পরিবেশ বিদ্যা প্রশ্ন উত্তর যা প্রাইমারি টেট সহ বিভিন্ন রকম প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য উপযোগী।
পর্ব - 04
উত্তর : রাশিয়ায়।
2. বন্যা নিয়ন্ত্রণের সবচেয়ে ভালো উপায় কী?
উত্তর : বনসৃজন।
3. ভূমিক্ষয়, বন্যা, খরা প্রভৃতির প্রতিরোধের প্রধান উপায় কী?
উত্তর : বনসৃজন।
4. অগ্নিনির্বাপক যন্ত্রে যে গ্যাস ব্যবহার করা হয় তার নাম কী ?
উত্তর : কার্বন ডাই অক্সাইড।
5. বায়ুর তেজস্ক্রিয় বায়ুদূষকের নাম কী?
উত্তর : স্ট্রনসিয়াম ও সিজিয়াম।
6. মৃত্তিকা দূষণের ভয়ংকরতম সমস্যার উৎস কী?
উত্তর : প্লাস্টিক বস্তু
7. একটি প্রোটোজোয়া ঘটিত রোগের নাম বল?
উত্তর : আমাশয়
8. পাখির দ্বারা বিস্তার লাভ করে কোন রোগ?
উত্তর : অরনিথোসিস।
9. কুকুরের কামড় দ্বারা সংক্রামিত ভাইরাসের নাম
উত্তর : রেবিস ভাইরাস।
10. বিজিনোসিস রোগ দেখা যায় কী ধরনের শ্রমিকদের ?
উত্তর : বস্ত্র শিল্পের শ্রমিকদের।
11. মানবদেহে ক্যাডমিয়ামজনিত রোগের সৃষ্টি হয় প্রধানত কীসের জন্য?
উত্তর : ধূমপান করলে।
12. ব্ল্যাকফুট ডিজিজ কীসের প্রভাবে হয়?
উত্তর : আর্সেনিকের প্রভাবে।
13. পরিবেশের ওপর রিও ডি জেনিরো সম্মেলন কবে অনুষ্ঠিত হয়?
উত্তর : ১৯৯২ সালে।
14. কেন্দ্রীয়স্তরে পরিবেশ দূষণ রোধে গঠিত বোর্ডের নাম কী?
উত্তর : সেন্ট্রাল পলিউশন কনট্রোল বোর্ড।
15. ভারতের পরিবেশ সুরক্ষা আন্দোলনের অন্যতম একজন কর্ণধারের নাম বল?
উত্তর : সুন্দরলাল বহুগুনা।
16. চিপকো আন্দোলনের ন্যায় কর্ণাটক যে আন্দোলন তৈরি হয় তার নাম কী?
উত্তর : অপিক্কো।
17. সর্বশেষ বসুন্ধরা সম্মেলন কোথায় হয়েছিল?
উত্তর : ব্রাজিলে।
18. নর্মদা ভ্যালি প্রোজেক্টের বিরুদ্ধে যে নেত্রী আন্দোলন গড়ে তোলেন তার নাম কী?
উত্তর : মেধা পাটকর।
19. বনভূমির বাস্তুতন্ত্রে উৎপাদক-এর ভূমিকা পালন করে কারা?
উত্তর : সবুজ উদ্ভিদরা।
20. মৃত্তিকা দূষণের 90 শতাংশ কীসের থেকে হয়?
উত্তর : কঠিন বর্জ্য পদার্থ থেকে।
21. মৃত্তিকা দ্বারা ছত্রাকঘটিত প্রধানত যে রোগ ছড়ায় তার নাম কী?
উত্তর : ক্রোমোমাইকোসিস।
22. মৃত্তিকাকে সংক্রমিত করে এমন তেজষ্ক্রিয় পদার্থ কোনটি?
উত্তর : স্ট্রনসিয়াম-90 এবং রেডিয়াম-106।
23. প্রধান গ্রিন হাউস গ্যাসের নাম কী?
উত্তর : কার্বন ডাই -অক্সাইড (CO2 )
24. বায়ুমণ্ডলে ওজোনস্তর সৃষ্টি হয় কীসের দ্বারা?
উত্তর : অক্সিজেন দ্বারা।
25. বায়ুতে বর্তমান সবচেয়ে বেশি পরিমাণ গ্যাসের নাম কী?
উত্তর : নাইট্রোজেন।
26. বায়ুদূষণ দূর করা যায় কোন যন্ত্রে?
উত্তর : সাইক্লোন সেপারেটর যন্ত্রে।
27. ওজোন স্তরের ক্ষয়ের জন্য দোষী প্রধান গ্যাসের নাম কী?
উত্তর : CFC
28. ভারতের অর্থনৈতিক দূরবস্থা ও পরিবেশ দূষণের মূল কারণ কী?
উত্তর : জনবিস্ফোরণ।
29. পশ্চিমবঙ্গে ম্যানগ্রোভ জাতীয় বন কোথায় দেখা যায়?
উত্তর : পশ্চিমবঙ্গের সুন্দরবনে।
30. ভারতবর্ষে দিনের বেলায় শব্দের গ্রহণযোগ্য মাত্রা কত?
উত্তর : ৬৫ ডেসিবেল।
31. সরলবর্গীয় বৃদ্ধ বনের অপর নাম কী?
উত্তর : তৈগা।
32. বন সংরক্ষণ আইন কবে প্রণীত হয়?
উত্তর : ১৯৮০ সালে।
33. নেকটন প্রাণী কাদের বলা হয়?
উত্তর : নিজেদের গমন অঙ্গের সাহায্যে যে দিকে ইচ্ছা গমন করতে পারে যারা।
34. প্রাথমিক খাদক কাকে বলে?
উত্তর : যারা উদ্ভিদ বা উদ্ভিদজাত বস্তু খেয়ে জীবনধারণ করে।
35.জীবদেহে শক্তি উৎপাদনের জন্য প্রয়োজনীয় প্রধান গ্যাস কোনটি?
উত্তর : অক্সিজেন।
36. নগ্ন জিন কাকে বলা হয় ?
উত্তর : নিউক্লিক অ্যাসিডকে।
37. আদিম কোষের সৃষ্টি কোথায় হয়েছিল?
উত্তর : সমুদ্রের জলে।
38. মনুষ্য সৃষ্টি পরিবেশ বিপর্যয়ের একটি উদাহরণ দাও।
উত্তর : পারমাণবিক বিস্ফোরণ।
39. মনুষ্যকৃত জৈব বিপর্যয় কোন্টি?
উত্তর : ইউট্রফিকেশন।
40. ভারতের কোন্ রাজ্যগুলিতে বন্যার পরিমাণ সবচেয়ে বেশি?
উত্তর : বিহার ও উত্তরপ্রদেশ।
41. ভারতে কীটনাশক অ্যাক্ট চালু হয় কবে?
উত্তর : ১৯৬৮ সালে।
42. আমাদের দেশে প্রথম কৃষি বিষ কোন্টি?
উত্তর : BHC
43. ভূপালের গ্যাস দূর্ঘটনা কৰে ঘটে?
উত্তর : ১৯৮৪ খ্রিস্টাব্দে।
44. ভূপালের গ্যাস দুর্ঘটনায় নির্গত গ্যাসের নাম কী ?
উত্তর: MIC
45.আনুমানিক কত বছর আগে পৃথিবীতে জীবনের উৎপত্তি হয়েছিল?
উত্তর : ৩৫০ কোটি বছর পূর্বে।
46. পৃথিবীতে প্রাণের সন্ধান প্রথম পাওয়া যায় কোথায়?
উত্তর : জল মণ্ডলে।
47. মনুষ্য নির্মিত পরিবেশের নাম কী?
উত্তর : টেকনোস্ফিয়ার।
48. জলের সবচেয়ে বেশি ব্যবহার হয় কীসে?
উত্তর : তাপবিদ্যুৎ প্রকল্পে।
49. মানুষের বিজ্ঞান সম্মত নাম কী?
উত্তর : হোমোসেপিয়েন্স।
50. অরণ্য নিধনের ফলে যে সকল প্রাকৃতিক সমস্যার সৃষ্টি হয় তাদের মধ্যে প্রধান কোনটি?
উত্তর : বন্যা।
51. পৰ্বত অঞ্চলে প্রধান পরিবেশ বিপর্যয় কী?
উত্তর : ভূমি স্খলন।
52. জনসংখ্যা তত্ত্বের প্রবক্তা কে?
উত্তর : ম্যালথাস।
53. কলেরা কী ঘটিত রোগ ?
উত্তর : ব্যাকটেরিয়া।
54. অতি বেগুনি রশ্মি জীবদেহের কীসে ক্ষতি করে?
উত্তর : ত্বকের ক্যানসার সৃষ্টি করে।
55. জলাভূমিতে শৈবাল পচে যে বিষ নির্গত হয় তার নাম কী?
উত্তর : স্ট্রিকনিন।
56. জলের ঘনত্ব সবচেয়ে বেশি দেখা যায় কোন্ তাপমাত্রায়?
উত্তর : 4°C তাপমাত্রায়।
57. মশা নিধনে যে ব্যাকটেরিয়া প্রয়োগ করা হয় তার নাম কী.?
উত্তর : ব্যাসিলাস থুরিনজিয়েন্সিস।
58. AIDS-এর পুরো নাম কী?
উত্তর : অ্যাকোয়ার্ড ইম্যিউনো ডেফিসিয়েন্সি সিনড্রোম।
59. তেজস্ক্রিয়তা প্রথম আবিষ্কার করেন কে?
উত্তর : হেনরি ব্যাকারেল।
60. রেডিয়াম কে আবিষ্কার করেন?
উত্তর : মেরি কুরি ও তাঁর স্বামী পিয়েরে কুরি।
61. বায়ুতে যে তেজস্ক্রিয় মৌল পাওয়া যায় তার নাম কী?
উত্তর : থোরেন।
62. পারমাণবিক পরীক্ষা করার আন্তর্জাতিক চুক্তির নাম কী?
উত্তর : কমপ্রিহেনসিভ নিউক্লিয়ার টেস্ট ব্যান ট্রিটি।
63. শব্দ দূষণের একককে কী বলে?
উত্তর : ডেসিবেল।
64. শব্দের মাত্রা কত ডেসিবেলের বেশি হলে আমাদের শরীরবৃত্তীয় ক্ষতি শুরু হয়?
উত্তর : ৮৫ ডেসিবেলের বেশি।
65. কঠিন বর্জ্য পদার্থের মধ্যে পরিবেশ দূষণের সবচেয়ে মারাত্মক পদার্থ কী?
উত্তর : প্লাস্টিক।
66. আমাদের শক্তির চাহিদার বেশিরভাগটাই আসে কোথা থেকে?
উত্তর : জীবাশ্ম জ্বালানি থেকে।
67. বায়োগ্যাসের অপর নাম কী?
উত্তর : গোবর গ্যাস।
68. জীবাশ্ম জ্বালানি হিসেবে বেশি ব্যবহার হয় কোন্ পদার্থ?
উত্তর : কয়লা।
69. তামাক পাতায় উপস্থিত ক্ষতিকর ধাতুর নাম কী?
উত্তর : ক্যাডমিয়াম।
70. ক্যাডমিয়াম দ্বারা সৃষ্ট রোগের নাম কী?
উত্তর : ইটাই ইটাই।
71. যে ধাতু কিডনির ক্ষতি করে তাকে কী বলে?
উত্তর : নেফ্রোটক্সিক ধাতু।
72. বিষাক্ত ধাতু আমাদের শরীর থেকে নিষ্কাশিত হয় প্রধানত কীসের মাধ্যমে?
উত্তর : কিডনির মাধ্যমে।
73. পারদের প্রধান আকরিকের নাম কী?
উত্তর : সিনাবার (HgS)।
74. কত কম্পাঙ্কের শব্দ আমরা শুনতে পাই?
উত্তর : ২০ থেকে ২০,০০০ হার্জের নীচে।
75. দিনের চেয়ে রাতের সময় শব্দ বেশি জোরে শোনা যাওয়ার কারণ কী?
উত্তর : দিনের বেলা বায়ু উত্তপ্ত থাকার ফলে বায়ুর ঘনত্ব রাতের ঘনত্ব থেকে কম থাকে বলে।
76. সাইরেনের শব্দমাত্রা কত?
উত্তর : ১৪০ ডেসিবেল।
77. বিষাক্ত সাপ কামড়ালে কী ব্যবহার করতে হয়?
উত্তর : অ্যান্টিভেনম সিরাম।
78. কবে আন্তর্জাতিক পরিবেশ দিবস পালিত হয়?
উত্তর : ৫ জুন।
79. জলদূষণ প্রতিরোধ আইন কবে প্রণয়ন হয়?
উত্তর : ১৯৭৪ সালে।
80. পরিবেশ সুরক্ষা আইন কবে প্রণয়ন হয়?
উত্তর : ১৯৮৬ সালে।
81. DDT-র কার্যকারিতার সময়সীমা কত দিন?
উত্তর : ১০ বছর পর্যন্ত।
82. যখন কোনো রোগ দ্রুতহারে ছড়িয়ে পড়ে ও প্রচুর মানুষের মৃত্যু ঘটায় তখন তাকে কী বলে?
উত্তর : মহামারি।
83. যে রোগে মানুষের রোগ প্রতিরোধ ক্ষমতা ধ্বংসপ্রাপ্ত হয় তার নাম কী?
উত্তর : এইড্স।
84. ফাইলেরিয়া একটি কী ঘটিত রোগ?
উত্তর : কৃমি ঘটিত।
85. সীসা দূষণের মূল উৎসগুলি কী কী?
উত্তর : ব্যাটারি, যানবাহন ও কীটনাশক দ্রব্যাদি।
Target - পরিবেশ বিদ্যা from Exam-Guide |
---|
Target প্রাইমারি টেট পরবিবেশ বিজ্ঞানবিগত দিনের প্রশ্ন এবং প্রাইমারী টেট এ সফলদের অভিজ্ঞতা থেকে একটা জিনিস পরিস্কার টেট এর পরিবেশ বিদ্যায় ভালো স্কোর করতে হলে তৃতীয় শ্রেণী থেকে অস্টম শ্রেণী পর্যন্ত সকল পরিবেশ বিদ্যার বই খুঁটিয়ে পড়া একান্ত জরুরী। এই বিষয়টি মাথায় রেখে এই নোটসে যুক্ত করা হয়েছে ... 👉 New Tet Syllabus অনুসারে পরিবেশ বিদ্যা এবং Pedagogy এর ওপর অসংখ্য নোটস। 👉 তৃতীয় থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত পরিবেশ বিদ্যা। 👉 টেট সিলেবাস অনুসারে নবম ও দশম শ্রেণীর পরিবেশ বিদ্যা। 👉 টেট সিলেবাস অনুসারে ষস্ট থেকে দশম শ্রেণীর পর্যন্ত ভূগোল। 👉 A4 সাইজ, কম্পিউটার টাইপিং করা। 👉 বড় ফন্ট এ লেখা, সহজে পড়ার জন্য। 👉 Easy pdf format এবং One liner এ লেখা। 👉 Up to dates বহু তথ্য সংকলিত 130 এর বেশি Pages 👉 মূল্য মাত্র 60/- 👉 এই PDF টি নিতে যারা আগ্রহী হলে এখনই যোগাযোগ করুন 👉 Whats App |
Please do not enter any spam link in the comment box