Online Bengali Mock Test Part - 08

প্রাইমারি টেট ক্র্যাক করতে চাইলে নতুন অফিসিয়াল টেট সিলেবাস অনুসারে রেডি করা এই মক টেস্টগুলিতে অংশগ্রহন করতেই হবে।
নীচের গদ্যটি ভালো করে পড়ে মক টেস্টে অংশগ্রহণ করো।
 
...তখন ঠিক করলুম, ওই গাড়িতেই ঢুকব, আর ওখানেই জায়গা করে নেব। আমার সাহস হচ্ছে খালি এই জন্য যে, আমি দু-চারটি ফারসি কথা বলতে পারি। ফারসি হচ্ছে আফগানিস্তানের শিক্ষিত জনের ভাষা, উচ্চ ও ভদ্র সমাজের ভাষা, সরকারি ভাষা। অন্তত তখন তা-ই ছিল। কাবুলিওয়ালা পাঠানদের মাতৃভাষা পুশতুর সম্মান তখন ছিল না। একে তো পুশতুভাষী লোকেদের মধ্যে শিক্ষা আর সংস্কৃতির অভাব, আর তার উপরে তাদের ভাষায় কোন সাহিত্যও তেমন নেই। আমার মনে হলো, এদের মধ্যে ফারসি বলাটা যখন একটা শিক্ষা আর আভিজাত্যের লক্ষণ, তখন আমি যদি এদের সঙ্গে ফারসিতে দুই-একটা কথা বলি, তাহলে এরা প্রথমত হকচকিয়ে যাবে, বাঙালিবাবুর মুখে ফারসি শুনে, আর তারপরে তারা হয়তো আমার জন্য জায়গাও করে দিতে পারে। জবরদস্ত আর মারমুখী হলেও আমি জানি যে এই পাঠানদের মধ্যে আবার একটু শিশুসুলভ ভাবও আছে। 

Time's Up
score:

Total Questions:

Attempt:

Correct:

Wrong:

Percentage:




Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.