বিভিন্ন
ভিটামিনের রাসায়নিক নাম ও অভাবজনিত রোগের তালিকা ।। PDF
👉 ভিটামিন শব্দটি ল্যাটিন শব্দ Vitamine থেকে এসেছে, অর্থাৎ Vitamine = Vitamin, [ VITA=Life এবং আম্যাইন এর অর্থ জীবদেহে প্রাপ্ত যৌগ ]।
👉 ১৯১২ খ্রিস্টাব্দে বিজ্ঞানী ক্যাসিমির ফাঙ্ক ভিটামিন নামকরণ করেন।
👉 প্রকৃতি অনুসারে ভিটামিন দুই প্রকার জলে দ্রাব্য ভিটামিন ও তেলে দ্রাব্য ভিটামিন।
👉 জলে দ্রাব্য ভিটামিন হলো – B, C, P
👉 তেলে দ্রাব্য ভিটামিন হলো – A, D, E, K
👉 সমস্ত প্রকার ভিটামিনের নাম ও গুরুত্বপূর্ণ বিবরণ। 👇
ভিটামিন | গুরুত্বপূর্ণ বিবরণ |
---|---|
ভিটামিন - A | রাসায়নিক নাম - রেটিনল অভাবজনিত রোগ - রাতকানা বা নিকটালোপিয়া, খসখসে ত্বক বা টোড স্কিন বা ফ্রিনোডার্মা, জেরপথ্যালমিয়া বা অশ্রু শুকিয়ে যাওয়া, কেরাটোম্যালেসিয়া বা চোখের ছানি। মনে রেখো - ভিটামিন - A প্রাণীদেহে যকৃতে বিটা-ক্যারোটিন থেকে সংশ্লেষিত হয়। |
ভিটামিন - D | রাসায়নিক নাম - ক্যালসিফেরল অভাবজনিত রোগ - রিকেট(ছোটদের), অস্টিওম্যালেশিয়া (বড়দের),এবং পেশির খিঁচুনি বা টিট্যানি রোগ হয়। মনে রেখো - কড, হাঙ্গর ও হ্যালিবাট মাছের যকৃতের তেলে এই ভিটামিন পাওয়া যায়। এছাড়া ত্বকে উপস্থিত অর্গাস্টেরল সূর্যের অতি বেগুনি রশ্মির প্রভাবে এই ভিটামিন মানব দেহে সংশ্লেষিত হয়। |
ভিটামিন - E | রাসায়নিক নাম - টোকোফেরল অভাবজনিত রোগ - বন্ধ্যাত্ব, মাতৃগর্ভে ভ্রূণের বৃদ্ধি ব্যাহত হয় বা মৃত্যু হয়। মনে রেখো - আন্টি-অক্সিড্যান্ট রুপে কাজ করে, সৌন্দর্যের ভিটামিন বলা হয় |
ভিটামিন - K | রাসায়নিক নাম - ফাইলোকুইনন অভাবজনিত রোগ - রক্ত তঞ্চন ব্যাহত হয়। মনে রেখো - এই ভিটামিনের অভাবে পিত্ত ক্ষরণও ব্যাহত হয়। |
ভিটামিন -B1 | রাসায়নিক নাম - থাইমিন অভাবজনিত রোগ - বেরিবেরি রোগ হয় ও পা ফুলে যায়। |
ভিটামিন - B2 | রাসায়নিক নাম - রাইবোফ্লাভিন অভাবজনিত রোগ - ঠোঁট ফাটা (চিলোসিস), জিভ ও মুখে ঘা ( স্টোমাইটোসিস), জিভের প্রদাহ (গ্লটাইটিস) রোগ হয়। |
ভিটামিন - B3 | রাসায়নিক নাম - নিয়াসিন অভাবজনিত রোগ - পেলেগ্রা। মনে রেখো - এই ভিটামিন পেলেগ্রা প্রতিরোধ করে বলে একে PP-Factor বা পেলেগ্রা প্রিভেনটিভ ফ্যাক্টর বলে। |
ভিটামিন - B5 | রাসায়নিক নাম - প্যান্টোথেনিক অ্যাসিড। অভাবজনিত রোগ - চর্মরোগ(ব্রণ) ও অন্ত্রে ঘা হয়। |
ভিটামিন -B6 | রাসায়নিক নাম - পাইরিডক্সিন। অভাবজনিত রোগ - রক্তাল্পতা, অনিদ্রা ও মৃগী। |
ভিটামিন - B7 | রাসায়নিক নাম - বায়োটিন। অভাবজনিত রোগ - চুল পাতলা হয়ে যায়, চোখ এবং নাকের চারিদিকে র্যাশ দেখা দেয় ও নখ ভঙ্গুর হয়ে যায়। মনে রেখো - এই ভিটামিন ফ্যাটি অ্যাসিড বিপাকে সাহায্য করে। |
ভিটামিন - B9 | রাসায়নিক নাম - ফলিক অ্যাসিড। অভাবজনিত রোগ - মোগালোব্লাস্টিক অ্যানিমিয়া। মনে রেখো - ভিটামিন - B9 এবং B12 DNA সংশ্লেষে সাহায্য করে। |
ভিটামিন - B12 | রাসায়নিক নাম - সাইনোকোবালামিন। অভাবজনিত রোগ - পারনিসিয়াস অ্যানিমিয়া (বৃদ্ধদের অ্যানিমিয়া) এবং জিভ ও মুখে ঘা হয়। মনে রেখো - মানুষের অন্ত্রে উপস্থিত E-Coli ব্যাকটেরিয়া দ্বারা ভিটামিন - B12 সংশ্লেষিত হয়। |
ভিটামিন - C | রাসায়নিক নাম - অ্যাসকরবিক অ্যাসিড। অভাবজনিত রোগ - স্কার্ভি, মাড়ি থেকে রক্ত পড়া এবং ঘন ঘন সর্দি লাগে। মনে রেখো - এই ভিটামিন অল্প তাপে নস্ট হয়ে যায়। |
ভিটামিন - P | রাসায়নিক নাম - বায়োফ্ল্যাভোনয়েডস। মনে রেখো - বিভিন্ন শাকসব্জি ও লেবু জাতীয় সকল ফলেই পাওয়া যায়। বিভিন্ন ক্রনিক রোগ (ডায়াবেটিস, ক্যান্সার, হৃদরোগ ইত্যাদি) প্রতিরোধ করে, মস্তিস্কের কার্যক্ষমতা বৃদ্ধি করে এবং রক্তে cholesterol levels কম করতে সাহায্য করে। |
🖉 ভিটামিন সম্পর্কে আরো কিছু তথ্য। 👇
👉 ভিটামিন শরীরের খুব কম পরিমাণে লাগে।
👉 ভিটামিন বিপাকক্রিয়ায় কো-এনজাইম রূপে সাহায্য করে ।
👉 Vitamin - B এর গ্রুপে আটটি ভিটামিন আছে এদের একত্রে B-Complex বলা হয়।
👉 Vitamin - B-Complex একটি ভালো উৎস হল ঢেঁকি ছাটা চাল।
👉 তেলে দ্রাব্য ভিটামিন গুলি যকৃত বা ত্বকের নিচে এবং Vitamin - C অ্যাড্রিনাল কটেক্সে জমা হয়।
👉 প্রথম কৃত্রিমভাবে সংশ্লেষিত ভিটামিন হল Vitamin - C
👉 Pro-Vitamin - যে সমস্ত জৈব যৌগ থেকে ভিটামিন উৎপন্ন হয় তাকে প্রো-ভিটামিন বলে। যেমন গাজরে উপস্থিত বিটা ক্যারোটিন থেকে ভিটামিন – A উৎপন্ন হয়।
👉 Anti-Vitamin - যে সমস্ত জৈব যৌগ ভিটামিনের কাজে বাধা সৃষ্টি করে বা ভিটামিনকে বিনষ্ট করে তাকে অ্যান্টি ভিটামিন বলে। যেমন ভিটামিন B1 এর অ্যান্টি ভিটামিন পাইরিথিয়ামিন। ভিটামিন B2 এর অ্যান্টি ভিটামিন গ্যালাক্টোফ্লাভিন।
🖉 Download the PDF 👉 Click Here
👉 ভিটামিন বিপাকক্রিয়ায় কো-এনজাইম রূপে সাহায্য করে ।
👉 Vitamin - B এর গ্রুপে আটটি ভিটামিন আছে এদের একত্রে B-Complex বলা হয়।
👉 Vitamin - B-Complex একটি ভালো উৎস হল ঢেঁকি ছাটা চাল।
👉 তেলে দ্রাব্য ভিটামিন গুলি যকৃত বা ত্বকের নিচে এবং Vitamin - C অ্যাড্রিনাল কটেক্সে জমা হয়।
👉 প্রথম কৃত্রিমভাবে সংশ্লেষিত ভিটামিন হল Vitamin - C
👉 Pro-Vitamin - যে সমস্ত জৈব যৌগ থেকে ভিটামিন উৎপন্ন হয় তাকে প্রো-ভিটামিন বলে। যেমন গাজরে উপস্থিত বিটা ক্যারোটিন থেকে ভিটামিন – A উৎপন্ন হয়।
👉 Anti-Vitamin - যে সমস্ত জৈব যৌগ ভিটামিনের কাজে বাধা সৃষ্টি করে বা ভিটামিনকে বিনষ্ট করে তাকে অ্যান্টি ভিটামিন বলে। যেমন ভিটামিন B1 এর অ্যান্টি ভিটামিন পাইরিথিয়ামিন। ভিটামিন B2 এর অ্যান্টি ভিটামিন গ্যালাক্টোফ্লাভিন।
🖉 Download the PDF 👉 Click Here
Please do not enter any spam link in the comment box