ঘানিম আল মুফতাহ।। Ghanim Al Muftah

 ঘানিম আল মুফতাহ।। Ghanim Al Muftah 

ঘানিম আল মুফতাহ।। Ghanim Al Muftah

ফুটবল বিশ্বকাপের বছরের ইতিহাসে এই প্রথমবার বিশ্বকাপ খেলার উদ্ধোধনের সাথে যুক্ত থাকলেন এমন এক তরুণ, যিনি তিনি অন্যদের মতো স্বাভাবিক নন। শরীরের নিম্নাংশ নেই 20 বছর বয়সী এই তরুণের। যার দর্শনে অবাক সাক্ষী হয়ে রয়লেন সারা বিশ্ব। যার নাম ঘানিম আল মুফতাহ (Ghanim Al Muftah) 


কে এই ঘানিম আল মুফতাহ?

ঘানিম আল মুফতাহ  20 বছর বয়সী কাতারের এক তরুণ, যিনি  2002 সালের 5 মে তিনি জন্মগ্রহণ করেন। মাতৃগর্ভে থাকাকালীনই তার  কঠিন এক অসুখ Caudal Regression Syndrome (CDS)  ধরা পড়ে। ফলে, সে সময় বিভিন্নজন তার পিতা মাতাকে গর্ভপাত করার পরামর্শ দিলেওতারা গর্ভপাত না করার সিদ্ধান্তে অটল থাকেন এবং সন্তানকে লালন পালনের সিদ্ধান্ত নেন। কারণ, ইসলামের রীতি অনুসারে গর্ভপাত চূড়ান্ত অপরাধ। ঘানিমের মা ইমান-উল-আবদেলি তার স্বামী মহাম্মদ-আল-মুফতাহকে বোঝান -  ‘সন্তানের নিম্নাংশ নেই তো কী হয়েছে, আমিই হবো তার বাম পা, তুমি হবে ডান পা। গর্ভাবস্থায় ঘানিমের দুই পা সহ মেরুদণ্ডের নিম্নাংশের বিকাশ ব্যাহত হয়। ফলে দুই পা ছাড়াই বিশ্বের আলো দেখেন ঘানিম আল মুফতাহ।  


পড়াশুনা ও ঘানিমের বড় হয়ে ওঠা - সারা বিশ্বে তিনি প্রবল আলোচিত এবং বিপুল জনপ্রিয় হওয়া ঘানিম আল মুফতাহের বড় হয়ে ওঠা আর পাঁচটা স্বাভাবিক শিশুর মত ছিলনা। চিকিৎসকেরা জানিয়েছিলেন যে, ঘানিমের 15 বছরের বেশি বেঁচে থাকা সম্ভব হবে না। ঘানিমের মা ইমান-উল-আবদেলি ও বাবা মহাম্মদ-আল-মুফতাহ এবং ভাই আহম্মদ-আল-মুফতাহর ভালোবাসায় ঘানিম সব কিছুকে তুচ্ছ করে একের পর এক বাধা অতিক্রম করেছেন। পরিবারের ভালোবাসা পেলেও স্কুল জীবনে ও সমাজে সবাই কিন্তু তাকে ভালোবাসা ঢেলে দেননি। ঘানিম সামাজিক ব্যঙ্গ-বিদ্রুপের শিকার হয়েছেন। কিন্তু ঘানিম এসব কোন কিছুই পাত্তা দেননি। তাই, একদিন যার বেঁচে থাকা নিয়েই প্রশ্ন ছিল, তাঁর হাত ধরেই উদ্ধোধন হয়েছে এই পৃথিবীর সবথেকে জনপ্রিয় খেলার।


ক্রীড়া প্রেমি ঘানিম আল মুফতাহ  - পা না থাকা সত্ত্বেও কোন প্রকার খেলা থেকেই পিছিয়ে আসেন নি ঘানিম। স্কুলে পড়ার সময় ঘানিম হাতে বুট লাগিয়ে সহপাঠীদের সাথে ফুটবল খেলতেন। ফুটবল খেলা ছাড়াও হাতের সাহায্যেই ঘানিম সাঁতার, স্কুবা ডাইভিং, স্কেটবোর্ডিং এমন কি রক ক্লাইম্বিংয়ের মতো কঠিন সব খেলা ও কাজে পারদর্শীতা দেখিয়েছেন। জেনে অবাক হবেন যে, শুধু হাতের সাহায্যেই তিনি ওমানে অবস্থিত উপসাগরীয় অঞ্চলের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ জাবাল শামস [ Jabal Shams, উচ্চিতা প্রায় 3000 মিটার]  জয় করেছেন তিনি।    

খেলাধূলা অত্যন্ত ভালোবাসে ঘানিম। খেলাধূলা যে সারা পৃথিবীর সব মানুষকে এক বন্ধনে বাঁধতে পারে সে  সম্পর্কে তাঁর এক উক্তি সোশ্যাল মিডিয়ায় খুবই পরিচিত। তিনি বলেন - 

“Sports have the unique ability to unite countries and help them in their international relations, they also serve as a vital social cohesion.”


FIFA World Cup 2022  - 1 April, 2022 কাতার সরকার এক প্রেস কনফারেন্সে বিবৃতিতে 2022 ফিফা বিশ্বকাপে কাতারের পক্ষ থেকে তাকে শুভেচ্ছাদূত নিযুক্ত করার কথা ঘোষণা করে এবং এই বিশ্বকাপে ঘানিম আল মুফতাহ হলিউড অভিনেতা মরগান ফ্রিম্যানের সাথে তিনি এই বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানের সূচনা করেন। যার ফলে সারা বিশ্বে তিনি প্রবল আলোচিত এবং বিপুল জনপ্রিয় হন।  

                            

উদ্যোক্তা ঘানিম আল মুফতাহ - উদ্যোক্তা হিসেবে ঘানিম আল মুফতাহ দারুন সফল। তিনি তাঁর মায়ের Secret Recipe ব্যবহার করে Gharissa Ice Cream নামে কাতারে একটি নিজস্ব Ice Cream কোম্পানি প্রতিষ্ঠা করেন। কাতারজুড়ে এর ছয়টি শাখা রয়েছে। তিনি আশা করেন সারা Gulf region এবং বিদেশে তাঁর কোম্পানির Ice Cream জনপ্রিয়তা পাবে।


পুরস্কার ও সম্মান প্রাপ্তি - 

কঠিন প্রতিবন্ধকতাকে পেছনে ফেলে ঘানিম আল মুফতাহ এখন  সারা বিস্বে নিজের পরিচয়ে পরিচিত।  একাধারে সফল উদ্যোক্তা,ইউটিউবার [ তাঁর ইউটিউব চ্যানেলের নাম - Ghanim Ghaffiya], মোটিভেশনাল স্পিকার ও নানান সমাজ সংস্কার মূলক কাজের সাথে যুক্ত। কাতার বিশ্বকাপের অ্যাম্বাসেডর  হওয়া সহ ঘানিম আল মুফতাহ  যে সব ক্ষেত্রে সম্মান অর্জন করেছেন তাহল - 

👉 2009 সালে মাত্র ৭ বছর বয়সে Unsung Hero হিসেবে 21st Century Leaders এর স্বীকৃতি লাভ করেন।   

👉 2014 সালে কুয়েতের তৎকালীন আমির Sheikh Sabah Al-Ahmad Al-Sabah  তাকে "শান্তি দূত" নিযুক্ত করেন।

👉 2015 সালে দোহায় অনুষ্ঠিত Paralympics Athletics World Champions  Youth Ambassador হন।

👉 বাহরিনের রাজা Hamad bin Isa Al Khalifa তাকে সামাজিক ও ক্রীড়াক্ষেত্রে অবদানের জন্য পুরস্কৃত করেন। 

👉 2017  সালে লেবাননের Taqrim Foundation তাকে শ্রেষ্ঠ তরুণ উদ্যোক্তা নির্বাচিত করে। 

👉  সোশ্যাল মিডিয়ার বিভিন্ন প্ল্যাটফর্মে ঘানিম আল মুফতাহের ফলোয়ারের সংখ্যা ৩ মিলিয়নের বেশি! বর্তমানে কাতার সহ সারা বিশ্বে তিনি একজন মোটিভেশনাল স্পিকার হিসাবে পরিচিত।    


ঘানিম আল মুফতাহর ওয়েবসাইট 👉 www.ghanimmuftah.org

Tags

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.