100 পরিবেশ বিদ্যা প্রশ্ন উত্তর ।। Envs SAQ for WB Primary Tet PDF

100 টা গুরুত্বপূর্ণ পরিবেশ বিদ্যার প্রশ্ন উত্তর যা প্রাইমারি টেট, CTET এবং আপার প্রাইমারি টেটের ক্ষেত্রে খুবই সহায়ক হবে। সুতরাং পোস্ট টা পড় এবং ভালো লাগলে নীচের Download বাটনে ক্লিক করে PDF টা ডাউনলোড করে নাও।
100 পরিবেশ বিদ্যা প্রশ্ন উত্তর ।।  Envs SAQ for WB Primary Tet PDF
পর্ব - 02
1. ভারতীয় বাইসান বনামে পরিচিত 👉 গৌর। 
2. জলদাপাড়া অভয়ারণ্য 👉  আলিপুরদুয়ার জেলায় অবস্থিত। 
3. বক্সা জয়ন্তী পাহাড় ও বক্সা বাঘবন অবস্থিত 👉 আলিপুরদুয়ার জেলায় অবস্থিত। 
4. কুলিক পাখিরালয় অবস্থিত 👉  কুলিক নদীর তীরে, রায়গঞ্জ উত্তর দিনাজপুর। 
5. PVC এর পুরো নাম 👉  পলি ভিনাইল ক্লোরাইড।  
6. একটি বিলুপ্ত মাছ 👉  নিউজিল্যান্ডের গ্রেলিং মাছ। 
7. মেছো বিড়ালের অপর নাম 👉  বাঘরোল। 
8. মল্ল রাজাদের মল্লভূমি অবস্থিত 👉  বাঁকুড়ার জেলার বিষ্ণুপুরে। 
9. রাজাভাত খাওয়া প্রকৃতিবীক্ষণ কেন্দ্র অবস্থিত 👉  আলিপুরদুয়ার জেলায়। 
10. স্টেথস্কোর আবিষ্কার করেন 👉  ডক্টর রেনে লিনেক। 
11. দামোদর নদী গিয়ে মিশেছে 👉  হুগলি নদীতে। 
12. সিল্ক পাওয়া যায় 👉  রেশম মথ থেকে। 
13. রেশম মথ খায় 👉  তুঁত গাছের পাতা। 
14. জীবের পাঁচটি কিংডম বা রাজ্য হল 👉  অ্যানিমেলিয়া,প্লান্টটি,মোনেরা,ফানজি, প্রোটিস্টা।  
15. ওজোন মণ্ডল অবস্থিত 👉 স্ট্র্যাটোস্ফিয়ারে। 
16. পৃথিবী পৃষ্ঠ থেকে সৌর বিকিরণের যে অংশ মহাশূন্যে ফিরে যায় তাকে বলে 👉  অ্যালবেডো। 
17. বায়ুমন্ডল উত্তপ্ত হয় 👉  পরিবহন, পরিচলন ও বিকিরণ পদ্ধতিতে। 
18. জীব দেহ গঠনের প্রধান চারটি যৌগ উপাদান 👉  কার্বোহাইড্রেট, প্রোটিন, লিপিড ও নিউক্লিক অ্যাসিড। 
19. ভারতের মোট আয়তনের কত ভাগ অরণ্য 👉  24.26% [ সূত্র pib.gov.in] 
20. এক নজরে হেপাটাইটিস ভাইরাস 👉  হেপাটাইটিস ভাইরাস পাঁচ রকম। হেপাটাইটিস-A, হেপাটাইটিস-B, হেপাটাইটিস-C, হেপাটাইটিস-D, হেপাটাইটিস-E 
21. হেপাটাইটিস ভাইরাস আক্রমণ করে 👉  মূলত লিভার বা যকৃত কে। 
22. হেপাটাইটিস A E সংক্রান্ত হয় 👉  দূষিত খাবার ও জল দ্বারা। 
23. হেপাটাইটিস B,C, D সংক্রামিত হয় 👉  দেহরস বা রক্ত দ্বারা 
24. মানুষের বেশি হয় 👉  হেপাটাইটিস B, C 
25. বিশ্ব হেপাটাইটিস দিবস 👉  28 জুলাই। 
26. বিশ্ব ম্যালেরিয়া দিবস 👉 25 এপ্রিল। 
27. WHO স্থাপিত হয় 👉  7 এপ্রিল 1948 
28. ডায়ারিয়া শব্দের অর্থ হলো 👉 প্রবাহিত হওয়া। 
29. ডায়রিয়ার ভাইরাস হলো 👉  রোটা ভাইরাস 
30. ডায়রিয়া রোগটা 👉 ভাইরাস, ব্যাকটেরিয়া দুটোই দ্বারা হতে পারে 
31. জল বাহিত রোগ হল 👉  কলেরা ও ডায়রিয়া। 
32. গবাদি পশুর পাকস্থলীতে যে ব্যাকটেরিয়া সেলুলোজ হজমে সাহায্য করে 👉  মেথানোজেনিক ব্যাকটেরিয়া। [আসলে গবাদি পশু পাকস্থলীতে সেলুলোজ হজমের এনজাইম থাকে মানুষের থাকে না।] 
33. মিনামাটা রোগের জন্য দায়ী 👉  পারদযুক্ত বর্জ্য ছড়ায় চিসো কর্পোরেশন নামক কেমিক্যাল কারখানার বর্জ্য জলে মেশার ফলে। 1932 থেকে 1968 এই কারখানার বর্জ্য জলে মেশে। রোগটি প্রথম প্রকাশ পায় 1956 সালে মিনামাটা শহরে।] 
34. উপেন্দ্রনাথ ব্রহ্মচারী কালা জ্বরের ওষুধ আবিষ্কার করেন 👉  1922 সালে। 
35. 1674 সালে ব্যাকটেরিয়ার অস্তিত্ত্ব প্রমান করেন 👉  লিভেনহুক। 
36. ওয়ার্ল্ড ক্যান্সার ডে 👉  4ই ফেব্রুয়ারি। 
37. ভারতের প্রথম ন্যাশনাল পার্ক 👉  জিম করবেট ন্যাশনাল পার্ক[1936] 
38. বিশ্ব বন্যপ্রাণী [World Wild Life Day] দিবস 👉  3 মার্চ  
39. বিশ্ব জীববৈচিত্র্য দিবস [World Biodiversity Day] 👉  22 মে 
40. রেড ডাটা বুক প্রকাশিত হয় 👉  1964 [WIKIPEDIA] 
41. ভারতের কচুরিপানায় এসেছে 👉  ব্রাজিল বা দক্ষিণ আমেরিকা থেকে। 
42. বন মহোৎসব পালিত হয় 👉  প্রতিবছর জুলাই মাসের প্রথম সপ্তাহে। 
43. সাইলেন্ট ভ্যালি অবস্থিত 👉  কেরালার পালাক্কাদ জেলায়। এটি নীলগিরি বায়োস্ফিয়ারের অংশ। এর পাশে রয়েছে ভবানী ও কুথিপূজা নদী। 
44. যেসব প্রাণীরা জলের নিচে বাস করে বা জলের তলদেশে বাস করে তাদের বলে 👉  বেনথস। 
45. যেসব প্রাণীরা জলে স্বাধীনভাবে সাঁতার কাটে তাদের বলে 👉  নেকটন। 
46. কুলিক পাখিরালয় অবস্থিত 👉  উত্তর দিনাজপুর জেলা। 
47. সাঁতরাগাছি ঝিল অবস্থিত 👉  হাওড়ায়। 
48. হুইসালিন টিল ও পিনটেল হল 👉  নানা জাতের হাঁস 
49. জলদাপাড়া অভয়ারণ্যের মধ্যে দিয়ে গিয়েছে 👉  হলং নদী। 
50. রাভা নিত্য জড়িত 👉  মেয়েদের জীবনের নানা ঘটনা নিয়ে 
51. মাছ ধরার নিত্য করে 👉  মেচ আদিবাসীরা। 
52. পশ্চিমবঙ্গের সিঙ্কোনা চাষ হয় 👉  দার্জিলিংয়ে মংপুতে। 
53. রক্ত আমাশয়ের ব্যাবহত হয় 👉  আমরুল পাতার রস। 
54. মুক্তোঝুরি হল একটি 👉  ওষধি গাছ। 
55. পশ্চিমবঙ্গে কাজুবাদাম চাষ হয় 👉  দীঘায়। 
56. ট্রয়ট্রেন দেখতে পাওয়া যায় 👉  দার্জিলিং এ। 
57. পশ্চিমবঙ্গের উচ্চতম পর্বত 👉  সান্দাকফু(৩৬৩০ মিটার)। 
58. যারা নানান রকম পুতুল তৈরি করে তাদের বলে 👉  পটুয়া। 
59. যারা সোলার কাজ করে তাদের বলে 👉  মালাকার। 
60. চাঁদমালা ও টোপর তৈরিতে ব্যবহার হয় 👉  শোলা। 
61. শিবের গাজন অনুষ্ঠিত হয় 👉  চৈত্র সংক্রান্তিতে। 
62. ছৌ নাচের জন্য বিখ্যাত হলো 👉  পুরুলিয়া জেলা। 
63. মাটির মূর্তি চকচক করতে লাগে 👉  গর্জন তেল। 
64. রেশম শিল্পের শাড়ির জন্য বিখ্যাত 👉  মুর্শিদাবাদ। 
65. পিতলের শিল্পকে বলে 👉  ডোকরা। 
66. পিতলের শিল্পীদের বলা হয় 👉  মালাহার। 
67. গালা শিল্পের জন্য বিখ্যাত 👉  পুরুলিয়ার ঝালদা ও বাঁকুড়ার সোনামুখী। 
68. পরিবেশকে সবসময় ভালো রাখার কথা বলতেন বিশনয় সম্প্রদায়। 
69. আড়াবাড়ি জঙ্গল অবস্থিত পশ্চিম মেদনীপুরে। 
70. আড়াবাড়ি জঙ্গল সংরক্ষণে যুক্ত 👉  অজিত কুমার ব্যানার্জি। 
71. মফলং বনভূমি অবস্থিত 👉  মেঘালয়। 
72. বিশনয় সম্প্রদায়ের নেতা ছিলেন 👉  জামভাজি। 
73. মল্ল রাজাদের মল্লভূমি কোথায় অবস্থিত 👉  বিষ্ণুপুর জেলায। 
74. তাজমহল ও ভিক্টোরিয়ার পাথর কালো হওয়ার জন্য দায়ী 👉  স্টোন ক্যান্সার। 
75. বিরসা মুন্ডা মিউজিয়াম অবস্থিত 👉  রাঁচিতে। 
76. রাজাভাতখাওয়া প্রকৃতিবীক্ষণ কেন্দ্র অবস্থিত 👉  জলপাইগুড়ি জেলার বক্সা অরণ্যে। 
77. নয়া পিংলা বিখ্যাত 👉  পট শিল্পের জন্য(পশ্চিম মেদিনীপুর জেলায়)। 
78. চিন্তামনিকর পাখিরালয় অবস্থিত 👉  কলকাতা। 
79. আড়াবাড়ি জঙ্গল অবস্থিত পশ্চিম মেদিনীপুরে আড়াবাড়ি যুক্ত অজিত কুমার ব্যানার্জি 
80. ভর মাপা হয় 👉  সাধারন তুলা দিয়ে। 
81. ভার মাপা হয় 👉  স্প্রিং তুলা দিয়ে। 
82. একটি অন্ত:পরজীবী প্রাণী হল 👉  কৃমি। 
83. একটি বর্হি পরজীবী প্রাণী হল 👉  উকুন। 
84. পচা ডিমের মতো গন্ধ যে গ্যাসের 👉  হাইড্রোজেন সালফাইড 
85. দি সাইলেট স্প্রিং বইয়ের লেখক 👉  র‍্যাচেল কারসন। 
86. ভোপাল গ্যাস দুর্ঘটনা হয়েছিল 👉  ১৯৮৪ সালে, ইউনিয়ন কার্বাইড কারখানায়। 
87. ভোপাল গ্যাস দুর্ঘটনার জন্য দায়ি গ্যাস 👉  MIC গ্যাস। 
88. MIC গ্যাসের পুরো নাম 👉  মিথাইল আইসো সায়োনেট। 
89. পারদ দূষণের ফলে হয় 👉  মিনামাটা রোগ। 
90. ভারতের শকুন সংরক্ষণ কেন্দ্র আছে 👉  হরিয়ানার পিঞ্জর ও পশ্চিমবঙ্গের রাজভাতখাওয়াতে। 
91. পরিবেশের বিপন্ন প্রাণীদের তালিকা প্রকাশ করা হয় যে বইতে তার নাম হল 👉  রেডডাটা বুক। 
92. রেড ডাটা বুক নিয়ন্ত্রণ করে 👉  IUCN 
93. ভারতের কয়েকটি বিপন্ন প্রাণী হল 👉  রয়েল বেঙ্গল টাইগার, এশিয়াটিক লায়ন, এক শিং গন্ডার, গঙ্গার শুশুক, শকুন, রেড পান্ডা, তুষার চিতা , খাড়ির কুমির ও হিমালয়ের কস্তুরী মৃগ। 
94. সিংহ সংরক্ষণের জন্য বিখ্যাত 👉  গুজরাটের গির অরন্য। 
95. ইকো লোকেশনের সাহায্যে চলাফেরা করে 👉  বাদুর, চামচিকা ও গঙ্গার শুশুক। 
96. ম্যালেরিয়া শব্দের অর্থ হল 👉 মন্দ বা দূষিত বাতাস। 
97. ক্যাডমিয়াম দূষণে হয় 👉  ইটাই ইটাই রোগ 
98. পানীয় জলে আর্সেনিক দূষণে হয় 👉  ব্ল্যাক ফুট রোগ 
99. ফ্লোরাইড দূষণে হয় 👉  Flurosis রোগ। 
100. জাতীয় বন্যপ্রাণ সংরক্ষণ আইন চালু হয় 👉  ১৯৭২ সালে।

Download the PDF 👉 Click Here





Target - পরিবেশ বিদ্যা from Exam-Guide

Target প্রাইমারি টেট পরবিবেশ বিজ্ঞান 


বিগত দিনের প্রশ্ন এবং প্রাইমারী টেট এ সফলদের অভিজ্ঞতা থেকে একটা জিনিস পরিস্কার টেট এর পরিবেশ বিদ্যায় ভালো স্কোর করতে হলে তৃতীয় শ্রেণী থেকে অস্টম শ্রেণী পর্যন্ত সকল পরিবেশ বিদ্যার বই খুঁটিয়ে পড়া একান্ত জরুরী। এই বিষয়টি মাথায় রেখে এই নোটসে যুক্ত করা হয়েছে ...


👉 New Tet Syllabus অনুসারে পরিবেশ বিদ্যা এবং Pedagogy এর ওপর অসংখ্য নোটস।


👉 তৃতীয় থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত পরিবেশ বিদ্যা।


👉 টেট সিলেবাস অনুসারে নবম ও দশম শ্রেণীর পরিবেশ বিদ্যা।


👉 টেট সিলেবাস অনুসারে ষষ্ঠ থেকে দশম শ্রেণীর পর্যন্ত ভূগোল।


👉 A4 সাইজ, কম্পিউটার টাইপিং করা।


👉 বড় ফন্ট এ লেখা, সহজে পড়ার জন্য।


👉 Easy pdf format এবং One liner এ লেখা। 


👉 Up to dates বহু তথ্য সংকলিত 130 এর বেশি Pages


👉 মূল্য মাত্র 60/-


👉এই PDF টি নিতে যারা আগ্রহী হলে এখনই যোগাযোগ করুন  👉  Whats App  


👉 Whats App নাম্বার 👉 8001261396



Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.