মাধ্যমিক পদার্থ বিজ্ঞান প্রশ্ন উত্তর।। MP Physical Science SAQ PDF

100 টা Most Important পদার্থ বিজ্ঞানের প্রশ্ন উত্তর নিয়ে লিখিত এই পোস্ট কম্পিটিটিভ পরীক্ষা ও মাধ্যমিক পরীক্ষার উপযোগী।
মাধ্যমিক পদার্থ বিজ্ঞান প্রশ্ন উত্তর।। MP Physical Science SAQ PDF
দ্বিতীয় পর্ব

1, রমন এফেক্ট কি? 
👉 বিজ্ঞানী চন্দ্রশেখর ভেঙ্কট রামণ বিভিন্ন তরলের মধ্য দিয়ে দৃশ্যমান আলোকরশ্মি চালনা করে দেখান যে আলোক ফোটনের সঙ্গে বিক্ষোপক অনুর শক্তির পারস্পরিক বিনিময়ের ফলে বর্ণালীর সৃষ্টি হয়। এই আবিষ্কারের জন্য ১৯২৮ সালে তিনি নোবেল পুরস্কার পান। 
2, বর্ণালী সৃষ্টির কারণ কি? 
👉 আলোর বিচ্ছুরণ। 
3, কোন বর্ণের আলোর বিক্ষোপন সবথেকে কম? 
👉 লাল বর্ণের আলোর। 
4, আলোর বিচ্ছুরণের একটি প্রাকৃতিক উদাহরণ দাও। 
👉 রংধনু। 
5, মানুষের চোখ কোন বর্ণের আলোর ক্ষেত্রে সবচেয়ে সুবেদি? 
👉 হলুদ বর্ণের আলো। 
6, SI পদ্ধতিতে তড়িৎ আধানের একক কি? 
👉 কুলম্ব।
7, তড়িচ্চালক বলের ব্যবহারিক একক কি? 
👉 ভোল্ট। 
8, EMF এর পুরো নাম কি?
👉 Electromotive Force  
9, যান্ত্রিক শক্তির বিনিময়ে তড়িৎ শক্তি উৎপন্ন হয় এমন একটি যন্ত্রের নাম করো। 
👉 ডায়নামো। 
10, সরল ভোল্টীয় কোষ কে আবিষ্কার করেন? 
👉 আলেকজান্ড্রা ভোল্টা। 
11, নির্জল কোষ কে আবিষ্কার করেন? 
👉 কার্ল গার্সনার। 
12, তড়িৎ বিভব কি রাশি? 
👉 স্কেলার রাশি। 
 13, বিভব প্রভেদ কোন যন্ত্রের সাহায্যে মাপা হয়? 
👉 ভোল্টা মিটার। 
14, তড়িৎ প্রবাহ মাত্রা কোন যন্ত্রের সাহায্যে মাপা হয়? 
👉 অ্যামিটার। 
15, পৃথিবীর বিভব কত?  
 👉 শূন্য।
16, SI পদ্ধতিতে রোধের একক কি? 
👉 ওহম। 
17, দুটি অর্ধ পরিবাহীর উদাহরণ দাও। 
👉 সিলিকন ও জার্মেনিয়াম। 
18, বিশুদ্ধ জল তড়িৎ এর সুপরিবহী না কুপরিবাহী? 
👉 কুপরিবাহী। 
19, উষ্ণতা কমলে রোধের কি পরিবর্তন হয়?  
👉 হ্রাস পায়। 
20, পরিবাহীতে আধান বাহক হিসাবে কাজ করে কোন কণা? 
👉পরিবাহীতে আধান বাহক হিসাবে কাজ করে ইলেকট্রন কণা। 
21, SI পদ্ধতিতে তড়িৎ চালক বলের একক কি? 
👉 SI পদ্ধতিতে তড়িৎ চালক বলের একক হল ভোল্ট। 
22, কোন যন্ত্র দ্বারা বিভব প্রভেদ মাপা হয়? 
👉 ভোল্ট মিটার। 
23, তড়িৎ পরিবহন করে এমন দুটি অধাতুর নাম কর। 
👉 গ্রাফাইট ও গ্যাস কার্বন। 
24, উষ্ণতা কমলে পরিবাহীর রোধ বাড়ে না কমে? 
👉 উষ্ণতা কমলে পরিবাহীর রোধ কমে। 
25, তড়িৎ অন্তরক হিসাবে কোন কোন পদার্থ ব্যবহার করা হয়? 
👉পলিথিন, PVC, সেরামিক, পোর্সেলিন ইত্যাদি। 
26, কোন কোন যন্ত্র নির্মানে অতি পরিবাহী পদার্থ ব্যবহার করা হয়? 
👉 MRI ম্যাশিন, সুপার কম্পিউটার, সুপার ফাস্ট ট্রেন ইত্যাদি। 
27, ওহমের সূত্র মেনে চলে এমন দুটি পদার্থের নাম কর। 
👉 সিলিকন ও জার্মেনিয়াম। 
28, ফিউজ তারের রোধাঙ্ক বেশি না কম? 
👉 ফিউজ তারের রোধাঙ্ক বেশি। 
29, তড়িৎ চালক বল মাপা হয় কোন যন্ত্র দিয়ে? 
👉 পোটেনসিওমিটার। 
 30, কে কবে বৈদুতিক বাতি আবিস্কার করেন? 
👉 1879 সালে টমাস আলভা এডিসন বৈদুতিক বাতি আবিস্কার করেন। 
31, বৈদুতিক বাতির ফিলামেণ্ট কোন ধাতু দিয়ে তৈরি হয়? 
👉 উলফ্রেমাইট নামক সংকর ধাতু। 
32, উলফ্রেমাইট কোন কোন ধাতু মিশিয়ে তৈরি হয়? 
👉 লোহা, ম্যাঙ্গানিজ ও টাংস্টেন মিশিয়ে। 
33, বৈদুতিক বাল্বে কোন গ্যাস ভরা হয়? 
👉 নাইট্রোজেন বা নিস্ক্রিয় গ্যাস। 
34, বৈদুতিক হিটারে তাপ উৎপন্ন করার জন্য যে তারের কুন্ডলি থাকে তার নাম কি? 
👉 নাইক্রোম তার। 
35, নাইক্রোম তার কোন কোন ধাতু মিশিয়ে তৈরি হয়? 
👉 লোহা, নিকেল ও ক্রোমিয়াম মিশিয়ে। 
36, নাইক্রোম তারের প্রধান বৈশিষ্ট্য উল্লেখ কর। 
👉 নাইক্রোম তার উচ্চ রোধাঙ্ক এবং উচ্চ গলনাঙ্ক বিশিষ্ট। 
37, বৈদুতিক ইস্ত্রিতে তাপ উৎপন্ন করার জন্য যে তারের কুন্ডলি থাকে তার নাম কি? 
👉 নাইক্রোম তার। 
38, ফিউজ তার কোন কোন ধাতু মিশিয়ে তৈরি করা হয়? 
👉 সীসা ও টিন। 
39, ফিউজ তারে সীসা ও টিনের অনুপাত কত থাকে? 
👉 সীসা [75%] ও টিন [25%]। 
40, ফিউজ তারের প্রধান বৈশিষ্ট্য উল্লেখ কর। 
👉 ফিউজ তার উচ্চ রোধাঙ্ক এবং নিম্ন গলনাঙ্ক বিশিষ্ট। 
41, BOT এর পুরো নাম কি? 
👉 Board of Trade Unit 
42, 1 ওয়াট ঘন্টা সমান কত জুল? 
👉 3600 জুল। 
43, CFL এর পুরো নাম কি? 
👉 Compact Fluorescent Lamp 
44, CFL কে আবিস্কার করেন? 
👉 পিটার কুপার হিউট। 
45, CFL থেকে নির্গত ক্ষতিকর রশ্মির নাম কি? 
👉 UV Rays বা অতিবেগুনি রশ্মি। 
 46, LED এর পুরো নাম কি? 
👉 Light Emitting Diode 
47, LCD এর পুরো নাম কি? 
👉 Liquid Crystal Display 
48, বৈদুতিক ল্যম্প থেকে নির্গত আলো কোন এককে পরিমাপ করা হয়? 
👉 লুমেন। 
 49, BOT এর পুরো নাম কি? 
👉 Board of Trade Units 
50, LED ল্যাম্পে কোন শক্তি কোন শক্তিতে রুপান্তরিত হয়? 
👉 তড়িৎশক্তি আলোকশক্তিতে। 
51, কোন বৈদ্যুতিক যন্ত্রের গায়ে দেওয়া স্টার কি নির্দেশ করে? 
👉 এনার্জি রেটিং 
52, কোন পরিবাহী তারের চারপাশে চৌম্বক ক্ষেত্র সৃষ্টি হয় তা কোন বিজ্ঞানি প্রথম প্রমান করেন? 👉 ডেনমার্কের বিজ্ঞানী ওরস্টেড। 
 53, অ্যাম্পিয়ারের সন্তরন সূত্রটা উল্লেখ করো। 
👉 কোন পরিবাহীর নীচে রাখা চুম্বক শলাকার উত্তর মেরুর দিকে মুখ রেখে কোন ব্যাক্তি যদি পরিবাহী তারটি বরাবর তড়িৎপ্রবাহের অভিমুখে সাঁতার কাটছে বলে কল্পনা করে নেওয়া যায়, তবে ওই ব্যাক্তির বাম হাতের অভিমুখে শলাকার উত্তর মেরুটি বিক্ষিপ্ত হবে। 
54, বৈদ্যুতিক মোটর (DC) কোন তড়িৎ সূত্র মেনে চলে? 
👉 ফ্লেমিং এর বাম হস্ত নিয়ম। 
55, তড়িৎ চুম্বক এর প্রধান উপাদান কি? 
👉 কাঁচা লোহা। 
56, অ্যালনিকো কি কি মিশিয়ে তৈরি হয়? 
👉 অ্যালুমিনিয়াম, নিকেল এবং কোবাল্ট (তবে লোহা ও টাইটানিয়ামও থাকে) । 
57, বার্লোচক্র যন্ত্রে কোন তরল ব্যবহৃত হয়? 
👉 পারদ।  
58, তড়িৎ শক্তি যান্ত্রিক শক্তিতে পরিনত হয় এমন একটি যন্ত্রের নাম কর। 
👉 বৈদ্যুতিক মোটর।
59, কোন যন্ত্রে তড়িৎ চুম্বক ব্যবহার করা হয়? 
👉 কলিং বেল। 
60, তড়িৎ প্রবাহ কয় প্রকার ও কি কি?  
👉 দুই প্রকার। সম প্রবাহ (DC) পরবর্তী প্রবাহ (AC) 
61, সম প্রবাহ (DC) কাকে বলে? 
👉 সময়ের সাথে যে তড়িৎ প্রবাহের মান অথবা অভিমুখ পরিবর্তন হয় না তাকে সম প্রবাহ (Direct Current) বলে। যেমন - ব্যাটারি সর্বদা সম প্রবাহ (Direct Current) বা একমুখী প্রবাহ সৃষ্টি করে। 
62, পরবর্তী প্রবাহ (AC) কাকে বলে? 
👉 সময়ের সাথে যে তড়িৎ প্রবাহের মান অথবা অভিমুখ পরিবর্তন হয় তাকে পরবর্তী প্রবাহ (Alternative Current) বলে। যেমন - AC জেনারেটর সর্বদা পরবর্তী প্রবাহ (Alternative Current) সৃষ্টি করে। 
63, সম প্রবাহ (DC) এবং পরবর্তী প্রবাহ (AC) এর মধ্যে কোনটিতে শক্তির অপচয় কম হয়? 
👉 পরবর্তী প্রবাহ (AC) তে। 
64, তড়িৎ চুম্বকীয় আবেশ কে আবিস্কার করেন? 
👉 মাইকেল ফ্যারাডে। 
65, DC থেকে AC তড়িৎ প্রবাহ রুপান্তরিত করা হয় কোন যন্ত্রের সাহায্যে? 
👉 কনভার্টার এর সাহায্যে। 
66, AC থেকে DC তড়িৎ প্রবাহ রুপান্তরিত করা হয় কোন যন্ত্রের সাহায্যে? 
👉 রেকটিফায়ারের সাহায্যে। 
67, বর্তমানে আন্তর্জাতিক রীতি অনুসারে বৈদ্যুতিক তারে কি কি রং ব্যবহার হয়? 
👉 লাইভ তার বাদামী, নিউট্রাল তার নীল এবং আরথিং তার সবুজ বা হলুদ রঙের হয়। 
68, MCB এর পুরো নাম কি? 
👉 Miniature Circuit Breaker 
75, ELCB এর পুরো নাম কি? 
👉 Earth Leakage Circuit Breaker 
69, Catridge Type Fuse কোথায় ব্যবহার করা হয়? 
👉 Tv, Computer ইত্যাদিতে। 
70, তেজস্ক্রিয়তা কে আবিস্কার করেন? 
👉 হেনরি বেকারেল 
71, কয়েকটি প্রাকৃতিক তেজস্ক্রিয় মৌলের উদাহরণ দাও। 
👉 ইউরেনিয়াম, থোরিয়াম, প্লুটোনিয়াম, অ্যাকটিনিয়াম ইত্যাদি। 
72, তেজস্ক্রিয় রশ্মি মূলত কয় প্রকার কি কি? 
👉 তিন প্রকার, আলফা রশ্মি, বিটা রশ্মি ও গামা রশ্মি। 
73, কোন তেজস্ক্রিয় রশ্মির ভেদন ক্ষমতা সবথেকে বেশি? 
👉 গামা রশ্মির 
74,আলফা রশ্মি, বিটা রশ্মি ও গামা রশ্মির ভেদন ক্ষমতার অনুপাত কত? 
👉 1 : 100 : 10000 
75, SI পদ্ধতিতে তেজস্ক্রিয়তার একক কি? 
👉 বেকারেল। 
76, নিউক্লিয় চুল্লিতে জ্বালানী হিসাবে কোন মৌল ব্যবহার করা হয়? 
👉 ইউরেনিয়াম, প্লুটোনিয়াম ইত্যাদি। 
77, একটি তেজস্ক্রিয় গ্যাসের উদাহরণ দাও। 
👉 রেডন। 
78, তেজস্ক্রিয় মৌল সর্বশেষে কোন মৌলে পরিনত হয়? 
👉 লেড। 
79, পুরাতন জিনিসের বয়স নির্নয় করতে কোন তেজস্ক্রিয় মৌল ব্যবহার করা হয়? 
👉 তেজস্ক্রিয় কার্বন। 
80, ক্যানসার চিকিৎসায় কোন তেজস্ক্রিয় মৌল ব্যবহার করা হয়? 
👉  তেজস্ক্রিয় Co 
81 তেজস্ক্রিয় বিকিরণ কোন যন্ত্রের সাহায্যে মাপা হয়? 
👉 গাইগার মুলার কাউন্টার। 
82, আধানবিহীন একটি তেজস্ক্রিয় রশ্মির নাম কর। 
👉 গামা রশ্মি। 
83, একটি তরল তেজস্ক্রিয় মৌলের নাম কর। 
👉 ফ্রান্সিয়াম। 
84, ভর ও শক্তির তুল্যতাজ্ঞাপক সূত্রটা উল্লেখ কর। 
👉 E = Mc2 
85, E = Mc2 সূত্রটা কোন বিজ্ঞানী প্রদান করেন? 
👉 বিজ্ঞানী আইনস্টাইন। 
86,  স্থায়ী চুম্বক নির্মানে কোন পদার্থ ব্যবহার করা হয়? 
👉 ইস্পাত। 
87,  DC মোটরের ব্রাশটি কোন পদার্থ দিয়ে তৈরি হয়? 
👉 কার্বন দিয়ে।  
88, ম্যানহাটান প্রকল্প কি?
👉 দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় আমেরিকার পরমাণু বোমা তৈরি প্রকল্প।  
89, প্রথম পরমাণু বোমা কবে, কোথায় নিক্ষেপ করা হয়?
👉 ১৯৪৫ সালে আমেরিকা জাপানের হিরোসিমা (৬ আগস্ট) ও নাগাসাকিতে(৯ আগস্ট) পরমাণু বোমা নিক্ষেপ করে।  
90,  পরমাণু বোমা নিউক্লিয় সংযোজন না নিউক্লিয় বিভাজন অনুসারে হয়?
👉 নিউক্লিয় বিভাজন। 
91, সুর্য ও অন্যান্য নক্ষত্রের তাপ উৎপাদন নিউক্লিয় সংযোজন না নিউক্লিয় বিভাজন অনুসারে হয়?
👉 নিউক্লিয় সংযোজন। 
92, হাইড্রোজেন বোমা নিউক্লিয় সংযোজন না নিউক্লিয় বিভাজন অনুসারে হয়?
👉 নিউক্লিয় সংযোজন।  
93,  চের্নোবিল পরমানবিক দুর্ঘটনা কবে হয়?
👉 ১৯৮৬ সালে। 
94, ফুকোসিমা পরমানবিক দুর্ঘটনা কবে হয়?
👉 ২০১১ সালে।   
95,  সুর্য ও অন্যান্য নক্ষত্রের বিপুল পরিমান তাপের উৎস কি?
👉 বিপুল পরিমান হাইড্রোজেন। 
96,  তেজস্ক্রিয় দূষণের প্রধান প্রধান উৎস কি?
👉 পরমানবিক বিস্ফোরন, তেজস্ক্রিয় পদার্থের খনি, পরমানবিক চুল্লি থেকে নির্গত নিউট্রন। 
97,  মাটিতে তেজস্ক্রিয় সিজিয়াম ও স্ট্রনশিয়াম পদার্থের কার্যকারিতা কমাতে পারে এমন একটি গাছের নাম কর।
👉 সূর্যমুখী গাছ। 
98, নিউক্লিয় বিভাজন বিক্রিয়া কে আবিস্কার  করেন?
👉 বিজ্ঞানী হান ও স্ট্রাসমান।  
99, ভারী জলের সংকেত লেখ।
👉 D2O 
100, নিউক্লিয় বন্ধনশক্তিকে কোন এককে প্রকাশ করা হয়?
👉 MeV 

Download the Pdf 👉 Click Here


Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.