WB Primary Interview Tips and Important Question Answer PDF

WB Primary Interview Tips and Important Question Answer 

প্রাইমারি ইন্টারভিউ জন্য গুরুত্বপূর্ণ বেশকিছু প্রশ্ন -উত্তর সহ Interview Guideline Pdf শেয়ার করা হল। সকল Interview প্রার্থীদের উপকারে লাগবেই। 
 
WB Primary Interview Tips and Important Question Answer PDF

֎ আপনি কেন শিক্ষক হতে চান? 
👉 শিক্ষকতা একটি অতি সম্মানের ও পবিত্র পেশা। এই পেশায় যুক্ত হতে পারলে সমাজ ও দেশের জন্য কিছু করার সাথে সাথে ছোট ছোট শিশুদের জ্ঞানের বিকাশ ঘটিয়ে ও তাদেরকে সঠিক পথে পরিচালনা করে পরম আত্মতুস্টি মেলে। তাই আমি এই মহান কর্মযজ্ঞে সামিল হতে চাই। 

֎ একজন আদর্শ শিক্ষকের কি কি গুন থাকা উচিৎ? 
👉স্যার, আমার মতে শিক্ষানুরাগ, ছাত্রদরদী মন, ধৈর্যশীলতা, নম্রভদ্র আচারন ও নতুন কিছু জানা বা শেখার আগ্রহ ইত্যাদি গুণগুলি একজন আদর্শ শিক্ষকের মধ্যে অবশ্যই থাকা উচিৎ। 

֎ ‘শিক্ষক’ শব্দটির দ্বারা একজন শিক্ষকের কি কি গুনাবলি প্রকাশ পায়? 
👉 শি = শিষ্টাচার, ক্ষ = ক্ষমাশীল, ক = কর্তব্যপরায়ণ, ‘শিক্ষক’ শব্দটির দ্বারা একজন শিক্ষকের এই তিনটি গুনাবলি প্রকাশ পায়। 

֎ শিক্ষক দিবস কবে পালিত হয়? 
👉 ৫ই সেপ্টেম্বর। 

֎ শিক্ষক দিবস কার জন্মদিনে পালন করা হয়? 
👉 ডাঃ সর্বপল্লি রাধাকৃষ্ণান মহাশয়ের জন্মদিনে শিক্ষক দিবস পালন করা হয়। 

֎ পশ্চিমবঙ্গে সাক্ষরতার হার কত? 
👉 পশ্চিমবঙ্গের সাক্ষরতার হার ৭৬.২৬% 

֎ আদর্শ বিদ্যালয়ের কয়েকটি বৈশিষ্ট্য বলুন।  
👉 আদর্শ বিদ্যালয়ে শিশুদের সর্বাঙ্গীণ বিকাশের জন্য যেসব অত্যাবশ্যকীয় উপাদানগুলি থাকতে হবে তা হল – 
[১] শিক্ষক ছাত্রের অনুপাত ১:৩০ হতে হবে,  
[২] সব ঋতুতে ব্যবহারের উপযোগী শ্রেণীকক্ষ থাকবে, 
[৩] সুলভ পানীয় জল ও বালক ও বালিকা তার জন্য আলাদা শৌচালয়ের ব্যবস্থা থাকবে,
[৪] ছাত্রদের খেলার জায়গা থাকবে, 
[৫] মিড ডে মিল রান্না ও খাবার নির্দিষ্ট জায়গা থাকবে ইত্যাদি। 

֎ আপনি খেয়াল করলেন যে কোন একটি শিশু রোজ দেরি করে বিদ্যালয় আসছে, এক্ষেত্রে আপনি কি ব্যবস্থা নেবেন? 
👉 স্যার প্রথমে আমি শিশুটি দেরি করে আসার কারণ খোঁজার চেষ্টা করব। যদি সে ইচ্ছাকৃত দেরি করে আসে তাহলে তার তাকে গল্পের ছলে নিয়মানুবর্তিতার গুরুত্ব সম্পর্কে বুঝাবো। আর যদি অন্য কোন কারণে বা পারিবারিক কারণে দেরি করে আসে তাহলে প্রয়োজনে আমি তার অভিভাবকদের সঙ্গে কথা বলব।

֎ কোন ক্লাসে ছাত্রদের মনোযোগ আকর্ষনে আপনি ব্যর্থ হলেন বা ক্লাসে ছাত্ররা আপনার কথা শুনছে না অমনোযোগী হয়ে হট্টগোল করছে, এক্ষেত্রে আপনি কি ব্যবস্থা নেবেন? 
👉 স্যার, প্রথমেই আমি ছাত্ররা আমার কথা শুনছে না তার কারণ খুঁজে বের করব এবং সেই মত ব্যবস্থা নেব। প্রয়োজনে আমি পাঠদানের ধরন বদলাব। ছাত্রদের কোন Activity Based কার্যকলাপ দেবার কথা ভাবব, যাতে তারা সেইসব কাজে যুক্ত হয়ে মন দিয়ে সেইসব কাজ করতে পারে। এভাবে আমি তাদের পঠন পাঠনে আগ্রহের সৃষ্টি করব। 

֎ শিশু কাকে বলে বা শিশু কাদের বলা হয়? 
👉 সাধারণত যেসব ছেলে মেয়েদের বয়স ১৮ বছরের নিচে, তাদেরকে শিশু বলা হয়। আইন অনুসারেও আঠারো বছর বয়সের কম যেকোনো ব্যক্তিকে শিশু বলা হয়। 

֎ মাতৃভাষায় শিক্ষাদানের মাধ্যম হওয়া উচিত -এ প্রসঙ্গে আপনার মত কি? 
👉 শিশু জন্মের পর থেকেই যে ভাষা শোনে বা পরে যখন কথা বলতে শেখে যে ভাষায় কথা বলে সেই মাতৃভাষায় শিক্ষা দিলে করতে শিশুর হৃদয়ঙ্গম করতে সহজ হয়। তাছাড়া মাতৃভাষায় শিশু কোন কিছু গভীরভাবে চিন্তা করতে সক্ষম হয়। তাই তো কবি বলেছেন মাতৃভাষা মাতৃদুগ্ধ সম। তাই আমার মতে মাতৃভাষায় শিক্ষা দান করা উচিত। 

֎ মাতৃভাষা মাতৃদুগ্ধ সম এই বিখ্যাত উক্তি কার? 
👉 রবীন্দ্রনাথ ঠাকুরের উক্তি। 

֎ আপনার কোন ভুল উচ্চারণে ছাত্ররা হাসাহাসি করলে আপনি কি করবেন? 
👉 আমি অবশ্যই না বিরক্ত হয়ে বা রাগ না করে আমার ভুল হয়েছে তা ছাত্রদের জানিয়ে দেব এবং সঠিক উচ্চারণটা বলব। সাথে সাথে ছাত্রদের একথা জানিয়ে দেবো যে, কারোর কোন ক্ষেত্রে ভুল হলে জানিয়ে দেওয়া ভালো, কিন্তু হাসাহাসি করা উচিৎ নয়, সে ছোট বা বড় যেই হোক না কেন। 

֎  আপনার কোন ছাত্র কান্নাকাটি করলে আপনি কি করবেন? 
👉 অনেকসময় শিশুরা ভয় পেয়ে কান্নাকাটি করে থাকে। প্রথমে আমি জানার চেষ্টা করব যে বাচ্চাটি অচেনা লোক, অচেনা পরিবেশ না পড়াশোনার ভয়ে কান্নাকাটি করছে। সেই মতো আমি ব্যবস্থা নেব। যদি কোন অচেনা ব্যক্তিকে ভয় পায়, তাহলে আমি প্রথমে তার সাথে ভাব করার চেষ্টা করব। প্রথমে পড়ার বিষয়ে না গিয়ে ধীরে ধীরে বা খেলার ছলে পড়ার মধ্যে ঢুকবো। খুব সহজ কিছু প্রশ্ন করে শিশুটির উত্তর পেয়ে প্রশংসা করব – এভাবে পরিবেশ ও পরিস্থিতি সহজ করে তুলব।  

֎ প্রথম বেঞ্চে বসা নিয়ে দুই ছাত্র ঝগড়া করলে আপনি শিক্ষক হিসাবে কিভাবে সামলাবেন? 
👉  প্রথমে আমি সহপাঠীদের কাছ থেকে খোঁজ নিয়ে জানব কোন ছাত্রটি আগে এসেছে, তাকে ঐ বেঞ্চে বসতে বলবো। আর যে পরে এসেছে তাকে বুঝিয়ে অন্য কোন বেঞ্চে বসতে বলবো। সে যাতে দুঃখ না পায় তার জন্য বলব পরেরদিন নিশ্চয়ই তুমি আগে এসে প্রথম বেঞ্চতে বসতে পারো। 

֎ ছাত্রদের কোন প্রশ্নের উত্তর আপনার জানা না থাকলে কি করবেন? 
👉  আমি মিথ্যার আশ্রয় না নিয়ে সরাসরি বলব এখন আমার জানা নেই। সম্ভব হলে তখনই কোন টেক্সট বই বা অন্য কোন বই থেকে উত্তর জেনে বলে দেবো এবং সর্বোপরি প্রশ্নটা করার জন্য সেই শিক্ষার্থীকে প্রশংসা করব এবং তাকে উৎসাহিত করব। 

֎ শিক্ষার লক্ষ্য কি? 
👉 শিক্ষার্থীর সার্বিক বিকাশ, যথা- শারীরিক, মানসিক, বৌদ্ধিক ও প্রাক্ষেভিক বিকাশ ও তার সাথে সাথে তার মধ্যে নৈতিক মূল্যবোধ জাগ্রত করে যুক্তিবাদী ও বিজ্ঞানমনস্ক হিসাবে গড়ে তোলা এবং ভবিষ্যতের সুনাগরিক হিসাবে গড়ে তোলায় হল শিক্ষার লক্ষ্য। 

֎ প্রাথমিক বিদ্যালয় ইউনিফর্মের প্রয়োজনীয়তা আছে কি? 
👉  প্রাথমিক বিদ্যালয়ে ইউনিফর্মের প্রয়োজন অবশ্যই আছে। কারণ ইউনিফর্ম ছাত্র-ছাত্রীদের মধ্যে একাত্মবোধ জাগরিত করে এবং শৃঙ্খলাপরায়ণ হতে সাহায্য করে। তাছাড়া বিদ্যালয়ে সমাজের নানা শ্রেণী থেকে শিশুরা পড়তে আসে তারা যদি আর্থিক সামর্থ্য ভেদে বা নিজেদের ইচ্ছামত পোশাক পড়ে আসে তবে নানা ধরনের পোশাক পড়ে আসবে এবং ছাত্রছাত্রীদের মধ্যে বিভেদ সৃষ্টি হবে। 

 ।। ইন্টারভিউ বোর্ডে কি কি করবেন ।। 
[১] পজিটিভ মাইন্ডেড থাকুন। 
[২] ইন্টারভিউয়ের আগে অন্যান্য বোর্ড মেম্বারদের সাথে যথাযথ আচরণ করুন। 
[৩] আপনার Call না আসা পর্যন্ত ধৈর্য সহকারে অপেক্ষা করুন।
[৪] ঘরে অনুমতি নিয়ে প্রবেশ করবেন এবং কোন অভিবাদন/গ্রিটিংস বা নমস্কার জানাবেন। 
[৫] বসতে বললে তবেই বসবেন না বলা হলে অনুমতি নিয়ে বসবেন। 
[৬] বসার পর অবশ্যই ধন্যবাদ জানান। 
[৭] মেরুদণ্ড সোজা করে বসুন ও হাত দুটি বা কাছে ফাইল থাকলে কোলের উপর রেখে বসুন। 
[৮] বোর্ড মেম্বারদের কোন প্রশ্ন ভালো করে শুনে তবেই উত্তর দিন। অযাথা তাড়াহুড়ো করবেন না। 
[৯] প্রশ্নের যথাযথ To the point উত্তর দিন অযথা অন্য প্রসঙ্গে যাবেন না।
[১০] যিনি প্রশ্ন করেছেন তার দিকে তাকিয়েই উত্তর দিন। 
[১১] প্রশ্নের উত্তর সুস্পষ্ট ভাবে দেবেন, খেয়াল রাখবেন বলার মধ্যে কোন যেন জড়তা না থাকে। 
[১২] কোন প্রশ্নের উত্তর জানা না থাকলে সরাসরি না বলুন উত্তর দেবার ব্যর্থ চেষ্টা করবেন না বা বলতে পারেন স্যার এই মুহূর্তে মনে পড়ছে না। 
[১৩] শেষ হলে ইন্টারভিউ বোর্ড মেম্বারদের অনুমতি নিয়ে এবং পুনরায় অভিবাদন জানিয়ে প্রস্থান করুন। 

 ।। ইন্টারভিউ বোর্ডে কি কি করবেন না ।। 
[১] অযথা উৎকণ্ঠিত হবেন না। 
[২] ইন্টারভিউ এর আগেই হতাশ হবেন না। 
[৩] অনুমতি না নিয়ে ঘরে প্রবেশ করবেন না এবং ঘরে প্রবেশ করে অভিবাদন জানাতে ভুলবেন না। 
[৪] বসার জন্য অনুমতি না নিয়ে বসবেন না। 
[৫] বসার সময় কোন শব্দ করবেন না। 
[৬] বসার পর অযথা হাত-পা নাড়াবেন না বা প্রশ্নের উত্তর দেয়ার সময় হাত তুলবেন না। 
[৭] কোন প্রশ্নের উত্তর না পারলে ঘাবড়ে যাবেন না।
[৮] বোর্ড মেম্বারদের সামনে নিজের জ্ঞান জাহির করতে গিয়ে অযাথা বাচাল হবেন না। 
[৯] যে প্রশ্ন করা হচ্ছে তার যথাযথ উত্তর দেবেন, Over Smartness দেখাতে যাবেন না। 
[১০] ডেমো ক্লাস নিতে বলা হলে ভয় পাবেন না। মনে করুন আপনি ক্লাসে ছাত্রদের সামনে পড়াচ্ছেন এমন মনোভাব রাখবেন এবং মনে রাখবেন বোর্ড মেম্বাররা আপনার পজিটিভ মনোভাবই দেখতে চাইছেন।
[১১] বোর্ড মেম্বারদের সঙ্গে তর্কে জড়াবেন না।
[১২] বোর্ড মেম্বারদের কাছে নিজের দুর্বলতা তুলে ধরে কোন সহানুভূতি আদায়ের চেষ্টা করবেন না। আপনি চাকরির জন্য যোগ্য এটাই তুলে ধরার চেষ্টা করবেন। 
[১৩] বর্তমানে কি করছেন এমন প্রশ্ন করা হলে একদম বেকার, কিছুই করি না এরকম বলে সমানুভূতি পাওয়ার চেষ্টা করবেন না। এটা আপনার নেগেটিভিটি প্রকাশ করে। বরং কিছু না কিছু করেন বা নিজেই নিজের হাত খরচ জোগাড় করে নেন বা টিউশনি করে সামান্য কিছু দিয়েও নিজ পরিবারকে সাহায্য করেন এমন কিছু পজিটিভ বক্তব্য রাখবেন। 

Note - আপনার ব্যক্তিত্ব, ভাষার দক্ষতা, ভদ্র আচরণ বোর্ড মেম্বারদের মনে প্রভাব ফেলতে বাধ্য এগুলির উপর দখল থাকলে বোর্ড মেম্বার তিনজন হলেও ইন্টারভিউ টেবিল আপনার দখলে চলে আসতে বাধ্য।

Download the PDF 👉  Click Here. 

Tags

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.