মাধ্যমিক ইতিহাস প্রশ্ন উত্তরঃ দ্বিতীয় অধ্যায় - সংস্কার, বৈশিষ্ট্য ও পর্যালোচনা।
1, কলকাতা মেডিকেল কলেজ কবে প্রতিষ্ঠা হয়?
👉 কলকাতা মেডিকেল কলেজ 1835 খৃস্টাব্দে প্রতিষ্ঠা হয়।
2, ভারতীয় বিশ্ববিদ্যালয় আইন কবে পাশ হয়?
👉 ভারতীয় বিশ্ববিদ্যালয় আইন 1857 খৃস্টাব্দে পাশ হয়।
3, কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম ভারতীয় উপাচার্য কে ছিলেন?
👉 কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম ভারতীয় উপাচার্য ছিলেন স্যার গুরুদাস বন্দোপ্যাধায়।
4, এশিয়ার প্রথম ডি-লিট কে?
👉 এশিয়ার প্রথম ডি-লিট হলেন বেণী মাধব বড়ুয়া।
5, নবজাগরন প্রথম কোথায় ঘটেছিল?
👉 নবজাগরন প্রথম ইতালিতে (ফ্লোরেন্সে ) ঘটেছিল।
6, বর্তমান হুগলি কলেজের প্রতিষ্ঠাতা কে ছিলেন?
👉 বর্তমান হুগলি কলেজের প্রতিষ্ঠাতা ছিলেন হাজী মহম্মদ মহসীন।
7, ব্রহ্মানন্দ নামে কে পরিচিত ছিলেন?
👉 ব্রহ্মানন্দ নামে পরিচিত ছিলেন কেশব চন্দ্র সেন।
8, ফোর্ট উইলিয়াম কলেজ কবে প্রতিষ্ঠিত হয়?
👉 ফোর্ট উইলিয়াম কলেজ 1800 খৃস্টাব্দে প্রতিষ্ঠিত হয়।
9, পটলডাঙ্গা একাডেমির বর্তমান নাম কি?
👉 পটলডাঙ্গা একাডেমির বর্তমান নাম হেয়ার স্কুল।
10, জেনারেল অ্যাসেম্বলিজ ইন্সটিটিউশন এর বর্তমান নাম কি?
👉 জেনারেল অ্যাসেম্বলিজ ইন্সটিটিউশন এর বর্তমান নাম স্কটিশ চার্চ কলেজ।
11, ভারতের প্রথম সংবাদ পত্রের নাম কি ?
👉 বেঙ্গল গেজেট ( সম্পাদক হিকি) ।
২ নং প্রশ্ন
1, কে, কবে ব্রাহ্মসভা প্রতিষ্ঠা করেন?
👉 রাজা রামমোহন রায় 1828 খৃস্টাব্দে ব্রাহ্মসভা প্রতিষ্ঠা করেন।
2, কে, কবে কলকাতা মাদ্রাসা প্রতিষ্ঠা করেন?
👉 1781 খৃস্টাব্দে ওয়ারেন হেস্টিংস কলকাতা মাদ্রাসা প্রতিষ্ঠা করেন।
3, কে, কবে বেনারস সংস্কৃত কলেজ প্রতিষ্ঠা করেন?
👉 জোনাথন ডানকান 1792 খৃস্টাব্দে বেনারস সংস্কৃত কলেজ প্রতিষ্ঠা করেন।
4, কে, কবে এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠা করেন?
👉 স্যার উইলিয়াম জোন্স 1784 খৃস্টাব্দে এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠা করেন।
5, বিবেকানন্দ কেন রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করেন?
👉 ভারতের নানা অনগ্রসরতা দূর করার জন্য স্বামী বিবেকানন্দ হিন্দু ধর্ম ও ভারতীয় সংস্কৃতির উন্নতির পক্ষে মত দেন। তাঁর মতবাদ প্রচারের ফলে অনেক বিপথগামী আবার হিন্দু ধর্ম ভারতীয় সংস্কৃতির প্রতি আকৃষ্ট হন। এই ধর্ম ও ভারতীয় সংস্কৃতির মাধ্যমে সারা পৃথিবীতে মানব কল্যানের মহৎ আদর্শ ছড়িয়ে দেবার উদ্দেশ্যে তিনি 1897 খৃস্টাব্দে রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করেন।
6, নববিধান কি?
👉 1878 খৃস্টাব্দে অসবর্ণ বিবাহ, বহুবিবাহ ইত্যাদি কয়েকটি বিষয়কে কেন্দ্র করে কেশব চন্দ্র সেনের সাথে বিরোধ দেখা দিলে শিবনাথ শাস্ত্রী, বিজয়কৃষ্ণ গোস্বামী সহ বেশ কয়েকজন তরুণ তাঁকে ত্যাগ করেন। এর ফলে কেশব চন্দ্র সেন 1880 খৃস্টাব্দে সর্বধর্ম সমন্বয়ের আদর্শে এক নতুন সংগঠন এর কোথা ঘোষণা করেন – যা নববিধান নামে পরিচিত।
7, তিন আইন কি?
👉 কেশব চন্দ্র সেনের আন্দোলনের প্রভাবে সরকার বাল্যবিবাহ ও বহুবিবাহ নিষিদ্ধ করার জন্য এবং অসবর্ণ বিবাহকে স্বীকৃত দেওয়ার জন্য 1872 খৃস্টাব্দে এক আইন পাশ করে – যা তিন আইন নামে পরিচিত।
8, নব্য বঙ্গ কাদের বলা হত ? অথবা কয়েকজন ডিরজিওর অনুগামীর নাম কর ।
👉 হিন্দু কলেজের শিক্ষক হেনরি ডিরজিওর ছাত্র বা অনুগামীরা নব্য বঙ্গ নামে পরিচিত । এদের মধ্যে উল্লে্খযোগ্য হলেন রামতনু লাহিড়ি,রাধানাথ সিকদার,রসিককৃষ্ণ মল্লিক , কৃষ্ণমোহন বন্দ্যপোপাধ্যায় প্রমুখ এর নাম উল্লেখযোগ্য ।
9, চুঁইয়ে পড়া নীতি বোলতে কি বোঝ?
👉 ১৮৩৫ খৃস্টাব্দে জন শিক্ষা কমিটির সভাপতি টমাস ব্যাবিংটন মেকলে ভারতে পাশ্চাত্য শিক্ষা প্রবর্তনের জন্য লর্ড বেন্টিঙ্কের কাছে এক প্রস্তাব পেশ করেন। যার এক নির্দেশে বলা হয়েছিল যে, এদেশে উচ্চ ও মধ্যবিত্তদের মধ্যে ইংরেজি শিক্ষার প্রসার ঘটলে তাদের হাত ধরেই সেই শিক্ষা ক্রমশ সাধারণের মধ্যে ছড়িয়ে পড়বে। এটিই চুঁইয়ে পড়া নীতি ( Downward Filtration Theory ) নামে পরিচিত।
4 নম্বর এর জন্য
1, প্রাচ্য বনাম পাশ্চাত্যবাদী বিতর্ক কি?
👉 ১৮১৩ এর চার্টার অ্যাক্ট অনুসারে ব্রিটিশ ভারতে জনশিক্ষার জন্য কম্পানি বার্ষিক ১ লক্ষ্য টাকা ব্যয় করবে এমন নির্দেশ জারি করা হয়। সে অনুসারে ১৮২৩ সালে জনশিক্ষা কমিটি গঠিত হয়।
কিন্তু কমিটি ওই টাকা প্রাচ্য শিক্ষার জন্য ব্যয় করার উদ্যোগ নিলে রামমোহন রায় সহ বেশ কিছু পণ্ডিত এর বিরোধিতা করেন এবং ওই অর্থ পাশ্চাত্য শিক্ষার বা ইংরেজি ও আধুনিক শিক্ষাদানের দাবী জানান। এভাবে এদেশে প্রাচ্য না পাশ্চাত্য শিক্ষা কোন ধরনের শিক্ষার প্রসারে উদ্যোগ নেওয়া উচিত সে বিষয়ে যে বিতর্ক শুরু হয় তা প্রাচ্য বনাম পাশ্চাত্য বাদি বিতর্ক নামে পরিচিত।
👉 বিখ্যাত পত্রিকা ও তাদের সম্পাদকের তালিকা।
Download the PDF 👉 Click Here
মাধ্যমিক ইতিহাস প্রশ্ন উত্তর 👉 পর্ব - 05
পত্রিকার নাম | সম্পাদক |
---|---|
বেঙ্গল গেজেট | জেমস অগাস্টাস হিকি |
সমাচার দর্পণ | মার্শম্যান |
দিগদর্শন | মার্শম্যান |
বামাবোধনী | উমেশচন্দ্র দত্ত |
সংবাদ প্রভাকর | ঈশ্বরচন্দ্র গুপ্ত |
গ্রামবার্তা প্রকাশিকা | হরিনাথ মজুমদার (কাঙাল হরিনাথ) |
সংবাদ কৌমুদী | ভবানী চরন বন্দ্যপোপাধ্যায় |
তত্ববোধনী | অক্ষয় কুমার দত্ত |
বঙ্গদর্শন | বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় |
সোমপ্রকাশ | দ্বারকানাথ বিদ্যাভূষণ |
হিন্দু প্যাট্রিয়ট | গিরীশ্চন্দ্র ঘোষ (প্রথম), হরিশচন্দ্র মুখোপাধ্যায় |
সঞ্জীবনী পত্রিকার | কৃষ্ণকুমার মিত্র |
বন্দেমাতারম | অরবিন্দ ঘোষ |
ভারতী | দ্বিজেন্দ্রনাথ ঠাকুর |
প্রবাসী | রামানন্দ চট্টোপাধ্যায় |
বেঙ্গলি | সুরেন্দ্রনাথ বন্দ্যপোপাধ্যায় |
যুগান্তর | বারীন্দ্রকুমার ঘোষ |
সন্ধ্যা | ব্রহ্মবান্ধব উপাধ্যায় |
সুলভ সমাচার | কেশবচন্দ্র সেন |
কেশরী ও মারহাট্টা | বালগঙ্গাধর তিলক |
Download the PDF 👉 Click Here
মাধ্যমিক ইতিহাস প্রশ্ন উত্তর 👉 পর্ব - 05
Please do not enter any spam link in the comment box