তোমরা নিশ্চয় জানো যে, Competitive পরীক্ষায় মানব দেহের বিভিন্ন রোগ ও রোগের কারণ থেকে নানা প্রশ্ন করা হয়ে থাকে। যেমন -
(১) রিকেট রোগ হয় কোন ভিটামিনের অভাবে?
(২) ডায়াবেটিস রোগের জন্য দায়ী কোন হরমোন?
(৩) আর্সেনিক দূষণের ফলে কোন রোগ দেখা দেয়? ইত্যাদি।
তাই এবিষয়ে তোমাদের অনুশীলনে সাহায্য করার জন্য নীচের নোটস টা দেওয়া হল। আশা করি তোমাদের উপকারে আসবে। ধন্যবাদ।
Team – Notepage
রোগের নাম | রোগের কারণ |
---|---|
রাতকানা | ভিটামিন - A এর অভাবে |
টোড স্কিন বা খসখসে ত্বক | ভিটামিন - A এর অভাবে |
বেরি বেরি | ভিটামিন - B এর অভাবে |
মুখে ঘা বা স্টোমাইটোসিস | ভিটামিন - B2 এর অভাবে |
পেলেগ্রা | ভিটামিন - B3 এর অভাবে |
মোগালোব্লাস্টিক অ্যানিমিয়া | ভিটামিন - B9 এর অভাবে |
স্কার্ভি | ভিটামিন - C এর অভাবে |
রিকেট (ছোটদের) | ভিটামিন - D এর অভাবে |
অস্টিওম্যালেশিয়া (বড়দের) | ভিটামিন - D এর অভাবে |
বন্ধ্যাত্ব | ভিটামিন - E এর অভাবে |
ম্যারাসমাস | প্রোটিনের অভাবে |
কোয়াশিয়রকর | প্রোটিনের অভাবে |
ডায়াবেটিস মেলিটাস বা মধুমেহ | ইনসুলিন হরমোনের কম ক্ষরণে |
ডায়াবেটিস ইনসিপিডাস বা বহুমূত্র | ADH হরমোনের অভাবে |
বামনত্ব | STH হরমোনের কম ক্ষরণে |
অতিকায়ত্ব | STH হরমোনের অধিক ক্ষরণে |
মিক্সিডিমা ( বড়দের) | থাইরক্সিন হরমোনের কম ক্ষরণে |
ক্রেটিনিজম (ছোটদের) | থাইরক্সিন হরমোনের কম ক্ষরণে |
গ্রেভস বর্ণিত রোগ | থাইরক্সিন হরমোনের অধিক ক্ষরণে |
কুশিং সিনড্রোম | ACTH হরমোনের অধিক ক্ষরণে |
মুনফেস | কর্টিসল হরমোনের অধিক ক্ষরণে |
কলেরা | ভিব্রিও কলেরি নামক ব্যাক্টেরিয়া |
কুষ্ঠ | মাইকোব্যাকটেরিয়াম লেপ্রি নামক ব্যাক্টেরিয়া |
যক্ষ্মা | মাইকোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস নামক ব্যাক্টেরিয়া |
প্লেগ | ইয়েরসিনিয়া পেস্টিস নামক ব্যাক্টেরিয়া |
ধুনস্টংকার | ক্লসট্রিডিয়াম টিটেনি নামক ব্যাক্টেরিয়া |
টাইফয়েড | সালমোনেল্লা টাইফোসা নামক ব্যাক্টেরিয়া |
ডিপথেরিয়া | করনিব্যাকটেরিয়াম ডিপথেরি নামক ব্যাক্টেরিয়া |
ম্যালেরিয়া | প্লাজমোডিয়াম ভাইভাক্স/ফ্যালসিপেরাম নামক প্রোটোজোয়া |
কালাজ্বর | লিশমেনিয়া ডোনাভানি নামক প্রোটোজোয়া |
এডস | HIV নামক ভাইরাস |
হেপাটাইটিস | হেপাটাইটিস ভাইরাস |
হাম | রুবেল্লা নামক ভাইরাস |
জল বসন্ত | ভ্যারিসেলা নামক ভাইরাস |
গুটি বসন্ত | ভ্যারিওলা নামক ভাইরাস |
পোলিও | পোলিও ভাইরাস |
Blue Baby সিনড্রোম | নাইট্রাইট আয়নযুক্ত পানীয় জল গ্রহনে |
গলগন্ড বা গয়টার | আয়োডিনের অভাবে |
অ্যানিমিয়া বা রক্তহীনতা | Fe বা লোহার অভাবে |
চামচ আকৃতির নখ | Fe বা লোহার অভাবে |
ব্ল্যাক ফুট ডিসিজ | আর্সেনিক যুক্ত জলপান |
নখের মিজ লাইন | আর্সেনিক যুক্ত জলপান |
Flurosis | Fluride যুক্ত জল পান করলে |
বিজিনোসিস | Cotton Dust |
সিলিকোসিস | সিলিকা দূষণ |
অ্যানথ্রাকোসিস বা Black Lungs | কয়লা বা কার্বন দূষণ |
ব্যাগালোসিস | আখের ছিবড়া |
অ্যাসবেস্টোসিস | অ্যাসবেস্টস দূষণ |
মিনামাটা | পারদ দূষনের ফলে |
উইলসনবেগ | তামা দূষনের ফলে |
ইতাই ইতাই | ক্যাডমিয়াম দূষনের ফলে |
To Download the Pdf 👉 Click Here
Please do not enter any spam link in the comment box