প্রাইমারি ইন্টারভিউ সংক্রান্ত Special প্রশ্ন-উত্তর, যারা Interview দিতে চলেছো তাদের জন্য খুবই দরকারি এই Interview পর্ব।
পর্ব - 5
এই পর্বে আলোচনা করা হল 👇
1, শিখণ ও শিশু মনস্তত্বের কিছু সাধারণ প্রশ্ন -উত্তর 2, কিছু গুরুত্বপূর্ণ শব্দের পুরো নাম
3, TLM বা শিক্ষা সহায়ক উপাদান
4, এক নজরে জাতীয় শিক্ষানীতি ২০২০
5, পশ্চিমবঙ্গের কিছু গুরুত্বপূর্ণ তথ্য
শিখণ ও শিশু মনস্তত্বের কিছু সাধারণ প্রশ্ন -উত্তর
প্রাকপ্রাথমিক শিক্ষাব্যাবস্থার কথা প্রথম কে বলেন?
👉 প্রাকপ্রাথমিক শিক্ষাব্যাবস্থার কথা প্রথম বলেন প্লেটো।
শিশুকেন্দ্রিক শিক্ষার জনক কাকে বলা হয়?
👉শিশুকেন্দ্রিক শিক্ষার জনক কাকে বলা হয় রুশোকে।
Kindergarten পদ্ধতি কে চালু করেন?
👉 Kindergarten পদ্ধতি চালু করেন ফেড্রেরিক উইলহেম ফ্রয়েবেল।
Kindergarten কথার অর্থ কি?
👉 Kindergarten কথার অর্থ শিশু উদ্যান।
Play way Method এর কথা কে বলেন?
👉Play way Method এর কথা বলেন ফ্রয়েবেল।
কাসা দাই বাম্বিনি কে স্থাপন করেন?
👉 কাসা দাই বাম্বিনি স্থাপন করেন মাদাম মন্টেসরি।
কাসা দাই বাম্বিনি কথার অর্থ কি?
👉 কাসা দাই বাম্বিনি কথার অর্থ শিশু নিকেতন।
বুনিয়াদি শিক্ষার জনক কে?
👉 বুনিয়াদি শিক্ষার জনক হলেন মহাত্মা গান্ধী।
শিখনের প্রচেষ্টা ও ভুল তত্ব এর জনক কে?
👉 শিখনের প্রচেষ্টা ও ভুল তত্ব এর জনক হলেন থর্নডাইক।
শিখনের প্রাচীন অনুবর্তনতত্ব(Classical Conditioning) এর জনক কে?
👉 শিখনের প্রাচীন অনুবর্তনতত্ব(Classical Conditioning) এর জনক প্যাভলভ।
শিখনের সক্রিয় অনুবর্তনতত্ব(Operant Conditioning) এর কথা কে বলেন?
👉 শিখনের সক্রিয় অনুবর্তনতত্ব(Operant Conditioning) এর কথা বলেন স্কিনার।
শিখনের সমগ্রতাবাদী তত্ত্ব(Gestalt Theory) এর কথা কে বলেন?
👉 শিখনের সমগ্রতাবাদী তত্ত্ব(Gestalt Theory) এর কথা বলেন কোহলার,কফকা,
শিখনের সামাজিক নির্মিতিবাদ(Social Constructivism) এর কথা কে বলেন?
👉 শিখনের সামাজিক নির্মিতিবাদ(Social Constructivism) এর কথা বলেন ভাইগটস্কি।
শিখনের সামাজিক জ্ঞানমূলক তত্ত্ব(Social Congative Theory) এর কথা কে বলেন?
👉 শিখনের সামাজিক জ্ঞানমূলক তত্ত্ব(Social Congative Theory) এর কথা বলেন বান্দুরা।
শিশুর জ্ঞামূলক বিকাশের তত্ত্ব এর কথা কে বলেন?
👉 শিশুর জ্ঞামূলক বিকাশের তত্ত্ব এর কথা বলেন পিঁয়াজে।
শিশুর নৈতিক বিকাশের তত্ত্ব এর কথা কে বলেন?
👉 শিশুর নৈতিক বিকাশের তত্ত্ব এর কথা বলেন কোহলবার্গ।
Learning by doing এর কথা কে বলেছেন?
👉 Learning by doing এর কথা বলেছেন জন ডিউই।
সমস্যা সমাধান পদ্ধতি জনক কে?
👉 সমস্যা সমাধান পদ্ধতি জনক জন ডিউই।
শিখনের প্রকল্প পদ্ধতির জনক কে?
👉 শিখনের প্রকল্প পদ্ধতির জনক কিল প্যাট্রিক।
পাঠ-পরিকল্পনার পাঁচটি সোপান নীতির কথা কে বলেন?
👉 পাঠ-পরিকল্পনার পাঁচটি সোপান নীতির কথা বলেন হার্বাট।
অর্থপূর্ণ শিখন (meaningful learning) এর কথা কে বলেন?
👉 অর্থপূর্ণ শিখন (meaningful learning) এর কথা বলেন ডেভিড আসুবেল।
শিশুর বানান ভু্ল করা হল কি ধরনের ভুল?
👉 শিশুর বানান ভু্ল করা হল অভ্যাসগত আচারন।
শিশুদের তোতলামি একটি কারণ কি?
👉 শিশুদের তোতলামি একটি কারণ হল ভয় পাওয়া।
শিশু সংসদ কি?
👉 দেশের গনতান্ত্রিক পরিকাঠামো ও সংসদীয় ব্যবস্থা সম্পর্কে শিশুদের ধারনা দেবার জন্য বিদ্যালয়ে একটি করে নকল সংসদ গঠন করা হয়, এতে ৫ জন মন্ত্রী থাকে [প্রধান মন্ত্রী, শিক্ষা মন্ত্রী, স্বাস্থ্য মন্ত্রী, পরিবেশ মন্ত্রী এবং স্বরাস্ট্র মন্ত্রী] একে শিশু সংসদ বলে।
কিছু গুরুত্বপূর্ণ শব্দের পুরো নাম
B.ed – Bachelor of Education
NCF – NATIONAL CARRICULAM FRAMEWORK
NCTE – NATIONAL COUNCIL for TEACHERS EDUCATION
NCERT – NATIONAL COUNCIL of EDUCATIONAL RESEARCH and TRAINING
SCERT - STATE COUNCIL of EDUCATIONAL RESEARCH and TRAINING
DPEP –DISTRICT PRIMARY EDUCATION PROGRAMME
ICDS - INTEGRATED CHILD DEVELOPMENT SERVICES
TLM – TEACHING LEARNING MATERIALS
ICT - Information and Communications Technology
IGNOU - ইন্দিরা গান্ধী ন্যাশনাল ওপেন ইউনিভার্সিটি
DIET - District Institute of Education and Training
TLM বা শিক্ষা সহায়ক উপাদান
👉 ফলপ্রদ শিক্ষাদানের জন্য শিক্ষক যেসব বস্তু বা বস্তু সমূহ ব্যবহার করেন তাকে TLM বা শিক্ষণ-শিখন উপাদান বা শিখন সহায়ক উপাদান ইত্যাদি বিভিন্ন নামে অবিহিত করা হয়।
TLM এর পুরো কথা হল 👉 টিচিং/লার্নিং মেটেরিয়াল। TLM কে - Teaching Aids বা Instructional Aids ও বলা হয়।
TLM কে চার ভাগে ভাগ করা হয় 👉 Visuals Aids, Audio Aids, Audio-Visiuals Aids Resources from Community
Visuals Aids 👉 বই, মডেল, ব্ল্যাকবোর্ড, চার্ট, ছবি, মানচিত্র, পোস্টার ইত্যাদি।
Audio Aids 👉 রেডিও, টেপ রেকর্ডার ইত্যাদি।
Audio-Visiuals Aids 👉 টিভি, কম্পিউটার, ট্যাবলেটস, স্মার্টফোন ইত্যাদি। বর্তমানে শ্রেণিকক্ষে এগুলোর গুরুত্ব বাড়ছে।
Resources from Community Aids 👉 লোকজন, বিদ্যালয়ের পরিবেশ, সামাজিক পরিবেশ, পার্ক, বাগান, প্রেক্ষাগৃহ, মিউজিয়াম, চিড়িয়াখানা, বিভিন্ন বস্তু, স্থাপত্য ভাস্কর্য ইত্যাদি।
TLM ব্যবহারের ফলে 👉 শিক্ষণ সহজ, সরল ও দীর্ঘস্থায়ী হয়, বিমূর্ত ধারণাকে মূর্ত করে তোলে, শিক্ষার্থীর যুক্তি ও বিচার ক্ষমতা বৃদ্ধি পায় এবং পাঠের একঘেয়েমি দূর হয়।
এক নজরে জাতীয় শিক্ষানীতি ২০২০
👉 বিদ্যালয় শিক্ষা ৫+৩+ ৩+৪ ফরম্যাটে হবে।
👉 পৃথকভাবে কলা, বিজ্ঞান বা বানিজ্য বিভাগ থাকবে না। অর্থাৎ কোন ছাত্র মনে করলে বিজ্ঞানের কোন বিষয়ের সাথে সাথে ইতিহাস বা কলা বিভাগের কোন বিষয় পড়তে পারবে।
👉 ৩ থেকে ১৮ বছর বয়সি সকল বাচ্চাদের বাধ্যতামূলক শিক্ষার আওতায় আনা হবে। [বর্তমানে যা ৬ – ১৪ বছর]
👉 শিক্ষার্থীরা পড়াশোনার মাঝে লম্বা ছুটি নিতে পারবে [স্যাবাটিকাল লিভ]।
👉 রাস্ট্রীয় শিক্ষা আয়োগ গঠিত হবে, যার দায়িত্বে থাকবেন প্রধান মন্ত্রী।
👉১০০ টি বিদেশি বিশ্ববিদ্যালয়কে ভারতে ক্যাম্পাস খুলতে দেওয়া হবে ।
👉 E-Learning এর ওপর জোর দেওয়া হবে।
👉 ক্লাস সিক্স থেকেই কোডিং শিখতে পারবে।
👉 সংস্কৃত ভাষাকে মূল বিষয় হিসেবে অন্তভূর্ত করা হবে স্কুল স্তরে।
👉 আঞ্চলিক ভাষায় ই-কোর্সের ব্যবস্থা থাকবে। শিক্ষাদান, মূল্যায়ন, এবং শিক্ষার্থীদের প্রশিক্ষণের মধ্যে থাকবে প্রযুক্তির ব্যবহার।
👉 বন্ধ করা হচ্ছে এম ফিল। স্নাতক, স্নাতকোত্তরের পর থাকবে পিএইচডি।
👉 কস্তরবা গান্ধী স্কুলকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত উন্নীত করা হবে।
👉 নতুন শিক্ষা নীতিতে থাকছে ২২ টি ভাষা, পাশাপাশি থাকছে অডিও বই।
পশ্চিমবঙ্গের কিছু গুরুত্বপূর্ণ তথ্য
পশ্চিমবঙ্গের প্রসাসনিক বিভাগ - ৫ টি, যথা – প্রেসিডেন্সি বিভাগ, বর্ধমান বিভাগ, জলপাইগুড়ি বিভাগ, মেদিনীপুর বিভাগ এবং মালদহ বিভাগ।
প্রেসিডেন্সি বিভাগ 👉 সদর কলকাতা, আওতাধীন জেলা হাওড়া, কলকাতা, নদীয়া, উত্তর ২৪ পরগণা এবং দক্ষিণ ২৪ পরগণা।
বর্ধমান বিভাগ 👉 সদর চুঁচুড়া, আওতাধীন জেলা হুগলি, পশ্চিম বর্ধমান। পূর্ব বর্ধমান এবং বীরভূম।
জলপাইগুড়ি বিভাগ 👉 সদর জলপাইগুড়ি, আওতাধীন জেলা জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, দার্জিলিং এবং কালিম্পং।
মেদিনীপুর বিভাগ 👉 সদর মেদিনীপুর, আওতাধীন জেলা পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া ও বাঁকুড়া।
মালদহ বিভাগ 👉 সদর মালদহ, ওতাধীন জেলা মালদহ, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মুর্শিদাবাদ।
উত্তরবঙ্গের ত্রাস বলা হয় 👉 তিস্তা নদীকে।
দামোদর নদীর প্রধান উপনদী 👉 বরাকর।
তিলপাড়া ব্যারেজ অবস্থিত 👉 ময়ূরাক্ষী নদীতে।
পশ্চিমবঙ্গের জলবায়ু 👉 ক্রান্তীয় মৌসুমী প্রকৃতির।
কর্কটক্রান্তি রেখা
গিয়েছে পশ্চিমবঙ্গের 👉 নদীয়া পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান বাঁকুড়া ও পুরুলিয়া জেলার উপর দিয়ে।
পশ্চিমবঙ্গে আশ্বিনের ঝড় হয় 👉শরৎকালে।
খরা শব্দের অর্থ 👉 শুস্ক ঋতু।
ইউনেস্কো সুন্দরবনকে ওয়ার্ল্ড হেরিটেজ সাইড আখ্যা দেয় 👉 ১৯৮৭ সাল।
পশ্চিমবঙ্গের ধানের গোলা বলা হয় 👉 বর্ধমানকে [বর্ধমান জেলা বর্তমানে দুই ভাগে বিভক্ত]।
পশ্চিমবঙ্গের প্রধান কুটির শিল্প 👉 তাঁত শিল্প।
সোনালী তন্তু বলা হয় 👉 পাটকে।
পশ্চিমবঙ্গের প্রধান খনিজ সম্পদ - কয়লা।
পশ্চিমবঙ্গের প্রধান নদী - ভাগীরথী হুগলি।
গান্ধী স্মারক সংগ্রহালয় অবস্থিত 👉 ব্যারাকপুরে।
👉 এছাড়াও Pdf তে পসচিমবঙ্গের বিভিন্ন স্থানের বিখ্যাত মিস্টান্ন ও প্রধান ছয়টি পাহাড়ের অবস্থান দেওয়া হয়েছে। তোমরা যারা ইন্টারভিউ দিচ্ছ তাঁরা অবশ্যই Pdf টি ডাউনলোড করে নাও।
Download the Pdf 👉 Click Here
Read More 👉 প্রাইমারি ইন্টারভিউ প্রস্তুতি পর্ব 04
Please do not enter any spam link in the comment box