ভূগোল
পর্ব - ০১
১, মহাবিশ্ব কি নিয়ে গঠিত?
👉 কোটি কোটি জ্যোতিস্ক অর্থাৎ গ্রহ, উপগ্রহ, নক্ষত্র, গ্রহানুপুঞ্জ, ধূলিকনা, গ্যাস অবস্থান করছে অসীম শূন্যস্থানে – এই সমস্ত কিছু নিয়েই মহাবিশ্ব গঠিত।
২, নক্ষত্রের জন্ম কি থেকে হয়েছে?
👉 নক্ষত্রের জন্ম নীহারিকা (Nebula) থেকে হয়েছে।
৩, নীহারিকা (Nebula) কাকে বলে?
👉 মহাবিশ্ব সৃস্টি হবার সময় যে অসংখ্য ধূলিকণা ও গ্যাসের মহাজাগতিক মেঘ তৈরি হয় তা হলো নীহারিকা (Nebula)।
৪, জ্যোতির্বিজ্ঞান কাকে বলে?
👉 মহাকাশের কোটি কোটি জ্যোতিস্ক অর্থাৎ গ্রহ, উপগ্রহ, নক্ষত্র, গ্রহানুপুঞ্জ, ধূমকেতু ইত্যাদি সম্পর্কে আলোচনা করা হয় বিজ্ঞানের যে বিভাগে তাকে জ্যোতির্বিজ্ঞান বলে।
৫, ছায়াপথ কি নিয়ে তৈরি হয়?
👉 ছায়াপথ কোটি কোটি নক্ষত্র নিয়ে তৈরি হয়।
৬, আমাদের সৌরজগৎ কোন ছায়াপথে অবস্থিত?
👉 আমাদের সৌরজগৎ আকাশগঙ্গা ছায়াপথে অবস্থিত।
৭, সূর্য আসলে কি?
👉 সূর্য আসলে এক বিশাল নক্ষত্র।
৮, আকাশে কোন রং এর নক্ষত্রের উষ্ণতা কেমন?
👉 লাল রং এর নক্ষত্রের উষ্ণতা সবথেকে কম।
👉 হলুদ রং এর নক্ষত্রের উষ্ণতা তার থেকে একটু বেশি।
👉 নীল রং এর নক্ষত্রের উষ্ণতা হলুদ রং এর নক্ষত্রের উষ্ণতার থেকে বেশি।
👉 সাদা রং এর নক্ষত্রের উষ্ণতা সবথেকে বেশি।
৯, আকাশে কোন রং এর নক্ষত্র সবথেকে বেশি আছে?
👉 আকাশে লাল এর নক্ষত্র সবথেকে বেশি আছে। তবে খালি চোখে এগুলি দেখা যায় না।
১০, খালি চোখে আমরা কোন নক্ষত্র বেশি দেখতে পাই?
👉 খালি চোখে আমরা সাদা নক্ষত্র বেশি দেখতে পাই।
১১, পৃথিবীর সবথেকে কাছের নক্ষত্রের নাম কি?
👉 পৃথিবীর সবথেকে কাছের নক্ষত্রের নাম হল সূর্য।
১২, পৃথিবী থেকে সূর্যের দূরত্ব কত?
👉 পৃথিবী থেকে সূর্যের দূরত্ব 15 কোটি 20 লক্ষ কিমি।
১৩, সূর্য থেকে পৃথিবীতে আলো আসতে কত সময় লাগে?
👉 সূর্য থেকে পৃথিবীতে আলো আসতে সময় লাগে 8 মিনিট 20 সেকেন্ড।
১৪, বায়ুশূন্য স্থানে আলোর গতিবেগ কত?
👉 বায়ুশূন্য স্থানে আলোর গতিবেগ সেকেন্ডে 300,000 কিমি(প্রায়)।
১৫, আলোকবর্ষ (Light Year) কাকে বলে?
👉 সেকেন্ডে 300,000 কিমি বেগে চলে আলো এক বছরে যে দূরত্ব অতিক্রম করে তাকে এক আলোকবর্ষ (Light Year) বলে।
১৫, সূর্য ছাড়া পৃথিবীর সবথেকে কাছের নক্ষত্রের নাম কি?
👉 সূর্য ছাড়া পৃথিবীর সবথেকে কাছের নক্ষত্রের নাম প্রক্সিমা সেনটাউরি।
১৬, পৃথিবী থেকে প্রক্সিমা সেনটাউরির দূরত্ব কত?
👉 পৃথিবী থেকে প্রক্সিমা সেনটাউরির দূরত্ব 41 লক্ষ কোটি কিমি বা 4.2 আলোকবর্ষ (Light Year)।
১৭, নক্ষত্র মন্ডল (Constellation) কাকে বলে?
👉 কাছাকাছি থাকা তারা বা নক্ষত্রগুলিকে কাল্পনিকভাবে যোগ করলে বিভিন্ন আকৃতি তৈরি হয়। এই রকম এক একটা তারার ঝাঁককে নক্ষত্র মন্ডল (Constellation) বলে।
১৮, কয়েকটি নক্ষত্র মন্ডল (Constellation) এর নাম কর।
👉 কয়েকটি নক্ষত্র মন্ডল (Constellation) এর নাম হল কালপুরুষ, বকমন্ডল, সপ্তর্ষিমন্ডল, ক্যাসিওপিয়া ইত্যাদি।
১৯, ক্যাসিওপিয়া নক্ষত্রমন্ডলের আকৃতি কেমন?
👉 ক্যাসিওপিয়া নক্ষত্রমন্ডলের আকৃতি ইংরেজি M বা W এর মত।
২০, আগেকার দিনে নাবিক বা অভিযাত্রীরা কোন তারা দেখে রাতের বেলা দিক ঠিক করত?
👉 আগেকার দিনে নাবিক বা অভিযাত্রীরা ধ্রুবতারা দেখে রাতের বেলা দিক ঠিক করত।
২১, ধ্রুবতারা আকাশের কোন দিকে দেখা যায়?
👉 রাতের আকাশে ধ্রুবতারা সর্বদা উত্তর দিকে দেখা যায়।
২২, রাতের আকাশে তারাগুলো মিটমিট করে কেন?
👉 পৃথিবী থেকে বহুদূরে থাকা তারাগুলোর আলো যখন পৃথিবীর বায়ুস্তর পেরিয়ে আসে তখন কেঁপে যায়। আসলে ওরা স্থির। তাই রাতের আকাশে তারাগুলো মিটমিট করে বলে মনে হয়।
২৩, কত বছর আগে সূর্যের সৃষ্টি হয়েছে?
👉 আজ থেকে প্রায় 460 কোটি (প্রায়) বছর আগে সূর্যের সৃষ্টি হয়েছে।
২৪, সূর্যের উপাদান কি কি?
👉 প্রচুর পরিমানে ধূলিকণা, হাইড্রোজেন ও হিলিয়াম সূর্যের সৃষ্টি হয়েছে।
২৫, সূর্য পৃথিবীর থেকে কত বড়?
👉 সূর্য পৃথিবীর থেকে 13 লক্ষ গুণ বড়।
২৬, সূর্যের সবথেকে কাছের গ্রহের নাম কি?
👉 সূর্যের সবথেকে কাছের গ্রহের নাম হল বুধ।
২৭, সবথেকে বড় গ্রহের নাম কি?
👉 সবথেকে বড় গ্রহের নাম হল বৃহস্পতি।
২৮, পৃথিবীর থেকে বৃহস্পতি কত বড়?
👉 পৃথিবীর থেকে বৃহস্পতি প্রায় 1300 গুণ বড়।
২৯, পৃথিবী সূর্য থেকে কত তম স্থানে আছে?
👉 পৃথিবী সূর্য থেকে তৃতীয় স্থানে আছে।
৩০, সূর্যের বাইরের উষ্ণতা কত?
👉 সূর্যের বাইরের উষ্ণতা 6000 ডিগ্রী সেলসিয়াস।
৩১, সূর্যের ভিতরের উষ্ণতা কত?
👉 সূর্যের ভিতরের উষ্ণতা 1.5 কোটি ডিগ্রী সেলসিয়াস।
৩২, পৃথিবীর থেকে সূর্য কত গুণ ভারী?
👉 পৃথিবীর থেকে সূর্য 3 লক্ষ গুণ ভারী।
৩৩, সূর্যরশ্মির কত ভাগ আমাদের পৃথিবীতে আসে?
👉 সূর্যরশ্মির 200 কোটি ভাগের একভাগ ভাগ মাত্র আমাদের পৃথিবীতে আসে।
৩৪, সূর্যের বাইরের অংশের নাম কি?
👉 সূর্যের বাইরের অংশের নাম করোনা।
৩৫, সৌরঝড় কাকে বলে?
👉 সূর্যের বাইরের অংশে ছোট ছোট বিস্ফোরণ হলে প্রচুর পরিমানে আয়নিত কণা, গ্যাস, রশ্মি চারিদিকে ছড়িয়ে পড়ে – তাকে সৌরঝড় বলে।
৩৬, সৌরঝড় কত বছর পর পর জোরালো হয়?
👉 সৌরঝড় 11 বছর পর পর জোরালো হয়।
৩৭, সৌরঝড়ে পৃথিবীর ওপর কি প্রভাব পড়ে?
👉 সৌরঝড় হলে পৃথিবীর কৃত্রিম উপগ্রহ, যোগাযোগ ব্যবস্থার গোলযোগ দেখা যায়।
৩৮, খালি চোখে সূর্যের দিকে তাকালে কি ক্ষতি হয়?
👉 খালি চোখে সূর্যের দিকে তাকালে চোখের রেটিনা পুড়ে গিয়ে চোখ অন্ধ হয়ে যেতে পারে।
৩৯, সৌরকলঙ্ক কাকে বলে?
👉 সূর্যের গায়ে যেখানে কম উত্তাপ সেখানে কম উজ্জ্বল, কালো দাগের মত দেখায় – এগুলিকে সৌরকলঙ্ক বলে।
৪০, সূর্যের আয়ু কত বছর?
👉 সূর্যের মতো মাঝারি হলুদ নক্ষত্রের আয়ু 1000 কোটি বছর হয়।
৪১, সন্ধ্যাতারা কোন আকাশে দেখা যায়?
👉 সন্ধ্যাতারা সূর্যাস্তের পর পশ্চিম আকাশে দেখা যায়।
৪২, সন্ধ্যাতারা আসলে কি?
👉 সন্ধ্যাতারা আসলে হল শুক্র গ্রহ।
৪৩, সৌর পরিবারের অন্তস্থ (ভিতরের দিকের) গ্রহ কোন গুলি?
👉 সৌর পরিবারের অন্তস্থ (ভিতরের দিকের) গ্রহ হল বুধ, শুক্র, পৃথিবী ও মঙ্গল।
৪৪, সৌর পরিবারের বহিস্থ (বাইরের দিকের) গ্রহ কোন গুলি?
👉 সৌর পরিবারের বহিস্থ (বাইরের দিকের) গ্রহ হল বৃহস্পতি, শনি, ইউরেনাস ও নেপচুন।
৪৫, পৃথিবী কোন দুই গ্রহের মাঝখানে আছে?
👉 পৃথিবী শুক্র ও মঙ্গল গ্রহের মাঝখানে আছে।
৪৬, কোন কোন গ্রহ ঘড়ির কাঁটার দিকে আবর্তন করে?
👉 শুক্র ও ইউরেনাস ঘড়ির কাঁটার দিকে আবর্তন করে।
৪৭, পৃথিবী কোন দিক থেকে কোন দিকে আবর্তন করে?
👉 পৃথিবী পশ্চিম থেকে পূর্ব দিকে আবর্তন করে।
৪৮, পূর্ব থেকে পশ্চিম দিকে আবর্তন করে কোন গ্রহ?
👉 পূর্ব থেকে পশ্চিম দিকে আবর্তন করে শুক্র গ্রহ।
৪৯, ইউরেনাস কোন দিক থেকে কোন দিকে আবর্তন করে?
👉 ইউরেনাস উত্তর থেকে দক্ষিণ দিকে আবর্তন করে।
৫০, সূর্যের সবথেকে কাছের গ্রহের নাম কি?
👉 সূর্যের সবথেকে কাছের গ্রহের নাম বুধ।
Download the Pdf 👉 Click Here
Please do not enter any spam link in the comment box