The Tree of Tenere: পৃথিবীর সবথেকে নিঃসঙ্গ গাছের উপখ্যান
সাহারা মরুভূমির এক দুর্গম অঞ্চলে বিগত 300 বছর ধরে একাই দাঁড়িয়ে থাকা The Tree of Tenere হলো পৃথিবীর নিঃসঙ্গতম গাছ। The Tree of Tenere in 1961 – photo credit Michel Mazeau
অবস্থান ও পরিচয় - উত্তর-পূর্ব নাইজার থেকে পশ্চিম চাড পর্যন্ত সাহারা মরুভূমির এক দুর্গম অঞ্চল Tenere (Tenere – শব্দের আক্ষরিক অর্থ Desert বা মরুভূমি)। এরই একস্থানে অত্যন্ত নিঃসঙ্গভাবে দাঁড়িয়েছিল আমাদের আজকের আলোচিত এই গাছটি। গাছটি মরুভূমির এক প্রকার একাশিয়া বা বাবলা গাছ (বিজ্ঞানসম্মত নাম - Vacheillia Tortilis )। উদ্ভিদবিজ্ঞানীরা মনে করেন গাছটি যে অঞ্চলে ছিল সেখানে একদা ঐরকম গাছের অনেক জঙ্গল ছিল। কোন প্রাকৃতিক কারণে সেখানে সমস্ত গাছ নিশ্চিহ্ন হয়ে যায়। কোন রকমে একটি গাছ নিজেকে টিকিয়ে রাখতে সক্ষম হয়।
1939 খ্রিস্টাব্দে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় মিত্রশক্তির এক কমান্ডার Michel Lesourd এই অঞ্চলে এক অভিযানে গাছটিকে দেখতে পান। তিনি অবাক বিস্ময়ে শত প্রতিকূলতার মধ্যে দাঁড়িয়ে থাকার কারণ হিসেবে বলেন – “One must see the Tree to believe its existence. What is its secret? How can it still be living in spite of the multitudes of camels which trample at its sides. How at each azalai does not a lost camel eat its leaves and thorns? Why don't the numerous Touareg leading the salt caravans cut its branches to make fires to brew their tea? The only answer is that the tree is taboo and considered as such by the caravaniers. There is a kind of superstition, a tribal order which is always respected. Each year the azalai gather round the Tree before facing the crossing of the Ténéré. The Acacia has become a living lighthouse; it is the first or the last landmark for the azalai leaving Agadez for Bilma, or returning.”
নির্মম পরিণতি - শত প্রাকৃতিক প্রতিকূলতার মধ্যে দাঁড়িয়ে থাকা এই গাছ নিজের জীবনকে রক্ষা করলেও মানুষের বোকামির হাত থেকে রেহাই পায়নি। দুই দুইবার গাছটি ট্রাকের আঘাতে ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হয়। প্রথমবার 1940 সালে ট্রাকের ধাক্কায় গাছটির একটি শাখা দারুন ভাবে ক্ষতিগ্রস্ত হয়। সেই ক্ষতি গাছটির সামনে নিলেও পরেরবার আর পারেনি 1973 সালে 8ই নভেম্বর লিবিয়ার এক মাতাল ড্রাইভার (অভিযোগ করা হয়) ধাক্কা মেরে গাছটিকে ভেঙে ফেলে আর এর সাথেই দীর্ঘ এক নিঃসঙ্গ জীবনের পরিসমাপ্তি ঘটে।
Images - Holger Reineccius
তথ্যসূত্র - Wikipedia এবং thetreeographer.com
Please do not enter any spam link in the comment box