মাধ্যমিক ইতিহাস সাজেশন PDF ।। MP HISTORY SUGGESTION ।। Part 01

মাধ্যমিক ইতিহাস সজেসান
মাধ্যমিক ইতিহাস সাজেশন PDF ।। MP HISTORY SUGGESTION ।। Part 01


Dear Students,
তোমরা যারা মাধ্যমিক পরীক্ষা দিচ্ছ তাদের সাহায্য করার জন্য এর পক্ষ থেকে মাধ্যমিক ইতিহাস থেকে অধ্যায় ভিত্তিক প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করা হল। আশা করি তোমাদের উপকারে লাগবে। PDF ডাউনলোড করে নাও। ধন্যবাদ।
Team – Notepage প্রথম অধ্যায় পর্ব - ০১

1.সাধারন ভাবে ইতিহাস কাথার অর্থ কি? 
 👉 অতিতের কথা। 
2.ইতিহাস চর্চায় প্রথম সাধারন মানুষের কথা কে তুলে ধরেন? 
 👉  মিশেল ফুকো। 
3.আধুনিক ইতিহাসের জননী কাকে বলে? 
 👉  সামাজিক ইতিহাসকে। 
4.শ্রেণী সংগ্রাম বলতে কি বোঝ? 
  👉 কার্ল মার্কসের মতে সমাজের সামান্য কিছু ধনী মানুষ সবকিছু নিয়ন্ত্রন করছে। এই ধনীদের বিরুদ্ধে যুগে যুগে শোষিত দরিদ্র শ্রেণী যে সংগ্রাম করছে তাকেই শ্রেণী সংগ্রাম বলে। 
5.কয়েকজন মার্ক্সবাদী ঐতিহাসিকের নাম কর । 
 👉 সুশোভন সরকার, ডি. ডি . কোশাম্বি, সুমিত সারকার, রমিলা থাপার, ইরফান হাবিব প্রমুখ।
6.ভারতে মার্ক্সবাদী ইতিহাস চর্চা প্রথম কে সুত্রপাত করেন? 
 👉 রজনিপাম দত্ত। 
7.ভারতে সাব অল -টারন ইতিহাস চর্চা প্রথম কে সুত্রপাত করেন? 
 👉 রণজিৎ গুহ। 
8.কয়েকজন নিন্ম বর্গীয় ঐতিহাসিকের নাম কর। 
 👉 রণজিৎ গুহ,পার্থ চ্যাটারজি, সুমিত সরকার, গৌতম ভদ্র।
9, মান্না দে এর আত্মজীবনী এর নাম কি ? 
 👉  জীবনের জলসাঘরে। 
10.প্রথম অলিম্পিক গেমস কবে হয়? 
 👉 ৭৭৬ bc 
11.আধুনিক অলিম্পিক কবে শুরু হয়? 
 👉 ১৮৯৬ সালে। 
12.ভারতের রাজধানি কবে কলকাতা থেকে দিল্লি নিয়ে যাওয়া হয়? 
 👉 ১৯১১ সালে। 
13.প্রথম ক্রিকেট কোথায় শুরু হয়? 
 👉 ইংল্যান্ড(১৭০৯)। 
14.ICC এর পুরো নাম কি ? 
 👉 ইন্টার ন্যাশনাল ক্রিকেট কাউন্সিল। 
15.রসগোল্লা কে প্রথম তৈরি করেন? 
 👉  হারাধন ময়রা ( ফুলিয়া , বাংলা )। 
16.এদশে আলুর ব্যবহার কারা শুরু করেন? 
 👉  পর্তুগীজ রা । 
17.কেকের দেশ কাকে বলে? 
 👉  স্কটল্যান্ড। 
18.ঘাঘরা কোথাকার মেয়েদের মধ্যে জনপ্রিয় ? 
 👉 গুজরাত ও রাজস্থান। 
19.বঙ্গদেশে শাড়ি পড়া কারা শুরু করেন? 
 👉 জোড়াসাঁকো ঠাকুর বাড়ির মেয়েরা। 
20.বর্তমানে বাঙালি মেয়েরা কি পদ্ধিতিতে শাড়ি পরে? 
 👉  ব্রাহ্মিকা। 
21.নতুন সামাজিক ইতিহাস কাকে বলে 
 👉 বর্তমানকালে সমাজের সাব স্তরের মানুষকে নিয়ে যে ইতিহাস চর্চা শুরু হয়েছে তাকে নতুন সামাজিক ইতিহাস চর্চা বলে। 
 22, কাওয়ালির জনক কাকে বলে? 
 👉 আমির খসরু কে। 
23, সঙ্গিত চিন্তা বই কার লেখা? 
 👉  রবিন্দ্রনাথ ঠাকুর। 
24, লতা মঙ্গেসকর এর জীবনী কে লেখেন ? 
 👉 হরিশ ভিমানি। 
26, কয়েকজন বিখ্যাত নৃত্য শিল্পীর নাম কর। 
 👉 উদয়শঙ্কর, বিরজু মহারাজ , মল্লিকা সারাভাই । 
27, গুরুত্বপূর্ণ কিছু বই ও লেখকের নাম। 👇 


বই লেখক
ম্যাড নেস অ্যান্ড সিভিলাইজেসন মিশেল ফুকো
দাস ক্যাপিটাল কার্ল মার্ক্স
ইন্ডিয়া টুডে রজনিপাম দত্ত
ফিউডাল সোসাইটি মার্ক ব্লখ
এ সোশ্যাল হিস্ট্রি অফ দি ফ্রেঞ্চ রেভুলিউশন জরেস
দি টেরিটরি অফ দি হিষ্টরিয়ান লাদুরি
বিদ্রোহী মারাদোনা রুপক সাহা
Food in History তান্নাহিল
মোগল আমলের খানাপিনা তপন রায় চৌধুরী
ঠাকুর বাড়ির অন্দরমহল চিত্রা দেব
বাঙ্গালির বেশবাস মলয় রায়
পোশাকের ইতিহাস কোহলার
ভারতের নৃত্যকলা গায়ত্রী চট্টোপাধ্যায়
ডান্স অব ইন্ডিয়া শোভানা গুপ্তা

Download the PDF 👉 Click Here

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.