বিষয় - সাধারণ বিজ্ঞান।
পর্ব - ০১
১, চামড়ার রং কালো হয় কিসের জন্য?
👉 চামড়ার রং কালো হয় মেলানিনের জন্য।
২, শরীরে রোদ লাগলে কোন ভিটামিন তৈরি হয়?
👉 শরীরে রোদ লাগলে কোন ভিটামিন – D তৈরি হয়.
৩, কাকাতুয়ার মাথার ঝুঁটি কি দিয়ে তৈরি?
👉 কাকাতুয়ার মাথার ঝুঁটি চুল দিয়ে তৈরি।
৪, গন্ডারের খড়্গ কি দিয়ে তৈরি?
👉 গন্ডারের খড়্গ চুল দিয়ে তৈরি।
৫, থাবার মধ্যে নখ লুকিয়ে রাখে কোন প্রানী?
👉 থাবার মধ্যে নখ লুকিয়ে রাখে বেড়াল।
৬, লিপ্তপদ দেখা যায় কোন প্রানীর?
👉 লিপ্তপদ দেখা যায় হাঁসের।
৭, সাঁতরাগাছি ঝিল পশ্চিমবঙ্গের কোন জেলায় অবস্থিত?
👉 সাঁতরাগাছি ঝিল পশ্চিমবঙ্গের হাওড়া জেলায় অবস্থিত।
৮, নখ ও চুল কোন প্রোটিন দিয়ে তৈরি?
👉 নখ ও চুল কেরাটিন নামক প্রোটিন দিয়ে তৈরি।
৯, স্টেথোস্কোপ কে আবিস্কার করেন?
👉 স্টেথোস্কোপ আবিস্কার করেন ডাক্তার রেনে লিনেক।
১০, যক্ষ্মার জীবানু প্রধানত কোথায় বাসা বাঁধে?
👉 যক্ষ্মার জীবানু প্রধানত ফুসফুস এবং হাড়ে বাসা বাঁধে।
১১, যক্ষ্মা কোন জীবানু ঘটিত রোগ?
👉 যক্ষ্মা ব্যাকটেরিয়া ঘটিত রোগ।
১২, যক্ষ্মার চিকিৎসার নাম কি?
👉 যক্ষ্মার চিকিৎসার নাম DOTS.
১৩, একটি প্রোটোজোয়া ঘটিত রোগের নাম বল?
👉 একটি প্রোটোজোয়া ঘটিত রোগের নাম হল আমাশয়।
১৪, পচা ডিমের মত গন্ধ কোন গ্যাসের?
👉 পচা ডিমের মত গন্ধ হাইড্রোজেন সালফাইড গ্যাসের।
১৫, অ্যামোনিয়া গ্যাসের গন্ধ কেমন?
👉 অ্যামোনিয়া গ্যাসের গন্ধ ঝাঁঝালো।
১৬, লোহা ছাড়া আর দুটি চৌম্বক পদার্থের নাম কর।
👉 লোহা ছাড়া আর দুটি চৌম্বক পদার্থের নাম হল কোবাল্ট ও টিন।
১৭, খাবার লবণের রাসায়নিক নাম কি?
👉 খাবার লবণের রাসায়নিক নাম হল সোডিয়াম ক্লোরাইড।
১৮, খাবার লবণের সংকেত লেখ।
👉 খাবার লবণের সংকেত হল NaCl
১৯, কোন ধাতুকল্প জল দূষণ ঘটায়?
👉 আর্সেনিক ধাতুকল্প জল দূষণ ঘটায়।
২০, একটি তরল ধাতুর নাম কর।
👉 একটি তরল ধাতুর নাম হল পারদ।
২১, পারদের চিহ্ন কি?
👉 পারদের চিহ্ন হল Hg
২২, অ্যান্টাসিড জাতীয় ওষুধে কোন ধাতু থাকে?
👉 অ্যান্টাসিড জাতীয় ওষুধে অ্যালুমিনিয়াম ধাতু থাকে।
২৩, মানবদেহে সবথেকে কোন মৌল বেশি পরিমানে থাকে?
👉 মানবদেহে সবথেকে যে মৌল বেশি পরিমানে থাকে তা হল অক্সিজেন।
২৪, রক্ত জমাট বাঁধতে কোন ধাতু সাহায্য করে?
👉 রক্ত জমাট বাঁধতে ক্যালসিয়াম ধাতু সাহায্য করে।
২৫, লোহার গলনাঙ্ক কত?
👉 লোহার গলনাঙ্ক 1530 ডিগ্রী সেলসিয়াস।
২৬, সোনার গলনাঙ্ক কত?
👉 সোনার গলনাঙ্ক 1063 ডিগ্রী সেলসিয়াস।
২৭, থার্মোমিটারে কোন ধাতু ব্যবহার করা হয়?
👉 থার্মোমিটারে পারদ ধাতু ব্যবহার করা হয়।
২৮, সর্বপ্রথম অনুর ধারনা দেন কোন বিজ্ঞানী?
👉 সর্বপ্রথম অনুর ধারনা দেন বিজ্ঞানী অ্যামেদিও অ্যাভোগ্রাডো।
২৯, ডালটন কত সালে তাঁর পরমানুর মতবাদ প্রকাশ করেন?
👉 ডালটন 1808 সালে তাঁর পরমানুর মতবাদ প্রকাশ করেন।
৩০, আর্সেনিক ছাড়া আর একটি ধাতুকল্পের নাম কর।
👉 আর্সেনিক ছাড়া আর একটি ধাতুকল্পের নাম হল অ্যান্টিমনি।
৩১,SI পদ্ধতিতে বলের একক কি?
👉 SI পদ্ধতিতে বলের একক হল নিউটন।
৩২, এক কেজি সমান কত নিউটন?
👉 এক কেজি সমান 9.8 নিউটন।
৩৩, সূর্য থেকে কোন পদ্ধতিতে পৃথিবীতে তাপ আসে?
👉 সূর্য থেকে বিকিরণ পদ্ধতিতে পৃথিবীতে তাপ আসে।
৩৪, থার্মোফ্লাক্স কে আবিস্কার করেন?
👉 থার্মোফ্লাক্স আবিস্কার করেন জেমস ডিওয়ার।
৩৫, পেনসিলের সিস তৈরি করা হয় কোন অধাতু দিয়ে?
👉 পেনসিলের সিস তৈরি করা হয় গ্রাফাইট নামক অধাতু দিয়ে।
৩৬, অস্থি সন্ধির ক্ষয় হওয়া রোগের নাম কি?
👉 অস্থি সন্ধির ক্ষয় হওয়া রোগের নাম হল আর্থ্রাইটিস।
৩৭, হাড়ের ঘনত্ব কমে যায় কোন রোগে?
👉 হাড়ের ঘনত্ব কমে যায় অস্টিওপোরেসিস রোগে।
৩৮, পেশির সংকোচন ও প্রসারনে কোন কোন প্রোটিন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে?
👉 পেশির সংকোচন ও প্রসারনে অ্যাকটিন ও মায়োসিন নামক প্রোটিন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
৩৯, মানবদেহে বার্ধক্য বিলম্বিত করে কোন কোন মৌল?
👉 মানবদেহে বার্ধক্য বিলম্বিত করে কপার, জিঙ্ক, ম্যাঙ্গানিজ ও সেলেনিয়াম নামক মৌল।
৪০, কোন হরমোনের অভাবে ডায়াবেটিস রোগ হয়?
👉 ডায়াবেটিস রোগ হয় ইনসুলিন নামক হরমোনের অভাবে।
৪১, ATP এর পুরো নাম কি?
👉 ATP এর পুরো নাম হল অ্যাডিনোসিন ট্রাই ফসফেট।
৪২, সিগারেটের মাধ্যমে কোন দূষিত পদার্থ মানবদেহে প্রবেশ করে?
👉 সিগারেটের মাধ্যমে ক্যাডমিয়াম ও নিকেল নামক দূষিত পদার্থ মানবদেহে প্রবেশ করে।
৪৩, ইলেকট্রন কে আবিস্কার করেন?
👉 ইলেকট্রন আবিস্কার করেন ব্রিটিশ বিজ্ঞানী জে জে টমসন।
৪৪, ইলেকট্রন কে নামকরণ করেন?
👉 ইলেকট্রন নামকরণ করেন আমেরিকান বিজ্ঞানী জর্জ স্টোনী।
৪৫, প্রোটন কে নামকরণ করেন?
👉 প্রোটন নামকরণ করেন বিজ্ঞানী রাদারফোর্ড।
৪৬, নিউট্রন কে আবিস্কার করেন?
👉 নিউট্রন আবিস্কার করেন বিজ্ঞানী স্যাডউইক।
৪৭, কত সালে ইলেকট্রন আবিষ্কৃত হয়?
👉 1897 সালে ইলেকট্রন আবিষ্কৃত হয়।
৪৮, কত সালে নিউট্রন আবিষ্কৃত হয়?
👉 1932 সালে নিউট্রন আবিষ্কৃত হয়।
৪৯, পদার্থের চতুর্থ দশার নাম কি?
👉 পদার্থের চতুর্থ দশার নাম হল প্লাজমা।
৫০, উর্ধ্বপাতন কাকে বলে?
👉 কঠিন পদার্থ থেকে সরাসরি বাস্পে পরিণত হওয়াকে উর্ধ্বপাতন বলে।
To Download the Pdf 👉 Click Here
Please do not enter any spam link in the comment box