WB Primary Tet Bengali Mock Test Part - 07

প্রাইমারি টেট স্পেসাল মক টেস্ট, বিষয় বাংলা নতুন অফিসিয়াল সিলেবাস অনুসারে মক টেস্টটি রেডি করা হয়েছে - যা তোমাদের টেট পরীক্ষায় ভালো স্কোর করতে সাহায্য করবে। সুতারাং সকলে নীচের গদ্যটি পড়ে মক টেস্টে অংশ গ্রহন করো।
নিম্নলিখিত গদ্যাংশটি পড়ে মক টেস্টে অংশ গ্রহন করো। 

ভিন্ন ভিন্ন সময়ে ভিন্ন ভিন্ন বীজ পাকিয়া থাকে। আম, লিচুর বীজ বৈশাখ মাসে পাকে; ধান যব ইত্যাদি আশ্বিন কার্তিক মাসে পাকিয়া থাকে। মনে করো, একটি গাছের বীজ আশ্বিন মাসে পাকিয়াছে। আশ্বিন মাসের শেষে বড়ো ঝড় হয়। ঝড়ে পাতা ও ছোট ছোট ডাল ছিঁড়িয়া চারিদিকে পড়িতে থাকে এইরূপে বীজগুলি চারিদিকে ছড়াইয়া পড়ে। প্রবল বাতাসের বেগে কোথায় উড়িয়া যায় কে বলিতে পারে? মনে করো, একটি বীজ সমস্ত দিন রাত্রি মাটিতে লুটাইতে লুটাইতে একখানা ভাঙ্গা ইট কিংবা মাটির ডেলার নিচে আশ্রয় লইলো। কোথায় ছিল, কোথায় আসিয়া পড়িল! ক্রমে ধুলো ও মাটিতে বীজটি ঢাকা পড়িল। এখন বীজটি মানুষের চক্ষুর আড়াল হইল। আমাদের দৃষ্টি হইতে দূরে গেল বটে, কিন্তু বিধাতার দৃষ্টির বাইরে যায় নাই। পৃথিবী মাতার ন্যায় তাহাকে কোলে তুলিয়া লইলেন। বৃক্ষশিশুটি মাটিতে ঢাকা পড়িয়া বাইরের শীত ও ঝড় হইতে রক্ষা পাইল। এইরূপে নিরাপদে বৃক্ষশিশুটি ঘুমাইয়া রহিল।
Time's Up
score:

Total Questions:

Attempt:

Correct:

Wrong:

Percentage:



Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.