মাধ্যমিক ইতিহাস প্রশ্ন উত্তরঃ দ্বিতীয় অধ্যায় - সংস্কার বৈশিস্ট্য ও পর্যালোচনা

Class X History Question and Answer 
মাধ্যমিক ইতিহাস প্রশ্ন উত্তরঃ দ্বিতীয় অধ্যায় - সংস্কার বৈশিস্ট্য ও পর্যালোচনা

দ্বিতীয় অধ্যায় - 1 নং প্রশ্ন উত্তর 

১, কে, কবে বামাবোধোনি সভা প্রতিষ্ঠা করেন ?  
👉 উমেশচন্দ্র দত্ত , ১৮৬৩ সালে বামাবোধোনি সভা প্রতিষ্ঠা করেন। 

২, বামাবোধোনি প্রত্রিকার সম্পাদক কে ছিলেন ? 
👉 উমেশ চন্দ্র দত্ত বামাবোধোনি প্রত্রিকার সম্পাদক কে ছিলেন। 

৩, নীল বিদ্রোহ কবে হয় ? কোন প্রত্রিকায় এই বিদ্রোহের কথা প্রচার করা হয় ? 
👉 নীল বিদ্রোহ  ১৮৫৯ - ৬০ সালে হয়। হিন্দু প্যাট্রিয়ট প্রত্রিকায় এই বিদ্রোহের কথা প্রচার করা হয়। 

৪, হুতোম প্যাঁচার নকশা কার লেখা ? 
👉 হুতোম প্যাঁচার নকশা কালী প্রসন্ন সিংহর লেখা । 

৫, নীল দর্পণ নাটক টি কার লেখা ? 
👉 নীল দর্পণ নাটক টি  দিনবন্ধু মিত্রর লেখা। 

৬, নীল দর্পণ নাটকটি কে ইংরেজিতে অনুবাদ করেন ? 
👉 জেমস লং । 

৭, কোন গভর্নরের আমলে কলকাতা মাদ্রাসা স্থাপিত হয় ? 
👉 ওয়ারেন হেস্টিনংস এর আমলে ( ১৭৮১ ) । 

৮, কে , কবে এশিয়াটিক সোসাইটি স্থাপন করেন ?
👉 ১৭৮৪ সালে স্যার উইলিয়াম জোন্স । 

৯, বারানসি সংস্কৃত কলেজ কবে স্থাপিত হয় ?
👉 ১৭৯২ সালে ।

১০, ফোর্ট উইলিয়াম কলেজ কবে স্থাপিত হয় ? 
👉 ফোর্ট উইলিয়াম কলেজ ১৮০০ সালে স্থাপিত হয়। 

১১,  চুইয়ে পড়া নীতির প্রবর্তক কে ? 
👉 চুইয়ে পড়া নীতির প্রবর্তক হলেন টমাস ব্যাবিংটন মেকলে। 

১২, কবে , কোথায় হিন্দু কলেজ প্রতিস্টা হয় ? এর বর্তমান নাম কি ? 
👉 ১৮১৭ সালে, কলকাতায় হিন্দু কলেজ প্রতিস্টা হয়। এর বর্তমান নাম প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়। 

১৩, কলকাতা মেডিক্যাল কলেজ কবে প্রতিস্টা হয় ? 
👉 কলকাতা মেডিক্যাল কলেজ ১৮৩৫ সালে প্রতিস্টা হয়।   

১৬। শিক্ষার ম্যাগনা কার্টা কাকে বলা হয় ? 
👉 শিক্ষার ম্যাগনা কার্টা  উডের ডেসপ্যাচ কে বলা হয়।  

১৭,  ভারতীয় বিশ্ব বিদ্যালয় আইন কবে পাস হয় ? 
👉 ভারতীয় বিশ্ব বিদ্যালয় আইন ১৮৫৭ সালে পাস হয়।  

১৮, ভারতের প্রথম বিশ্ব বিদ্যালয় কোনটি ? 
👉 ভারতের প্রথম বিশ্ব বিদ্যালয় হল কলকাতা বিশ্ব বিদ্যালয় । 

১৯, কলকাতা বিশ্ব বিদ্যালয় এর প্রথম আচার্য কে ? 
👉 কলকাতা বিশ্ব বিদ্যালয় এর প্রথম আচার্য হলেন লর্ড ক্যানিং। 
   
২০, কলকাতা বিশ্ব বিদ্যালয় এর প্রথম উপ আচার্য কে ? 
👉 কলকাতা বিশ্ব বিদ্যালয় এর প্রথম উপ আচার্য হলেন স্যার উইলিয়াম কোলভিল। 

২১, নব্য বঙ্গ কাদের বলা হত ? 
👉 হিন্দু কলেজের শিক্ষক হেনরি লুই ডিরজিওর ছাত্র বা অনুগামীরা নব্য বঙ্গ নামে পরিচিত। 
 
২২, সতীদাহ প্রথা কবে নিষিদ্ধ হয় ? 
👉 সতীদাহ প্রথা ১৮২৯ সালে নিষিদ্ধ হয়।  

২৩, সতীদাহ প্রথা কে রদ করেন ? 
👉 রাজা রামমোহনের বিশেষ প্রচেষ্টায় ১৮২৯ সালে লর্ড বেন্টিঙ্ক সতীদাহ প্রথা রদ করেন। 

২৪, কে, কবে পটল ডাঙ্গা একাডেমী গঠন করেন? এর বর্তমান নাম কি ? 
👉 ডেভিড হেয়ার ১৮১৮ সালে কলকাতায় পটলডাঙ্গা একাডেমী গঠন করেন। এর বর্তমান নাম হেয়ার স্কুল। 

২৫, ভারতের প্রথম মহিলা স্নাতক কে ? 
👉 ভারতের প্রথম মহিলা স্নাতক হলেন চন্দ্রমুখী বসু ও কাদম্বিনী গাঙ্গুলি । 

২৬, কবে বিধবা বিবাহ আইন পাস হয় ? 
👉  ১৮৫৬ সালে  বিধবা বিবাহ আইন পাস হয়।

২৭, কার প্রচেষ্টায় বিধবা বিবাহ আইন পাস হয় ? 
👉 ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের চেষ্টায় লর্ড ডালহৌসি ১৮৫৬ সালে এই আইন পাস করেন। 

২৮, ব্রহ্মানন্দ উপাধি টি কার ? 
👉 ব্রহ্মানন্দ উপাধিটি কেশব চন্দ্র সেনের।   
২৯, যত মত তত পথ ... কার উক্তি ?
👉 যত মত তত পথ নামক এই বিখ্যাত উক্তিটি রামকৃষ্ণের।  

৩০, রামকৃষ্ণ এর শ্রেষ্ঠ শিষ্য কে ? 
👉 রামকৃষ্ণ এর শ্রেষ্ঠ শিষ্য ছিলেন স্বামী বিবেকানন্দ।  

৩১, কে , কবে রামকৃষ্ণ মিশন গঠন করেন? 
👉 স্বামী বিবেকানন্দ ১৮৯৭ সালে রামকৃষ্ণ মিশন গঠন করেন । 

৩২, স্বামী বিবেকানন্দ কবে শিকাগো ধর্ম স্মমেলনে যোগ দেন ? 
👉 স্বামী বিবেকানন্দ ১৮৯৩ সালে শিকাগো ধর্ম স্মমেলনে যোগ দেন । 

৩৩, ভারতের জাতীয়তাবাদের জনক কাকে বলা হয় ? 
👉 ভারতের জাতীয়তাবাদের জনক স্বামী বিবেকানন্দকে বলা হয়।  

৩৪, আধুনিক ভারতের জনক কাকে বলা হয় ? 
👉 আধুনিক ভারতের জনক রাজা রামমোহন রায়কে বলা হয়।  

৩৫, রাজা রামমোহন রায় কে “ঐতিহ্যবাহী আধুনিকতাবাদী” কে বলেন ? 
👉 ঐতিহাসিক অমলেশ ত্রিপাটি রাজা রামমোহন রায় কে “ঐতিহ্যবাহী আধুনিকতাবাদী”  বলেন।  

৩৬, দক্ষিণ ভারতের বিদ্যাসাগর কাকে বলা হয় ? 
 👉 দক্ষিণ ভারতের বিদ্যাসাগর বলা হয় বিরসালিঙ্গম কে । 

৩৭,  ভারত পথিক কাকে বলা হয় ? 
👉 ভারত পথিক রাজা রামমোহন রায়কে  বলা হয়।
 
৩৮,  ভারতের প্রথম আধুনিক মানুষ কাকে বলা হয় ? 
👉 ভারতের প্রথম আধুনিক মানুষ রাজা রামমোহন রায়কে বলা হয়।  

৩৯, স্বামী বিবেকানন্দ এর প্রধান শিষ্যা কে ছিলেন?
👉 স্বামী বিবেকানন্দ এর প্রধান শিষ্যা ভগিনী নিবেদিতা ছিলেন।  

৪০, হিন্দু পেট্রিয়ট পত্রিকার প্রথম সম্পাদক কে ছিলেন?
👉 হিন্দু পেট্রিয়ট পত্রিকার প্রথম সম্পাদক গিরিশ্চন্দ্র ঘোষ ছিলেন ।  

PDF টি ডাউনলোড করতে 👉 Click Here [Size - 155 KB]  

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.