আজকে, তোমাদের সাথে শেয়ার করা হচ্ছে ইতিহাসের খুব গুরুত্বপূর্ণ একটি টপিক " বিভিন্ন ঐতিহাসিক ব্যক্তিত্ব ও তাদের আসল নাম"।
কেননা, ইতিহাসের অন্যতম একটি দিক হিসাবে বিভিন্ন চাকরির পরীক্ষায় এখান থেকে প্রায়ই প্রশ্ন আসে। যেমন:-
(1) শেরশাহের আসল নাম কী?
(2) মুঘল সম্রাট আকবরের প্রধানমন্ত্রী বীরবলের আসল নাম কি ছিল?
(3) বিষ্ণুগুপ্ত কার আসল নাম? ইত্যাদি...।
আশা করি তোমাদের উপকারে লাগবে। ধন্যবাদ।
বিভিন্ন ঐতিহাসিক ব্যক্তিত্ব ও তাদের আসল নাম
✪ চানক্য /কৌটিল্য এর আসল নাম কি?
👉 চানক্য /কৌটিল্য এর আসল নাম বিষ্ণুগুপ্ত।
Note - চাণক্যকে ভারতের মেকিয়াভেলি বলা হয়।
✪ বাল্মীকির আসল নাম কি?
👉 বাল্মীকির আসল নাম রত্নাকর।
✪ 'প্রাচীন ভারতের নেপোলিয়ন' কাকে বলা হয়?
👉 সমুদ্রগুপ্তকে 'প্রাচীন ভারতের নেপোলিয়ন' বলা হয়।
✪ আল-বিরুনী এর আসল নাম কি?
👉আল-বিরুনী এর আসল নাম আবু রিহান আবুল আলম মহম্মদ ইবন আহমদ আল বিরুনী।
✪ আহম্মদ শাহ আবদালির আসল নাম কি?
👉আহম্মদ শাহ আবদালির আসল নাম শাহ দুরানি।
✪ গিয়াসউদ্দিন বলবন এর আসল নাম কি?
👉 গিয়াসউদ্দিন বলবন এর আসল নাম উলুঘ খাঁ।
✪ গিয়াসউদ্দিন তুঘলক এর আসল নাম কি?
👉 গিয়াসউদ্দিন তুঘলক এর আসল নাম গাজি মালিক।
✪ মহম্মদ বিন তুঘলক এর আসল নাম কি?
👉 মহম্মদ বিন তুঘলক এর আসল নাম জুনা খাঁ /জৌনা খাঁ।
Note - মহম্মদ বিন তুঘলক 'পাগলা রাজা' নামে ইতিহাসে পরিচিত।
✪ সিকন্দর লোদী এর আসল নাম কি?
👉 সিকন্দর লোদী এর আসল নাম নিজাম খাঁ।
✪ বাহমনি সাম্রাজের প্রতিষ্ঠাতা হাসান গঙ্গু এর আসল নাম কি?
👉 হাসান গঙ্গুর আসল নাম হল আলাউদ্দিন হাসান বাহমন শাহ।
Note - মহম্মদ বিন তুঘলক এর রাজত্বকালে 1347 খ্রিস্টাব্দে হাসান গঙ্গু আলাউদ্দিন হাসান বাহমন শাহ নাম নিয়ে দাক্ষিণাত্যে বাহমনি সাম্রাজের প্রতিষ্ঠা করেন। তাঁর রাজধানী ছিল গুলবর্গা। তিনি গুলবর্গার নাম পরিবর্তন করে রাখেন আহসনাবাদ।
✪ বাবর এর আসল নাম কি?
👉 বাবর এর আসল নাম জহিরুদ্দিন মহম্মদ।
Note - বাবর শব্দের অর্থ বাঘ।
✪ শেরশাহ এর আসল নাম কি?
👉 শেরশাহ এর আসল নাম ফরিদ খাঁ।
✪ মুঘল সম্রাট জাহাঙ্গীর/সেলিম এর আসল নাম কি?
👉 মুঘল সম্রাট জাহাঙ্গীর এর আসল নাম- মির্জা নুরউদ্দিন বেগ মহম্মদ খান সেলিম।
✪ মুঘল সম্রাট শাহজাহান এর আসল নাম কি?
👉 মুঘল সম্রাট শাহজাহান এর আসল নাম আলা আজাদ আবুল মুজাফফর শাহাব-উদ-দ্বীন মোহাম্মদ শাহজাহান।
Note -তিনি খুররম নামে পরিচিত ছিলেন, শাহজাহান শব্দের অর্থ জগতের অধিপতি।
✪ ইবন বতুতা এর আসল নাম কি?
👉 ইবন বতুতা এর আসল নাম আব্দুল্লাহ মহম্মদ ইবন বতুতা।
✪ বাংলার সুলতান হুসেন শাহ এর আসল নাম কি?
👉 হুসেন শাহ এর আসল নাম সৈয়দ হুসেন।
Note - তিনি শ্রীকৃষ্ণের অবতার নামে পরিচিত ছিলেন।
✪ কালাপাহাড় এর আসল নাম কি?
👉 কালাপাহাড় এর আসল নাম রাজীবলোচন রায় ( মতান্তরে কালাচাঁদ রায়)।
✪ মহম্মদ ঘোরি (মুইজউদ্দিন) এর আসল নাম কি?
👉 মহম্মদ ঘোরি এর আসল নাম শিহাব আদ দিন।
✪ মুঘল সম্রাট আকবর এর আসল নাম কি?
👉 মুঘল সম্রাট আকবর এর আসল নাম জালালউদ্দীন মহম্মদ।
✪ মুঘল সম্রাট আকবরের প্রধানমন্ত্রী বীরবলের আসল নাম কি?
👉 মুঘল সম্রাট আকবরের প্রধানমন্ত্রী বীরবলের আসল নাম মহেশ দাশ।
✪ মুঘল সম্রাট আকবরের আমলের বিখ্যাত গায়ক তানসেনের আসল নাম কি?
👉 গায়ক তানসেনের আসল নাম রামতনু পান্ডে।
✪ মির্জা গালিবের আসল নাম কি?
👉 মির্জা গালিবের আসল নাম মির্জা আসাদুল্লা বেগ খান।
✪ ফিরোজ শাহ তুঘলক এর আসল নাম কি?
👉 ফিরোজ শাহ তুঘলক এর আসল নাম ফিরোজ বিন রজব।
✪ আলাউদ্দিন খিলজি এর আসল নাম কি?
👉 আলাউদ্দিন খিলজি এর আসল নাম আলি গুরশাম্প।
✪ নূরজাহান এর আসল নাম কি?
👉 নূরজাহান এর আসল নাম মেহেরউন্নিসা।
Note - নূরজাহান শব্দের অর্থ জগতের আলো।
✪ মুঘল সম্রাট শাহজাহানের প্রিয়পত্নী মমতাজ মহল এর আসল নাম কি?
👉 মমতাজ মহল এর আসল নাম আৰ্জমন্দ বানু বেগম।
Note - মুঘল সম্রাট শাহজাহানের প্রিয়পত্নী মমতাজ মহল এর স্মৃতিতে তাজমহল নির্মাণ করান।
✪ মুশির্দকুলী খাঁ এর আসল নাম কি?
👉 মুশির্দকুলী খাঁ এর আসল নাম মহম্মদ হাদি /মির্জা হাদি।
✪ জগৎ শেঠ এর আসল নাম কি?
👉 জগৎ শেঠ এর আসল নাম ফতেহ চাঁদ।
Note - প্রথমে ফতেহ চাঁদ মুঘল সম্রাটের কাছ থেকে জগৎ শেঠ উপাধি পান, পরে এই উপাধি তাঁদের পারিবারিক উপাধিতে পরিণত হয়।
✪ চিন কুলিচ খান/নিজাম উল মুলক/আসফ ঝাঁ নামে কে পরিচিত ছিলেন?
👉 মির কামার উদ-দিন খান সিদ্দিকি।
✪ সিরাজ উদদৌল্লা এর আসল নাম কি?
👉 সিরাজ উদদৌল্লা এর আসল নাম মির্জা মহম্মদ।
✪ তাতিয়া টোপি এর আসল নাম কি?
👉 তাতিয়া টোপি এর আসল নাম রামচন্দ্র পাণ্ডুরং।
✪ নানা সাহেব এর আসল নাম কি?
👉 নানা সাহেব এর আসল নাম গোবিন্দ ধুন্দুপন্থ।
✪ ঝাঁসির রানী লক্ষ্মীবাঈ এর আসল নাম কি?
👉 ঝাঁসির রানী লক্ষ্মীবাঈ এর আসল নাম মনিকর্ণিকা তাম্বে।
✪ তিতুমীর এর আসল নাম কি?
👉 তিতুমীর এর আসল নাম মীর নিসার আলি।
✪ দুদু মিঞার আসল নাম কি?
👉 দুদু মিঞার আসল নাম হল মহম্মদ মুহসীন উদ-দিন।
✪ চেঙ্গিজ খাঁ এর আসল নাম কি?
👉 চেঙ্গিজ খাঁ এর আসল নাম তেমুচিন।
✪ আমির খুসরু এর আসল নাম কি?
👉 আমির খসরুর আসল নাম আবুল হাসান যমিনুদ্দিন খুসরো।
Note - আমির খসরু হিন্দুস্তানের তোতাপাখি নামে পরিচিত ছিলেন
Grand Old Man of India নামে কে পরিচিত?
👉 Grand Old Man of India নামে পরিচিত হলেন দাদাভাই নৌরোজী।
✪ নেতাজির আসল নাম কি?
👉 নেতাজির আসল নাম সুভাষ চন্দ্র বসু।
✪ গান্ধিজির আসল নাম কি?
👉 গান্ধিজির আসল নাম মোহনদাস করমচাঁদ গান্ধী।
✪ ' কাইজার - ই - হিন্দ ' নামে কে পরিচিত?
👉 গান্ধিজি ' কাইজার - ই - হিন্দ ' নামে কে পরিচিত।
✪ সীমান্ত গান্ধীর আসল নাম কি?
👉 সীমান্ত গান্ধীর আসল নাম হল খান আবদুল গফফার খান।
✪ মাস্টারদার আসল নাম কি?
👉 মাস্টারদার আসল নাম সূর্য কুমার সেন।
✪ গান্ধিবুড়ি এরআসল নাম কি?
👉 গান্ধিবুড়ি এরআসল নাম মাতঙ্গিনী হাজরা।
✪ দেশবন্ধুর আসল নাম কি?
👉 দেশবন্ধুর আসল নাম চিত্তরঞ্জন দাস।
✪ দেশপ্রাণ এর আসল নাম কি?
👉 দেশপ্রাণ এর আসল নাম বীরেন্দ্রনাথ শাসমল।
✪ ঋষি অরবিন্দ এর আসল নাম কি?
👉 ঋষি অরবিন্দ এর আসল নাম অরবিন্দ ঘোষ।
✪ বাঘা যতীন এর আসল নাম কি?
👉 বাঘা যতীন এর আসল নাম যতীন্দ্রনাথ মুখোপাধ্যায়।
✪ ' লাল-বাল-পাল ' নামে কারা পরিচিত?
👉 লাল-বাল-পাল নামে পরিচিত ছিলেন লালা লাজপত রায়, বাল গঙ্গাধর তিলক ও বিপিন চন্দ্র পাল।
✪ বাবাসাহেব নামে কে পরিচিত?
👉 বাবাসাহেব নামে পরিচিত হলেন ভারতীয় সংবিধানের জনক ডাঃ ভীমরাও রামজি আম্বেদকর।
✪ ভারতের লৌহ মানব কাকে বলা হয়?
👉 ভারতের লৌহ মানব বলা হয় সর্দার বল্লভ ভাই প্যাটেল কে।
✪ প্রখ্যাত সানাই বাদক বিসমিল্লাহ খান এর আসল নাম কি?
👉 বিসমিল্লাহ খান এর আসল নাম কামরুদ্দিন খান।
✪ রামকৃষ্ণ এর আসল নাম কি?
👉 রামকৃষ্ণ এর আসল নাম গদাধর চট্টোপাধ্যায়।
✪ স্বামী বিবেকানন্দ এর আসল নাম কি?
👉 স্বামী বিবেকানন্দ এর আসল নাম নরেন্দ্র নাথ দত্ত।
✪ ভগিনী নিবেদিতার এর আসল নাম কি?
👉 ভগিনী নিবেদিতার এর আসল মার্গারেট এলিজাবেথ নোবেল।
✪ বাবা আমতে এর আসল নাম কি?
👉 বাবা আমতে এর আসল নাম হল মুরলিধর দেবদাস আমতে।
✪ মাদার টেরিজার আসল নাম কি?
👉 মাদার টেরিজার আসল নাম অ্যাগনেস গোঞ্জা বোজাঝিউ।
✪ লেনিনের আসল নাম কি?
👉 লেনিনের আসল নাম হল ভলাদিমির ইলিচ উইলিয়ানভ।
✪ স্টালিনের আসল নাম কি?
👉 স্টালিনের আসল নাম হল যোসেফ ভিসারিওনোভিচ স্টালিন।
Please do not enter any spam link in the comment box