। যা থেকে সমকালীন বাংলার
সামাজিক ইতিহাসের নানা তথ্য পাওয়া যায়।
পরিশেষে বলা যায় যে কবি
নিজেই জীবনস্মৃতি সম্পর্কে যতই বলেন - “এই
স্মৃতি ভান্ডারে অত্যন্ত যথাযথভাবে ইতিহাস সংগ্রহের চেষ্টা ব্যর্থ হইতে পারে” আসলে সমকালীন বাংলা কথা দেশের এক অনন্য আলোকপ্রাপ্ত
পরিবারে সদস্য হওয়ার সুবাদে এবং সেই পরিবারের সদস্যদের প্রত্যক্ষ ও পরোক্ষভাবে
বিপুল কণ্ডের কর্মকাণ্ডের সাথে জড়িয়ে থাকার সুবাদে ভারতের ইতিহাস রচনার ক্ষেত্রে
জীবনস্মৃতি তাৎপর্য অনুস্বীকার্য।
Download the PDF 👉 Click Here
Please do not enter any spam link in the comment box