তোমরা যারা মাধ্যমিক পরীক্ষা দিচ্ছ তাদের সাহায্য করার জন্য এর পক্ষ থেকে মাধ্যমিক ইতিহাস থেকে অধ্যায় ভিত্তিক প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করা হল। আশা করি তোমাদের উপকারে লাগবে। PDF ডাউনলোড করে নাও। ধন্যবাদ।
Team – Exam Guide
৭০, ভারতের প্রথম সংবাদপত্রের নাম কি ?
👉 বেঙ্গল গেজেট (
সম্পাদক হিকি )।
৭১, সংবাদ কৌমুদীর সম্পাদক কে ছিলেন ?
👉 রাজা রামমোহন রায়।
৭২, তত্ববোধনী প্ত্রিকার সম্পাদক কে ছিলেন ?
👉 দেবেন্দ্র নাথ ঠাকুর।
৭৩, বঙ্গদর্শন প্ত্রিকার সম্পাদক কে ছিলেন ?
👉 বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়।
৭৪, সোমপ্রকাশ প্ত্রিকার সম্পাদক কে ছিলেন ?
👉 দ্বারকানাথ বিদ্যাভূষণ।
৭৫, হিন্দু প্যাট্রিয়ট প্ত্রিকার সম্পাদক কে ছিলেন ?
👉 হরিশচন্দ্র মুখোপাধ্যায়।
৭৬, সঞ্জীবনী পত্রিকার সম্পাদক কে ছিলেন ?
👉 কৃষ্ণকুমার মিত্র ।
৭৭, বন্দেমাতারম পত্রিকার সম্পাদক কে ছিলেন ?
👉 অরবিন্দ ঘোষ ।
৭৮, বেঙ্গলি পত্রিকার সম্পাদক কে ছিলেন ?
👉 সুরেন্দ্রনাথ বন্দ্যপোপাধ্যায় ।
৭৯, যুগান্তর পত্রিকার সম্পাদক কে ছিলেন?
?
👉 বারিন্দ্র কুমার
ঘোষ।
৮০, বাল গঙ্গাধর তিলক সম্পাদিত দুটি
প্ত্রিকার নাম কর। ?
👉 কেশরী ও মারহাট্টা।
৮১, দুটি পরিবেশগত আন্দোলনের নাম কর ।
👉 চিপকো ও নর্মদা বাঁচাও আন্দোলন ।
4 নম্বর এর জন্য
৮২, নারী ইতিহাস চর্চা বিষয়ে একটি টিকা লেখ ।
👉 প্রাচীনকাল
থেকে ইতিহাসের বিভিন্ন পর্যায়ে নারীদের ভুমিকা উপেক্ষিত হয়েছে, অথচ সমাজ, রাজনীতি,
শিক্ষা, আন্দোলন বিভিন্ন ক্ষেত্রে পুরুষদের মত নারীদের অবদান মটেও কম নয় । শাসন
ক্ষেত্রে রানী দিদ্দা, লক্ষ্মী বাঈ , রানী দুর্গা বতী সহ বর্তমানকালে ইন্দিরা
গান্ধী, সেখ হাসিনা এবং ভারতের স্বাধীনতা আন্দোলনে বিনা দাস, মাতঙ্গিনী হাজরা ,
বাসন্তীদেবী, কল্পনা দত্ত প্রমুখ নারীদের অবদান চির স্মরণীয়। স্বাধীন ভারতে নর্মদা
বাঁচাও বিভিন্ন আন্দোলনে মেধা পাটকর ,
গৌরি দেবী, মেনকা গান্ধী প্রমুখ উল্লেখযোগ্য। ইতিহাসে নারীর এইসব ভূমিকাকে আলকপাত
করতে ১৯৭৫ সালকে ‘আন্তর্জাতিক নারীবর্ষ’ এবং ১৯৭৫-৮৫ এর দশক ‘নারীদশক’ হিসাবে
পালিত হয়েছে। ১৯৭০ থেকেই নারী ইতাহাস চর্চার সুত্রপাত। মূলত ব্রিটেন ও আমেরিকায়
দ্বিতীয় প্রজন্মের নারীবাদীদের হাত ধরে এই ধারার বিকাশ ঘটে। যার রেশ পৃথিবীর বিভিন্ন দেশের সাথে
সাথে ভারতেও ছড়িয়ে পড়ে।
৮৩, জাতীয়তাবাদ প্রসারে বঙ্গদর্শন পত্রিকার
ভূমিকা লেখ ।
👉 সমকালীন বাঙালি মণীষার বিকাশে বঙ্কিমচন্দ্র
ও পরে সঞ্জীবচন্দ্র সম্পাদিত বঙ্গদর্শন পত্রিকার ভূমিকা ছিল অসামান্য।
এই পত্রিকাতে রাজনীতি, দর্শন, সাহিত্য ইত্যাদি বিষয় সমূহ ধারাবাহিকভাবে প্রকাশিত
হত – যার জনপ্রিয়তা ছিল অকল্পনীয়। এই
পত্রিকাতেই প্রথম প্রকাশিত হয় আনন্দমঠ উপন্যাস – যার “বন্দেমাতরম” সঙ্গীত দেসবাসীর
মধ্যে বিপুল জনপ্রিয়তা অর্জন করে এবং জাতীয়তাবাদের সমর্থক হয়ে উঠে। এছাড়া এই
পত্রিকায় প্রকাশিত বঙ্কিমচন্দ্রের সাম্য প্রবন্ধ বাঙালি মানসের সমাজতান্ত্রিক
চিন্তাভাবনার নব জোয়ার এনে দেয়।
সুতারাং বলা চলে বঙ্গদর্শন পত্রিকায় প্রকাশিত
রচনাগুলি সমকালীন ইংরেজ শাসন ও জমিদারদের অত্যাচার, সামাজিক পরিস্থিতি ও অর্থনীতি
ইত্যাদি বিষয়ে আলোকপাত করে জাতীয়তাবাদ
প্রসারে
অগ্রনী ভূমিকা পালন করে।
৮৪, কিছু গুরুত্বপূর্ণ আত্মজীবনী ও তার লেখকের নাম 👇
আত্মজীবনী | লেখক |
---|---|
সত্তর বছর | বিপিন চন্দ্র পাল |
জীবন স্মৃতি | রবীন্দ্রনাথ ঠাকুর |
জীবনের ঝরাপাতা | সরলা দেবীচৌধুরাণী |
দি স্টোরি অফ মাই এক্সপেরিমেন্ট উইথ ট্রথ | মহাত্মা গান্ধী |
এন ইন্ডিয়ান পিল্গ্রিম | সুভাষচন্দ্র বসু |
এন অটোবায়োগ্রাফি | জহরলাল নেহ্রু |
আত্মজীবনী | রাজেন্দ্র প্রসাদ |
অটোবায়োগ্রাফি অফ এন আননোন ইন্ডিয়ান | নীরদ সি চৌধুরী |
আমার জীবন ও ভারতের কমিউনিস্ট পার্টি | মুজফফর আহমেদ |
সেদিনের কথা | মনিকুন্তলা সেন |
ছেড়ে আসা গ্রাম | দক্ষিণারঞ্জন বসু |
👉 দ্বিতীয় পর্ব
Download the PDF 👉 Click Here
Please do not enter any spam link in the comment box