বিষয় - সাধারণ ভূগোল
পর্ব - 02
👉 ঘড়ির কাঁটার দিকে পাক খায় শুক্র ও ইউরেনাস।
২, পৃথিবীর সবথেকে কাছের গ্রহের নাম কি?
👉পৃথিবীর সবথেকে কাছের গ্রহ হল শুক্র।
৩, সৌরজগতের উষ্ণতম গ্রহের নাম কি?
👉 সৌরজগতের উষ্ণতম গ্রহ হল শুক্র।
৪, শুক্র গ্রহের উষ্ণতা কত?
👉 শুক্র গ্রহের উষ্ণতা 465 ডিগ্রী সেলসিয়াস।
৫, শুক্র গ্রহের উষ্ণতা এত বেশি কি জন্য?
👉 প্রচুর পরিমানে কার্বন ডাই অক্সাইড থাকার জন্য শুক্র গ্রহের উষ্ণতা এত বেশি।
৬, নীল গ্রহ কাকে বলে?
👉 নীল গ্রহ বলে পৃথিবীকে।
৭, পৃথিবীকে নীল গ্রহ বলে কেন?
👉 জলের পরিমান বেশি থাকার জন্য মহাকাশ থেকে নীল রং এর দেখায় বলে।
৮, পৃথিবীর আবর্তন গতির সময় কাল কত?
👉 পৃথিবীর আবর্তন গতির সময় কাল 23 ঘণ্টা 56 মিনিট 04 সেকেন্ড।
৯, পৃথিবীর পরিক্রমণ গতির সময় কাল কত?
👉 পৃথিবীর পরিক্রমণ গতির সময় কাল 365 দিন 05 ঘণ্টা 48 মিনিট 46 সেকেন্ড।
১০, লাল গ্রহ কাকে বলে?
👉 লাল গ্রহ বলে মঙ্গলকে।
১১, মঙ্গলকে লাল গ্রহ বলে কেন?
👉 মঙ্গলের মাটিতে প্রচুর পরিমানে লোহা থাকার জন্য একে দেখতে লাল রং এর লাগে, তাই একে লাল গ্রহ বলে।
১২, কোন গ্রহের অভিকর্ষ বল সবথেকে বেশি?
👉 বৃহস্পতির অভিকর্ষ বল সবথেকে বেশি।
১৩, গ্রহগুরু কাকে বলে?
👉 বৃহস্পতিকে গ্রহগুরু বলে।
১৪, কোন গ্রহের ঘনত্ব জলের থেকেও কম?
👉 শনির ঘনত্ব জলের থেকেও কম।
১৫, শনি গ্রহের কয়টি বলয় আছে?
👉 শনি গ্রহের 7 টি বলয় আছে।
১৬, শনির বলয় গুলি কি দিয়ে গঠিত?
👉 শনির বলয় গুলি ধূলিকণা, বরফ ও পাথরের টুকোরো দিয়ে গঠিত।
১৭, সৌরজগতের শীতলতম গ্রহের নাম কি?
👉 সৌরজগতের শীতলতম গ্রহের নাম হল ইউরেনাস (-216 ডিগ্রী)।
১৮, ইউরেনাস গ্রহের রং কেমন?
👉 ইউরেনাস গ্রহের রং সবুজ।
১৯, ইউরেনাস গ্রহের রং সবুজ কেন?
👉 প্রচুর পরিমানে মিথেন গ্যাস থাকার জন্য ইউরেনাস গ্রহের রং সবুজ।
২০, পৃথিবী ছাড়া আর কোন গ্রহের রং নীল?
👉 পৃথিবী ছাড়া নেপচুন গ্রহের রং নীল।
২১, নেপচুন গ্রহের রং নীল কেন?
👉 হিলিয়াম ও মিথেন গ্যাস থাকার জন্য নেপচুন গ্রহের রং নীল।
২২, বামন গ্রহ কাকে বলে?
👉 বামন গ্রহ বলা হয় প্লুটো কে।
২৩, প্লুটো কে কত সালে বামন গ্রহের আখ্যা দেওয়া হয়?
👉 2006 সালে প্লুটো কে কত সালে বামন গ্রহের আখ্যা দেওয়া হয়।
২৪, বামন গ্রহের একটি বৈশিষ্ট্য উল্লেখ কর।
👉 আকার ছোট হওয়ার জন্য নিজের কক্ষপথে কোন মহাজাগতিক বস্তু এলে বামন গ্রহরা তা সরিয়ে দিতে পারেনা।
২৫, চাঁদ ও প্লুটোর মধ্যে কার আকার বড়?
👉 চাঁদের আকার প্লুটোর থেকে বড়।
২৬, পৃথিবী থেকে চাঁদের দূরত্ব কত?
👉 পৃথিবী থেকে চাঁদের দূরত্ব 3 লক্ষ 84 হাজার কিমি।
২৭, পৃথিবীর আয়াতনের কত ভাগ চাঁদের আয়াতন?
👉 পৃথিবীর আয়াতনের চার ভাগের এক ভাগ (১/৪) ভাগ চাঁদের আয়াতন।
২৮, পৃথিবীর অভিকর্ষের কত ভাগ চাঁদের অভিকর্ষ?
👉 পৃথিবীর অভিকর্ষের ছয় ভাগের এক ভাগ (১/৬) ভাগ চাঁদের অভিকর্ষ।
২৯, চাঁদের পরিক্রমণ গতির সময় কাল কত?
👉 চাঁদের পরিক্রমণ গতির সময় কাল 27 দিন 8 ঘন্টা।
৩০, পৃথিবী থেকে সর্বদা চাঁদের একটি দিকই দেখা যায় কেন?
👉 চাঁদ তার আবর্তন ও পরিক্রমণ গতি শেষ করে প্রায় একই সময়ে (27 দিন 8 ঘন্টা) – তাই পৃথিবী থেকে সর্বদা চাঁদের একটি দিকই দেখা যায়।
৩১, চন্দ্রকলা কাকে বলে?
👉 অমাবস্যা থেকে পূর্ণিমা আবার পূর্ণিমা থেকে অমাবস্যায় চাঁদের আলোকিত অংশের বাড়া কমাকে চন্দ্রকলা বলে।
৩২, চান্দ্রমাস কাকে বলে?
👉 এক পূর্ণিমা থেকে আর পূর্ণিমা পর্যন্ত সময় কালকে বলে চান্দ্রমাস বলে।
৩৩, উপগ্রহ কাকে বলে?
👉 যে সব জ্যোতিস্ক নিজের আলো ও উত্তাপ নেই, গ্রহের আকর্ষণে তাদের চারিদিকে ঘোরে সেই সব জ্যোতিস্ককে উপগ্রহ বলে।
৩৪, পৃথিবীর একমাত্র উপগ্রহের নাম কি?
👉 পৃথিবীর একমাত্র উপগ্রহের নাম হল চাঁদ।
৩৫, মঙ্গলের দুটি উপগ্রহের নাম কর।
👉 মঙ্গলের দুটি উপগ্রহের নাম হল ডাইমোস ও ফোবোস।
৩৬, বৃহস্পতির দুটি উপগ্রহের নাম কর।
👉 বৃহস্পতির দুটি উপগ্রহের নাম হল গ্যামিনিড ও ইউরোপা।
৩৭, শনির বৃহত্তম উপগ্রহের নাম কি?
👉 শনির বৃহত্তম উপগ্রহের নাম হল টাইটান।
৩৮, ইউরেনাসের একটি উপগ্রহের নাম কর।
👉 ইউরেনাসের একটি উপগ্রহের নাম হল মিরান্ডা।
৩৯, নেপচুনের একটি উপগ্রহের নাম কর।
👉 নেপচুনের একটি উপগ্রহের নাম হল ট্রাইটান।
৪০, সৌরজগতের বৃহত্তম গ্রহাণুর নাম কি?
👉 সৌরজগতের বৃহত্তম গ্রহাণুর নাম হল সেরেস।
৪১, ঝাঁটার মত লেজ থাকে কোন জ্যোতিস্কের?
👉 ঝাঁটার মত লেজ থাকে ধূমকেতুর।
৪২, হ্যালির ধূমকেতু কত বছর পর পর দেখা যায়?
👉 হ্যালির ধূমকেতু 76 বছর পর পর দেখা যায়।
৪৩, শেষ কত সালে হ্যালির ধূমকেতু দেখা গেছে?
👉 1986 সালে শেষ হ্যালির ধূমকেতু দেখা গেছে।
৪৪, হ্যালির ধূমকেতু আবার কবে দেখা যাবে?
👉 হ্যালির ধূমকেতু আবার 2062 সালে দেখা যাবে।
৪৫, স্পেস স্যুট কি?
👉 মহাকাশে যাবার পোষাককে স্পেস স্যুট বলে। এর মধ্যে হাওয়া ভরা থাকে এবং কোন মহাজাগতিক রশ্মি এর কোন ক্ষতি করতে পারে না।
৪৬, স্পেস সাটল কি?
👉 রকেটে করে মহাকাশে যাওয়া গেলেও রকেটে করে নিরাপদে পৃথিবীতে ফিরে আসার যায় না – এর জন্য যে যান দরকার তা হল স্পেস সাটল বা মহাকাশ বিমান।
৪৭, কৃত্রিম উপগ্রহ কি?
👉 মানুষের তৈরি যে যন্ত্র পৃথিবীর চারিদিকে ঘোরে, আবাহাওয়ার পূর্বাভাস ও নানা মহাকাশ গবেষনার কাজে সহায়তা করে এগুলিকে কৃত্রিম উপগ্রহ বলে।
৪৮, ভারতের তৈরি প্রথম কৃত্রিম উপগ্রহের নাম কি?
👉 ভারতের তৈরি প্রথম কৃত্রিম উপগ্রহের নাম হল আর্যভট্ট।
৪৯, ISRO এর পুরো নাম কি?
👉 Indian Space Research Organization
৫০, NASA এর পুরো নাম কি?
👉 National Aeronautics and Space Administration
Please do not enter any spam link in the comment box