Primary Interview Tips and Dress codes Pdf

Primary Interview এর গুরুত্বপূর্ণ Tips and Dress codes নিয়ে আলোচনা করা হল এই পোস্টে। নীচে ক্লিক করে Pdf ডাউনলোড করে নাও।     
পর্ব - 03 
আজকের পর্বে আলোচনা করা হল - 
[1] মিড ডে মিল 
[2] ইন্টারভিউ এর আগের দিন কি করবেন 
[3] ইন্টারভিউ দিন কি করবেন 
[4] আপনার পোশাক পরিচ্ছদ কেমন হবে? 

মিড ডে মিল 

মিড ডে মিল প্রকল্প - ১৯৯৫ সালে ১৫ ই আগস্ট ভারতে এই প্রকল্প চালু হয়। তৎকালীন প্রধানমন্ত্রী ছিলেন নরসিমা রাও। প্রথম চালু হওয়ার সময় নাম ছিল – National Programme of Nutrional Support to Primary Education[NP-NSPE] এই প্রকল্পের উদ্দেশ্য - শিশুদের স্কুলমুখী করা, সকল শিশুদের বিশেষ করে দুস্থ ও পিছিয়ে পড়া শ্রেণীর বাচ্চাদের পুষ্টির ব্যবস্থা করা ও ম্যাল নিউট্রিশন দূর করা। এই প্রকল্পের আওতাভুক্ত করা হয় ৬ থেকে ১৪ বছর সকল শিশুদের মধ্যাহ্নকালীন আহারের ব্যবস্থা করা। সুপ্রিম কোর্টের নির্দেশে ২০০৩ সালে পশ্চিমবঙ্গ সরকার এই প্রকল্প চালু করে। ২০০৭ সালে এই প্রকল্পের নাম হয় মিড ডে মিল প্রকল্প। মিড ডে মিল প্রকল্পে কেন্দ্র রাজ্যের অনুদানের অনুপাত - ৬০-৪০। 

 বর্তমান বরাদ্দ - চাল
প্রাথমিক স্কুল উচ্চ প্রাথমিক স্কুল
মাথাপিছু ১০০ গ্রাম মাথাপিছু ১৭০ গ্রাম

বর্তমান বরাদ্দ - মাথা পিছু বরাদ্দ অর্থ
 
স্কুল মোট অর্থ কেন্দ্রের অনুদান রাজ্যের অনুদান
প্রাথমিক স্কুল ৫.৪৫ টাকা ৩.২৭ টাকা ২.১৮ টাকা
উচ্চ প্রাথমিক স্কুল ৮.১৭ টাকা ৪.৯০ টাকা ৩.২৭ টাকা
Note – সমস্ত হিসাব ১/১/২০২৩ অনুসারে দেওয়া। 

২০২১ সালে সেপ্টেম্বর মাসে এর নাম পরিবর্তন করে হয় PM পোষণ শক্তি নির্মাণ যোজনা। বর্তমানে এর সঙ্গে যুক্ত করা হয়েছে ICDS এর শিশুদেরও। ভারতের মিড ডে মিল প্রকল্প প্রথম চালু হয় তামিলনাড়ুতে। প্রতিচী ট্রাস্ট এই প্রকল্পের উপর বিশেষ জোর দেয়। প্রকল্পটি ২০১৩ সালের National Food Security Act এর অন্তর্ভুক্ত। 

ইন্টারভিউ এর আগের দিন কি করবেন 

আগের দিন প্রয়োজনীয় সব কাগজ গুছিয়ে রাখুন।Primary Board এর নোটিশ অনুযায়ী, অথবা Interview Call Letter অনুসারে যেসব কাগজ আপনাকে নিয়ে যেতে বলা হবে সেগুলি সব সুন্দর করে গুছিয়ে রাখুন। এমন করে গুছিয়ে রাখুন যাতে সহজে খুঁজে পান। 
কি কি ডকুমেন্টস সঙ্গে রাখবেন – 
👉অরজিনাল এডমিট কার্ড, 
👉 Interview কল লেটার, 
👉 ফটো আইডেন্টিটি কার্ড(যেটা আপনি টেট ফর্ম ফিলাপের সময় দিয়েছিলেন), 
👉 অরজিনাল সমস্ত অ্যাকাডেমিক ডকুমেন্টস, 
👉 যাদের রিজার্ভ ক্যাটাগরি, PH ক্যাটাগরি, Para Teacher [Primary & Upper Primary ], বা অন্য ক্যাটাগরির তার জন্য প্রমাণপত্র 
👉 Para Teacher দের ক্ষেত্রে DPO Certificate, 60 years Engagement Letter by DPO, Joining Letter, এবং Head Master এর Pad এ আপনার নাম, Date of Joining সহ একটি Experiencing Letter লিখিয়ে কাছে রেখে দিন। 
👉 সহ পাঠ-ক্রমিক কার্যাবলি এর শংসাপত্র [Extra Curriculum Certificates] 
👉 বেশ কয়েকটি Passport Sized কালার ছবি, 
👉 দুটি দু'রকম কালীর পেন (নীল ও কালো) দুটোই রাখবেন। 

👉 সমস্ত ডকুমেন্টস অন্তত দুই সেট জেরক্স করে রাখবেন। একটি সেলফ অ্যাটেস্টেড করবেন। অন্যটি ফাঁকা রাখবেন। নোটিসে যদি বলা হয় সেলফ অ্যাটেস্টেড চলবে, তাহলে সেলফ অ্যাটেস্টেড করে নিয়ে যাবেন। অথবা হেডমাস্টার বা অন্য কোন অ্যাটেস্টেড পাওয়ার আছে এমন কারোর সঙ্গে অ্যাটেস্টেড করে নিয়ে যাবেন। 

👉 আর সঙ্গে রাখবেন ব্যাগ, ফাইল, জেমস ক্লিপ, ফেভিস্টিক, স্টেপলার অ কিছু। আরো রাখতে পারেন জলের বোতল, রুমাল, কিছু শুকনো খাবার, চকলেট বা বিস্কুট। ইন্টারভিউ দেরি হলে, মন চাইলে খেতে পারেন। 

ইন্টারভিউ দিন কি করবেন 

প্রথমেই খুশি মনে ঘুম থেকে উঠুন ও বিছানাতেই সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করেনিন। এরপর দৈনন্দিন কাজগুলো সেরে নিয়ে ফ্রেশ হয়ে নিন। স্নান করে নিন। নিজ পছন্দ অনুযায়ী খাবার খেয়ে নিন। সহজপাচ্য খাবার খাবেন গ্যাস অম্বল হয় এমন খাবার খাবেন না খাওয়াই ভালো। 

আজকের দিনে অবশ্যই যে কোন একটি বা সম্ভব হলে দুটি খবরের কাগজে চোখ বুলিয়ে নিন। যদি খবরের কাগজ পান তো ভালো, না হলে মোবাইল ফনে অন-লাইন ভারসন খবরের কাগজে চোখ বুলিয়ে নিন। তবে আজকের দিনে বেশি মোবাইল ঘাটবেন না। সোশ্যাল মিডিয়া থেকেও দূরে থাকবেন। 

নির্দিষ্ট সময় সময়ের অন্তত এক ঘন্টা আগে ভেনুতে পৌঁছান ও প্রয়োজনীয় কাজ সেরে নিন। যদি ভেরিফিকেশনের নির্দেশ থাকে নির্দিষ্ট সময়মতো ভেরিফিকেশন সেরে নিন। যারা ভেরিফিকেশন করাচ্ছেন তাদের সহায়তা করুন তাদের সঙ্গে বাদানুবাদে জড়াবেন না অথবা অতি বিনয়ী হবেন না, স্বাভাবিক ব্যবহার করুন। 

অপ্রয়োজনে কারো সাথে কথা বলার দরকার নেই। পারলে কাউকে সাথে করে নিয়ে যান কাজে লাগতে পারে আপনার জন্য নির্দিষ্ট আসনে বসে অপেক্ষা করুন এসময়ে যেগুলো পড়েছেন সেগুলো মনে করার দরকার নেই। কোন প্রার্থী ইন্টারভিউ দিয়ে বেরিয়ে আসছেন, তাকে গিয়ে ধরার দরকার নেই কি কি প্রশ্ন করল সেগুলো জিজ্ঞাসা করার দরকার নেই। মনে রাখবেন কেউ আপনার ভালো চাইবেন না। তবে যে প্রশ্ন তাকে করেছে আপনাকে যে করবে এমন নাও হতে পারে। 

আপনার কল হলে খুশি মনে অ শরীরে এনার্জি সঞ্চয় করে এসে ইন্টারভিউ ঘরে প্রবেশ করুন। 

আপনার পোশাক পরিচ্ছদ কেমন হবে? 

পুরুষদের ক্ষেত্রে পোশাক পরিচ্ছদ কেমন হবে? 
[১] ফরমাল ফুলশার্ট এবং প্যান্ট পরবেন। 
[২] খুব বেশি ডিজাইন করা প্যান্ট-শার্ট একদম চলবে না। 
[৩] সাদা রঙের ফুলশার্ট সব থেকে উত্তম। যেকোনো বয়সের পুরুষদের ক্ষেত্রে সাদা ফুলশার্ট এক নম্বর চয়েজ। এর ইন্টারন্যাশনাল জনপ্রিয়তা আছে। 
[৪] অন্য কোন রঙের শার্ট পড়তে তবে শোভন, রুচিশীল হালকা রঙ বাছতে পারেন। হালকা চেক বা স্ট্রাইপ দেওয়া পছন্দ করতে পারেন। আপনাকে যাতে মার্জিত লাগে সেদিকে লক্ষ্য রাখবেন। 
[৫] ঠান্ডার সময় হলে হাফ হাতা সোয়েটার (কালো বা নেভীব্লু রঙের) পড়তে পারেন। 
[৬] কালো শু পড়তে পারেন। পুরনো হলে অবশ্যই পালিশ করে নিয়ে পরবেন। 
[৭] শু চয়েজ করার সময় খেয়াল রাখবেন সোল যাতে রাবারের হয়। কারণ রাবারের সোলের জুতো পড়লে চলাফেরা করতে গিয়ে শব্দ হয়না। 
[৮] চুল, দাড়ি গোঁফ আপনার রুচি অনুযায়ী বা শিক্ষক সুলভ লাগে এমন ভাবে কাটিয়ে নিন বা শেভিং করে নেবেন। [৯] বুক পকেটে একটা পেন রাখতে পারেন। 
[১০] উগ্র সুগন্ধি বা পারফিউম ব্যবহার করা চলবে না। 
[১১] কাছে মোবাইল না রাখাই ভালো। যদি আপনার সাথে কেউ যায় তার কাছে রাখুন, আর যদি তেমন সুযোগ না থাকে বা মোবাইল কাছে রাখতেই হয় তাহলে সুইচ-অফ করে রাখুন। 

মহিলাদের ক্ষেত্রে পোশাক পরিচ্ছদ কেমন হবে? 
[১] সুতির শাড়ি বা সালোয়ার কামিজ পছন্দ করুন। 
[২] সালোয়ার কামিজ বা শাড়ির মধ্যে যেটিতে আপনি স্বাচ্ছন্দ অনুভব করেন সেটি চয়েজ করুন। 
[৩] শাড়ির সাথে মানানসই ব্লাউজ চয়েজ করুন, রং বা ডিজাইনের ক্ষেত্রে মার্জিত হওয়া দরকার। 
[৪] হাই হিল জুতো পড়া চলবে না সাড়ি বা সালোয়ার কামিজের সঙ্গে মানানসই এমন জুতো পরিধান করুন। 
[৫] মেকআপ, লিপস্টিক গহনা ইত্যাদি এড়িয়ে চলুন। 
[৬] চুড়ি, বালা এগুলো থাকলে শব্দ হয়, তাই এগুলো এড়িয়ে চলাই ভালো। 
[৭] কোনরকম সুগন্ধি বা উগ্র পারফিউম ব্যবহার করা চলবে না। 

নোট - মোট কথা আপনাকে যাতে শোভন, সুন্দর ও মার্জিত লাগে তেমন পোশাক পরিচ্ছদ করবেন। সমস্ত কিছু ইন্টারভিউ এর আগের দিন গুছিয়ে রাখবেন। যাতে ইন্টারভিউ এর দিন আপনাকে তাড়াহুড়ো করতে না হয়। নোট - মনে রাখবেন ইন্টারভিউ এর ক্ষেত্রে আপনার আত্মবিশ্বাসটাই একমাত্র জরুরী। যা আপনাকে সাফল্য এনে দিতে পারে।

পোস্টটি ভালো লাগলে ডাউনলোড করুন 👉 Click Here


Tags

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.