100 পরিবেশ বিদ্যা প্রশ্ন উত্তর।। Evs SAQ for WB Primary Tet

100 টা গুরুত্বপূর্ণ পরিবেশ বিদ্যার প্রশ্ন উত্তর যা প্রাইমারি টেট, CTET এবং আপার প্রাইমারি টেটের ক্ষেত্রে খুবই সহায়ক হবে। সুতরাং পোস্ট টা পড় এবং ভালো লাগলে নীচের Download বাটনে ক্লিক করে PDF টা ডাউনলোড করে নাও। 
 

পর্ব -  03 

1. অরণ্য সপ্তাহ পালন করা হয় ➜ ১৪ই জুলাই থেকে ২১ জুলাই। 
2. বিশ্ব পরিবেশ দিবস পালিত হয় ➜ ৫ই জুন। 
3. বিশ্ব জল দিবস পালিত হয় ➜ ২২শে মার্চ। 
4. কালা জ্বরের জীবাণু বহন করে ➜ বালি মাছি। 
5. কালা জ্বরের ওষুধের নাম হল ➜ ইউরিয়া স্টিমাবাইন। 
6. কালা জ্বরের ওষুধ আবিষ্কার করেন ➜ উপেন্দ্রনাথ ব্রহ্মচারী। 
7. জৈব বাহক হল ➜ মশা। 
8. যান্ত্রিক বাহক হল ➜ মাছি। 
9. ডিটি আবিষ্কার করেন ➜ পল মিলার 
10. ভারতে সবুজ বিপ্লবের জনক ➜ এম এস স্বামীনাথন। 
11. সবুজ বিপ্লব হয়েছিল ➜ ১৯৬০ এর দশকে গম চাষ কে কেন্দ্র করে। 
12. দুটি উপকারী ব্যাকটেরিয়া হল ➜ ল্যাকটোব্যাসিলাস ও স্ট্রেপ্টোমাইসেস। 
13. দুটি উপকারী ছত্রাক হল ➜ ইস্ট ও পেনসিলিয়াম। 
14. বসুন্ধরা সম্মেলন হয় ➜ ১৯৯২ সালে ব্রাজিলের রিও ডি জেনেইরো শহরে। 
15. সুন্দরলাল বহুগুণা ও চন্ডীপ্রসাদ ভট্ট যুক্ত ➜ চিপকো আন্দোলনের সাথে। 
16. মেধা পাটকার যুক্ত ➜ নর্মদা বাঁচাও আন্দোলনের সাথে। 
17. জল বাহিত রোগ ➜ কলেরা, হেপাটাইটিস ও টাইফয়েড। 
18. হোয়াইট লাংস রোগ হয় ➜ বস্ত্র শিল্পে নিযুক্ত শ্রমিকদের। 
19. Glucose এর সংকেত হল  ➜ C6H12O6 
20. প্রধান গ্রীন হাউজ গ্যাস হলো ➜ কার্বন ডাই অক্সাইড। 
21. একটি জৈব গ্রীন হাউস গ্যাস হল ➜ মিথেন। 
22. ভাঙা হাড়ের ছবি তুলতে সাহায্য করে ➜ এক্সরে। 
23. বায়ুমন্ডলের প্রধান গ্যাস হলো ➜ নাইট্রোজেন। 
24. বায়ুমন্ডলের দ্বিতীয় প্রধান গ্যাস হলো ➜ অক্সিজেন। 
25. বায়ুমন্ডলে উপস্থিত প্রধান গ্রিন হাউস গ্যাস ➜ কার্বন ডাই অক্সাইড। 
26. যেসব মাছ মশার লার্ভা খেয়ে নেয় ➜ তেলেপিয়া, গাপ্পি, গাম্বুসিয়া। 
27. ভারতের জীব বৈচিত্র কি প্রকৃতির ➜ গামা বৈচিত্র্য। 
28. রামসার কিসের সঙ্গে যুক্ত ➜ জলাভূমি 
29. বাস্তুতান্ত্রিক বৈচিত্র কয় ধরনের হয় ➜ তিন ধরনের(আলফা, বিটা, গামা)। 
30. বায়ুমণ্ডলের শীতলতম স্তর হলো ➜ মেসোস্ফিয়ার। 
31. পৃথিবীর সব থেকে বড় বাস্তুতন্ত্র হলো ➜ বারিমন্ডল। 
32. স্থলভাগের সর্ববৃহৎ প্রাকৃতিক বাসভূমি এর নাম হলো ➜ তৈগা অঞ্চল। 
33. প্রথম বসুন্ধরা সম্মেলন হয় ➜ ১৯৯২ সালে 
34. প্রথম বসুন্ধরা সম্মেলন কোথায় হয় ব্রাজিলের রিও ডি জেনেইরো শহরে। 
35. ভারতের সবথেকে বেশি কি ধরনের অরণ্য দেখা যায় ➜ পর্ণমোচী বা পাতা ঝরা অরণ্য। 
36. পশ্চিমবঙ্গের অরণ্য কি প্রকৃতির বেশির ভাগ ➜ পর্ণমোচী বা পাতা ঝরা অরণ্য। 
37. বায়ু হলো একটি ➜ মিশ্র পদার্থ 
38. সাইলেন্ট ভ্যালি কোথায় অবস্থিত ➜ কেরালায়। 
39. পৃথিবী ও সূর্যের দূরত্ব ➜ অপসুরের সময় হয় ১৫ কোটি ২০ লক্ষ কিলোমিটার। পৃথিবী ও সূর্যের দূরত্ব অনুসুরের সময় হয় ১৪ কোটি ৭০ লক্ষ কিলোমিটার। 
40. চাঁদ ঘোরে ➜ পশ্চিম থেকে পূর্ব দিকে 
41. সপ্তর্ষিমণ্ডলের আকৃতি কেমন ➜প্রশ্ন চিহ্নের মত। 
42. দূরবীন আবিষ্কার করেন ➜ গ্যালিলিও। 
43. গ্যালিলিও নিজের দূরবীনের সাহায্যে কোন গ্রহ পর্যবেক্ষণ করেন প্রথম ➜ বৃহস্পতি। 
44. মহাকাশে পাঠানো প্রথম জীব ➜ লাইকা (কুকুর)। 
45. রেডিয়াম আবিষ্কার করেন ➜ মেরি কুরি ও পিয়ের কুরি। 
46. সালোকসংশ্লেষের সক্ষম প্রাণী ➜ ইউগ্লিনা। 
47. বায়ুর চাপ মাপা হয় ➜ ব্যারোমিটার। 
48. বাতাসের গতি মাপা হয় ➜ অ্যানিমোমিটার। 
49. বাতাসের দিক নির্ণয় করা হয় ➜ বাত পতাকা। 
50. বায়ুর আর্দ্রতা মাপা হয় ➜ হাইগ্রোমিটার। 
51. বায়ুতে অক্সিজেনের পরিমাণ ➜ ২০.৬ শতাংশ। 
52. নয়নতারা গাছ থেকে পাওয়া যায় ক্যান্সারের ওষুধ। 
53. জলে ভাসমান আণুবীক্ষণিক উদ্ভিদের বলে ফাইটোপ্লাংটন। 
54. জলে ভাসমান আণুবীক্ষণ প্রাণীদের বলে ➜ জু প্লাংটন। 
55. পটাশিয়ামের চিহ্ন হলো ➜ K 
56. পটাশিয়ামের অভাবে গাছের পাতা হলুদ হয়ে যায়। 
57. পৃথিবীর ছাতা বলা হয় ➜ ওজোনমণ্ডলকে। 
58. কিউরিসিটি সন্ধান জান পাঠানো হয় যে গ্রহে ➜ শনি। 
59. ক্যাসিনি সন্ধান জান পাঠানো হয় যে গ্রহে ➜ মঙ্গল। 
60. গুরুসদয় দত্ত মিউজিয়াম অবস্থিত ➜ ঠাকুরপুকুর,কলকাতা। 
61. ইন্সাট হল একটি ➜ কৃত্রিম উপগ্রহ 
62. মানুষের ব্যবহার করা প্রথম ধাতু ➜ তামা 
63. ইস্পাত হলো ➜ লোহা ও কার্বনের মিশ্রণ। 
64. স্টেনলেস স্টিল বা মরচেহীন ইস্পাত হল ➜ লোহা ও ক্রোমিয়মের মিশ্রন। 
65. একটি ব্যথানাশক ওষধি হলো ➜ রাংচিতা। 
66. হার্টের অসুখ সারাতে ব্যবহৃত হয় ➜ অর্জুন ছাল। 
67. মানুষের পালিত প্রথম পশু ➜ কুকুর। 
68. অসময়ের জন্য বা ভবিষ্যতের জন্য খাদ্য সঞ্চয় করে রাখে ➜ পিঁপড়ে। 
69. টিন বন্দি খাবার খেলে যে রোগ হয় ➜ বটুলিজম। 
70. খেসারির ডাল খেলে হতে পারে ➜ পক্ষাঘাত( ল্যাথারিজম)। 
71. শিয়াল কাঁটা বীজের তেল মেশানো সর্ষের তেল খেলে হয় ➜ ড্রপসি। 
72. বায়ো ডেগ্রীডেবল বা জৈব ভঙ্গুর বর্জ্য পদার্থ হলো ➜ কলার খোসা,সেলুলোজ কাগজ। 
73. নন বায়ো ডেগ্রীডেবল বা জৈব অভঙ্গুর বর্জ্য পদার্থ হলো ➜ প্লাস্টিক,পলিথিন,নাইলন। 
74. ব্যারোমিটারের ব্যবহৃত হয় ➜ পারদ। 
75. কোন তাপমাত্রায় সেলসিয়াস ও ফারেনহাইট স্কেলে সমান ➜ মাইনাস ৪০ ডিগ্রী। 
76. তাপের এসআই একক ➜ জুল। 
77. তাপের সিজিএস একক ➜ ক্যালরি। 
78. বরফ গলনের লীন তাপ হল ➜ ৮০ ক্যালোরি/ গ্রাম। 
79. হাতে স্পিরিট থাকলে ঠান্ডা লাগে ➜ বাষ্পায়নের জন্য। 
80. আকাশ নীল দেখায় ➜ আলোর বিক্ষেপনের জন্য। 
81. মরীচিকা হলে একটি ➜ অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন। 
82. ট্রেসিং পেপার হলো আলোর ➜ ঈষৎ স্বচ্ছ মাধ্যম। 
83. সিনেমায় পর্দায় ঘটে ➜ বিক্ষিপ্ত প্রতিফলন। 
84. আয়নায় গঠিত প্রতিবিম্ব হল ➜ সমশীর্ষ। 
85. হৃদপিণ্ড শব্দ শোনা যায় ➜ স্টেথোস্কোপ এর সাহায্যে। 
86. জলাভূমি দিবস পালিত হয় ➜ 2 February 
87. দইয়ের সাজাতে যে ব্যাকটেরিয়া থাকে ➜ ল্যাকটোব্যাসিলাস। 
88. নিউক্লিয়াস যুক্ত এককোষী জীব হলো ➜ প্রোটিস্টা। 
89. ছত্রাক ঘটিত রোগ হলো ➜ দাদ ও খুসকি। 
90. পোকামাকড় ও জীবজন্তুর আচরণ নিয়ে গবেষণা করেন তাদের বলা হয় ➜ আচরণ বিজ্ঞানী। 
91. কয়েকজন আচরণ বিজ্ঞানী হলেন ➜ ডারউইন, জেন গুডাল, কনরাড লরেঞ্জ, সালিম আলী গোপাল চন্দ্র ভট্টাচার্য। 
92. ফুসফুসের স্বাভাবিক রং ➜ কালচে গোলাপী. 
93. কয়লা ও পেট্রোলিয়ামে মজুদ শক্তির উৎস ➜ সূর্য। 
94. সব শক্তি শেষ পর্যন্ত রূপান্তরিত হয় ➜ তাপ শক্তিতে। 
95. খাদ্যশৃংখলে সবুজ উদ্ভিদ হল ➜ উৎপাদক। 
96. খাদ্যশৃংখলে অনুজীবেরা হল ➜ বিয়োজক। 
97. কয়েকটি খাদ্যশৃংখল মিলে গঠিত হয় ➜ খাদ্যজাল। 
98. খাদ্য পিরামিডের এক একটি ধাপকে বলে ➜ পুস্টিস্তর বা ট্রাফিক লেভেল। 
99. পুস্টিস্তর বা ট্রাফিক লেভেল থেকে অন্যস্তরে কত শতাংশ শক্তি প্রবাহিত হয় ➜ ১০ শতাংশ। (রেমন্ড লিডাম্যানের সূত্র অনুসারে)। 
100. অনবীকরণযোগ্য শক্তির উৎস হল ➜ কয়লা, পেট্রোলিয়াম, প্রাকৃতিক গ্যাস। 

 Download the PDF 👉 Click Here

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.