মাধ্যমিক ইতিহাস সাজেশন PDF ।। MP HISTORY SUGGESTION ।। Part 02

মাধ্যমিক ইতিহাস সজেসান
মাধ্যমিক ইতিহাস সাজেশন PDF ।। MP HISTORY SUGGESTION ।। Part 02


Dear Students,
তোমরা যারা মাধ্যমিক পরীক্ষা দিচ্ছ তাদের সাহায্য করার জন্য এর পক্ষ থেকে মাধ্যমিক ইতিহাস থেকে অধ্যায় ভিত্তিক প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করা হল। আশা করি তোমাদের উপকারে লাগবে। PDF ডাউনলোড করে নাও। ধন্যবাদ।
 
Team – Notepage 

               পর্ব - ২


28, কয়েকজন বিখ্যাত নাট্যশিল্পীর নাম কর

👉 শিশির ভাদুরি , শম্ভু মিত্র , ঋত্বিক  ঘটক , উৎপল দত্ত

29,ভারতীয়  গণনাট্য কবে গঠিত হয় ?

👉 ১৯৪৩ সালে

30, ভারতীয় সিনেমা বা চলচিত্র এর জনক কে ?

👉 দাদাসাহেব ফালকে

31, প্রথম ভারতীয় চলচিত্র এর নাম কি

👉 রাজা হরিশ্চন্দ্র ( ১৯১৩ , নির্বাক )

32, প্রথম ভারতীয় বাংলা চলচিত্র এর নাম কি ?

👉 বিল্বমঙ্গল ( ১৯১৯ নির্বাক )

33. দুজন জগত বিখ্যাত ভারতীয় চলচিত্র নির্মাতার নাম কর

👉 সত্যজিত রায় , ঋত্বিক  ঘটক , মৃণাল সেন

34, চলচিত্র আজীবন বইটি কার লেখা ?

👉 তপন সেন

35, দুজন জগত বিখ্যাত ভারতিয় চিত্রশিল্পীর নাম কর

👉 অবনীন্দ্রনাথ ঠাকুর , নন্দলাল বসু , যামিনী রায়

36, একজন ভারতীয় বিখ্যাত ভাস্করের নাম কর

👉 রামকিঙ্কর বেইজ। 

37, ভারতীয় চিত্রকলা বইটি কার লেখা ?

👉 অশোক মিত্র

38, ক্যামেরা কে আবিস্কার করেন ?

👉 ওয়ালকার্ট (১৮৪০ )

39, পাকা বা পিচের রাস্তা নির্মাণের কৌশল করা আবিষ্কার করেন ?

👉 টেলফোর্ড ও মাকডার্ম ।

40, রেল ইঞ্জিন কে আবিস্কার করেন ?

👉 জর্জ স্টিভেন্সন ( ১৮১৪ ) ।

41, কলকাতায় প্রথম ট্রাম কবে চলে ?

👉 ঘোড়ায় টানা ( ১৮৭৩ ) , বৈদ্যুতিক ( ১৯০২ ) ।

42, রাজতরঙ্গিনি বইটি কার লেখা ?

👉 কলহন

43, বাংলার ইতিহাস বইটি কার লেখা ?

👉 রাখালদাস বন্দ্যপাধায় ।

44, বাঙ্গালির ইতিহাস বইটি কার লেখা ?

👉 নিহাররঞ্জন রায় ।

45, নদীয়া কাহিনি কার লেখা ?

👉 কুমুদনাথ মল্লিক

47, সংস্কৃতির শহর কাকে বলে ?

👉 কলকাতা

48, কলকাতা দর্পণ কার লেখা ?

👉 রাধরমন মিত্র । 

49, মহাবিদ্রোহ কবে হয় ?

👉 1857 সালে

50, পানিপতের প্রথম যুদ্ধ কবে হয় ?

👉 1526 সালে

51, কোন ঘটনার পর ব্রিটিশ ইন্ডিয়ান আর্মি গড়ে ওঠে ?

👉 মহাবিদ্রোহ এর পর

52, চিপকো আন্দোলন কবে হয় ? এর নেতা কে ছিলেন ?

👉 1974 সালে সুন্দরলাল বহুগুণা

53, নর্মদা বাঁচাও আন্দোলন কবে হয় ? এর নেতা কে ছিলেন ?

👉 1985 সালে মেধ পাটকর

54, দি সাইলেন্ট স্প্রিং বইটি কার লেখা ?

👉 কারসন

55, ইতিহাস চর্চায় পরিবেশের ওপর গুরুত্ব দিয়েছেন এমন দুজন ঐতিহাসিকের নাম কর

👉 ইরফান হাবিব ,রামচন্দ্র গুহ

56. প্রাচীন ভারতের দুজন বিজ্ঞানীর নাম কর

👉 আর্যভট্ট ও বরাহমিহির

57, আর্যভট্ট এর লেখা একটি বই এর নাম কর

👉 আর্যভট্টিয় ও আর্যসিদ্ধান্ত   

58, বরাহমিহির এর লেখা একটি বই এর নাম কর

👉 পঞ্চসিদ্ধানতিকা  

59, প্রাচীন ভারতের দুজন চিকিৎসকের  নাম কর

👉 চরক , ধন্বন্তরি  ও শুশ্রুত

60, কোন ঘটনার মধ্য দিয়ে ভারতে আধুনিক চিকিৎসার প্রচলন হয় ?

👉 কলকাতা মেডিকেল কলেজ প্রতিষ্ঠ

61, আন্তর্জাতিক নারী বর্ষ কবে পালিত হয় ?

👉 1975 সালে

32, আন্তর্জাতিক নারী দশক  কবে পালিত হয় ?

👉 1975 _85 সাল

63, ভারতে শাসনক্ষেত্রে অবদান রেখেছেন এমন কয়েকজন নারীর নাম কর

👉 সুলতান রাজিয়া , রনি লক্ষ্মীবাই  , ইন্দিরা গান্ধী

64, হান্টার কমিশন কবে গঠিত হয় ? এথেকে আমরা কি জানতে পারি ?

👉 1882 সালে , এথেকে সমকালীন ভারতের শিক্ষা ও সংখ্যালঘুদের কথা জানতে পারি

65, নীল  কমিশন কবে গঠিত হয় ? এথেকে আমরা কি জানতে পারি ?

👉 1860 সালে , এথেকে বাংলার নীল চাষ ও চাষীদের দুরবস্থার কথা জানতে পারি

66, ভারতে পুলিশ বিভাগ কোন বড়লাটের সময় গড়ে ওঠে ?

👉 কর্ণওয়ালিশ  ( 1793 )

67, ভারতে গোয়েন্দা  বিভাগ কোন বড়লাটের সময় গড়ে ওঠে ?

👉 1887 সালে লর্ড ডাফরিনের সময়

68, ইন্ডিয়া হাউস কোথায় অবস্থিত ?

👉 লন্ডনে

69, কয়েকটি বিখ্যাত নাচ 👇

নৃত্যকলা স্থান
ভারত নাট্টম তামিলনাড়ু
কথক উত্তরপ্রদেশ
কথাকলি কেরালা
কুচিপুরি অন্ধ্রপ্রদেশ
ছৌ পশ্চিমবঙ্গ( পুরুলিয়া )

👉প্রথম পর্ব

Download the PDF 👉 Click Here

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.