WB Primary Teacher Interview Questions and Answers PDF

Primary Interview এর উপযোগী প্রশ্ন-উত্তর নিয়ে সাজানো হল আজকের এই পর্ব। যারা Interview দিচ্ছ দেরী না করে Pdf টা Download করে নাও।
ইন্টারভিউ বোর্ডে ধরা সাধারণ কিছু প্রশ্ন - উত্তর 

1, স্কুলে শিক্ষক দিবস বা বিভিন্ন দিবস পালনের গুরুত্ব কি? 
👉 [এক] ছাত্রছাত্রীদের ওই বিশেষ দিনটি সম্পর্কে জ্ঞান বৃদ্ধি করা হয়। 
[দুই] বিভিন্ন মনিষী ও দেশ ইত্যাদির প্রতি তাদের ভালোবাসা বৃদ্ধি হয়। 
[তিন] ছাত্রদের সংস্কৃতি মনস্ক করে তোলা যায়। 
[চার] একসঙ্গে দিবস পালনের মাধ্যমে সামাজিক বন্ধন সুদৃঢ় হয় এবং 
[পাঁচ] শিক্ষক ছাত্র সম্পর্ক সহজ সরল ও সুনিবিড় হয়। 

2, আন্তর্জাতিক শিক্ষক দিবস কবে পালিত হয়?  
👉  5 October 

3, স্কুলে প্রথম দিন গিয়ে আপনার ভুমিকা কি রকম হবে? 
👉  স্কুলে প্রথম দিন আমি ছাত্রদের সাথে অবশ্যই ভাব করে নেবো এবং তার জন্য তাদের সাথে সহজ সরলভাবে মিশব এবং তারপর তাদের পাঠের দিকে এগিয়ে যাবো। 

4, কোন ছাত্র আপনার সঙ্গে খারাপ ব্যবহার করলে আপনার ভুমিকা কি রকম হবে? 
👉  আমি অবশ্যই ক্ষমাসুন্দর দৃষ্টিতে বিষয় টা নেবো, তবে এটা মোটেও প্রশয় দেবো না। তাকে গল্পের ছলে বা অন্য কোন উদাহরণ দিয়ে বুঝিয়ে দেবো যে, কারোর সাথে খারাপ ব্যবহার করা উচিৎ নয়। 

5,  কোন ছাত্র-ছাত্রী হঠাৎ অসুস্থ হয়ে পড়লে আপনার ভুমিকা কি রকম হবে? 
👉 আমার প্রথম কাজ হবে তাঁর প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করানো এবং অসুস্থতার কারণ দেখা সে স্কুলের মধ্যে কোন কারনে অসুস্থ হয়েছে না অন্য কারনে অসুস্থ। যদি সিরিয়াস কিছু হয় তাহলে হেড স্যার কে জানানো, যাতে তিনি পরবর্তী পদক্ষেপ নিতে পারেন। 

6, কোন ক্লাসে ছাত্রদের মনোযোগ আকর্ষনে আপনি ব্যার্থ হলেন বা ক্লাসে ছাত্ররা আপনার কথা শুনছে না অমনোযোগী হয়ে হট্টগোল করছে, এক্ষেত্রে আপনি কি ব্যবস্থা নেবেন? 
👉 স্যার, প্রথমেই আমি ছাত্ররা আমার কথা শুনছে না তার কারণ খুঁজে বের করব এবং সেই মত ব্যবস্থা নেব। প্রয়োজনে আমি পাঠদানের ধরন বদলাব। ছাত্রদের কোন Activity Based কার্যকলাপ দেবার কথা ভাবব, যাতে তারা সেইসব কাজে যুক্ত হয়ে মন দিয়ে সেইসব কাজ করতে পারে। এভাবে আমি তাদের পঠন পাঠনে আগ্রহের সৃষ্টি করব।   

7, কোন ছাত্র আপনার দেওয়া পাঠ না বুঝতে পারলে কি করবেন? 
👉 আমি প্রথমেই তাদের পাঠ না বুঝতে পারার কারণ খুঁজে দেখব। যদি আমার দিক থেকে কোন ঘাটতি থাকে তা পূরন করার চেষ্টা করব এবং তাদের ঘাটতি পূরণ করার জন্য রেমিডিয়াল ক্লাসের ব্যবস্থা করব। 
8, দুর্বল বা পিছিয়ে পড়া ছাত্রদের প্রতি আপনার ভুমিকা কি রকম হবে? 
👉 দুর্বল বা পিছিয়ে পড়া ছাত্রদের আমি প্রথমেই তাদের পিছিয়ে পড়ার কারণ খুঁজে দেখব। যদি আমার দিক থেকে কোন ঘাটতি থাকে তা পূরন করার চেষ্টা করব এবং তাদের ঘাটতি পূরণ করার জন্য রেমিডিয়াল ক্লাসের ব্যবস্থা করব।  

9, বর্তমানে প্রাইভেট স্কুলের চারদিকে ব্যাঙের ছাতার মতো গজিয়ে ওঠার কারণ কি? 
👉  নজরকারা বিজ্ঞাপন ও জনগণের ভ্রান্ত ধারণা হলো বর্তমানে বেসরকারি স্কুলের রমরমা হওয়ার প্রধান দুই কারণ।  

10, বর্তমানে স্কুলের ছাত্র-ছাত্রীদের কি কি পরিসেবা দেয়া হয়? 
👉  সম্পূর্ণ বিনামূল্যে বই, খাতা, পোশাক, জুতো, মিড ডে মিল, আয়রন ট্যাবলেট এবং বিভিন্ন রকম ভাতা [ যেমন -শিক্ষাশ্রী ঐকশ্রী কন্যাশ্রী সবুজ সাথী] ইত্যাদি দেওয়া হয়।  
Note – কন্যাশ্রী, সবুজ সাথী এগুলো উচ্চ বিদ্যালয় দেয়া হয়। 

11, Book Day কবে পালিত হয়?  
👉  প্রতি বছর ২ জানুয়ারি। ওই দিন স্টুডেন্টদের বই বিতরণ করা হয়।  

12, বাংলার শিক্ষা পোর্টাল সম্পর্কে কি জানেন বলুন?    
👉 স্কুলের যাবতীয় তথ্য, ছাত্র-শিক্ষকদের তথ্য এবং স্কুল ছুট নজরদারি করার জন্য শিক্ষা দপ্তরের ওয়েবসাইট হলো বাংলা শিক্ষা পোর্টাল।  

13, কিচেন গার্ডেন কি? 
👉  শিক্ষক-শিক্ষিকা ও ছাত্রছাত্রীদের প্রত্যক্ষ ও পরোক্ষ সহযোগীতায় স্কুল প্রাঙ্গনে সবজি বাগান নির্মাণ করা হয়। এখানে বিভিন্ন শাকসবজি চাষ করা হয়। যেগুলো মিড ডে মিল এর ব্যবহার করা হয় এবং ছাত্র-ছাত্রীদের গাছপালা শাকসবজি সম্পর্কে পরিচয় করানো হয়।  

14, কয়েকজন আদর্শ শিক্ষা বিদের নাম করুন।   
👉 রবীন্দ্রনাথ ঠাকুর, মহাত্মা গান্ধী, সর্বপল্লি রাধাকৃষ্ণান, মৌলানা আবুল কালাম আজাদ প্রমুখ। 

15, শিশু সংসদ কি? 
👉  দেশের গনতান্ত্রিক পরিকাঠামো ও সংসদীয় ব্যবস্থা সম্পর্কে শিশুদের ধারনা দেবার জন্য বিদ্যালয়ে একটি করে নকল সংসদ গঠন করা হয়, এতে ৫ জন মন্ত্রী থাকে [প্রধান মন্ত্রী, শিক্ষা মন্ত্রী, স্বাস্থ্য মন্ত্রী, পরিবেশ মন্ত্রী এবং স্বরাস্ট্র মন্ত্রী] একে শিশু সংসদ বলে।  

প্রাথমিক স্কুলের বই 

প্রাক-প্রাথমিক শ্রেণী – মজারু, কুটুম কাটাম এবং বিহান। 

পশ্চিমবঙ্গের বিদ্যালয়ে ২০১৩ সাল থেকে প্রাক প্রাথমিক শ্রেণী শুরু হয়। এই শ্রেণীটি পাঁচ থেকে ছয় বছর শিশুদের বুনিয়াদি শিক্ষার প্রথম সোপান বলা চলে। প্রাক প্রাথমিকে সক্রিয়তা ভিত্তিক শিক্ষা [Activity Based Learning ] যেমন – খেলা, গান, নাচ, আবৃত্তি, আঁকা, কাজ হাতের কাজ ইত্যাদির মাধ্যমে শিক্ষা দেওয়ার কথা বলা হয়েছে। 

মজারু - বইটি চালু করা হয়েছে বইটি বাংলার শিশু শিক্ষার স্মরণীয় প্রথিকৃত মদনমোহন তর্কালঙ্কারের দ্বিশত জন্মশতবর্ষে।বইটিতে শিশুদের বিভিন্ন ছবির মাধ্যমে শিখনের নানা দিক নির্দেশ করা হয়েছে। যেমন – ছবির মাধ্যমে ছোট গল্প, ধাঁধা, শিশুর চারপাশের পরিবেশ, পশু-পাখি, গাছপালা, ফুল-ফল, দিনরাত, সংখ্যার ধারণা, জীব ও জড়, মিল-অমিল, ছোট-বড়, মানব দেহের বিভিন্ন অঙ্গ-প্রত্যঙ্গ, জ্যামিতিক আকার ইত্যাদি ধারণা দেয়া হয়েছে।  

কুটুম কাটাম - বইটি প্রাক-প্রাথমিক শ্রেণীর একটি কর্মপত্র এখানে শিশুদের হাতের লেখা আকাশ শেখানোর জন্য বিভিন্ন বিন্দুর সাহায্যে সরলরেখা বক্ররেখা জ্যামিতিক চিত্র ছবি সংখ্যা ইত্যাদি শেখানোর ব্যবস্থা করা হয়েছে।  

বিহান - শব্দের অর্থ ভোরবেলা, প্রাক-প্রাথমিক শ্রেণীর শিশুদের আনন্দময় ও কর্মভিত্তিক শিক্ষাকে সুনিশ্চিত করার জন্য এই বিহান বইটি চালু করা হয়েছে।   

প্রথম শ্রেণী - সহজ পাঠ [প্রথম খন্ড], আমার বই [ তিন খন্ড ], স্বাস্থ্য ও শারীর শিক্ষা এবং জগৎবাড়ি। 

দ্বিতীয় শ্রেণি - সহজ পাঠ [দ্বিতীয় খন্ড], আমার বই [ তিন খন্ড ], স্বাস্থ্য ও শারীর শিক্ষা এবং জগৎবাড়ি। 
 সহজ পাঠ - রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা এবং এর ছবি গুলি একেছে নন্দলাল বসু।  

তৃতীয় শ্রেণি – পাতাবাহার, ভাষা পাঠ, বাটারফ্লাই, উইংস, আমার গণিত, আমাদের পরিবেশ স্বাস্থ্য ও শারীরশিক্ষা এবং জগৎ বাড়ি। 

চতুর্থ শ্রেণি - পাতাবাহার, ভাষা পাঠ, বাটারফ্লাই, উইংস, আমার গণিত, আমাদের পরিবেশ স্বাস্থ্য ও শারীরশিক্ষা এবং জগৎ বাড়ি। 

পঞ্চম শ্রেণি - পাতাবাহার, ভাষা পাঠ, বাটারফ্লাই, উইংস, আমার গণিত, আমাদের পরিবেশ স্বাস্থ্য ও শারীরশিক্ষা এবং জগৎ বাড়ি।  

জগৎ বাড়ি - বইটির সম্পর্কে কিছু কথা - জগৎবাড়ি বই টা প্রথম শ্রেণী থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত চালু আছে। এই বইটিতে শিশুর চারপাশের জগৎ এবং জীবনকে সুচারুভাবে চিনে নিতে পারে ও নিরাপদ সুস্থ সুন্দর ভাবে গড়ে তুলতে পারে তার জন্য সুন্দর সুন্দর ছবির ব্যবহার করে নান উপদেশ দেওয়া হয়েছে। এছাড়া শিশুরা যাতে আগামীদিনে সুনাগরিক হয়ে ওঠে তাঁর জন্য একেবারে বুনিয়াদি স্তর থেকে সামাজিক কর্তব্য এবং মূল্যবোধ জাগানোর চেষ্টা করা হয়েছে।

Download the Pdf 👉 Click Here



Tags

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.