শেখ আনসার এর সফলতার পিছনের কাহিনী।। Shaikh Ansar

"কঠোর পরিশ্রমের কোন বিকল্প হয় না।" - দেশের সর্ব কনিস্ট IAS Officer শেখ আনসারের এই কথার মধ্যেই আমরা পাই তাঁর জীবনের সফলতার মূলমন্ত্র এবং আমাদের সামনে এগিয়ে চলার অনুপ্রেরনা।

2016 সালে Shaikh Ansar দেশের সর্বোচ্চ পরীক্ষা UPSC তে প্রথম বারের চেষ্টায় সফল হন এবং 361 নং Rank অর্জন করেন। তিনি মাত্র একুশ বছর বয়সে এই সাফল্য অর্জন করেন এবং তখনও পর্যন্ত সবথেকে কনিস্ট সাফল্য অর্জনকারী Roman Saini (যিনি ২২ বছর বয়সে এই সাফল্য অর্জন করেছিলেন) কে পিছনে ফেলে দেন। 

আপাতদৃষ্টিতে এই সফলতার খবরে হয়ত কেউ আমরা অবাক হব না, কেননা অনেক মেধাবী ছাত্রই অল্প বয়সে অনায়াসে এমন সাফল্য অর্জন করেন। কিন্তু আমরা যদি Shaikh Ansar এর সফলতার পিছনের কাহিনী শুনি তবে অবাক হবার সাথে সাথে কিছু অনুপ্রেরণার রসদও পাই। তাই আসুন আজ Notepage এর কলমে জেনে নিই তাঁর জীবনের কিছু মুল্যবান তথ্য।

👉 মহারাষ্ট্রের মারাঠাওদা প্রদেশের শেলগাও নামক  গ্রামের এক অতি দরিদ্র পরিবারে শেখ আনসারের জন্ম 1 June 1995সালে। 

👉 আনসারের পিতা ইউনুস শেখ আহমেদ ছিলেন পেশায় একজন অটোচালক, এবং তাঁর তিনটি স্ত্রী, বড় পরিবারের ভরন পোষন করতে অক্ষম ছিলেন।

👉 আনসারের মাতা ছিলেন ইউনুস শেখ আহমেদের দ্বিতীয় স্ত্রী, যিনি পরিবারের ভরন পোষন করতে ক্ষেতে কাজ করতেন।
   
👉 আনসারের এক ভাই শেখ আনিস, যিনি সপ্তম শ্রেণীতে পড়তে পড়তে লেখাপড়া ছেড়ে দিতে বাধ্য হন এবং দরিদ্র পরিবারের ভরন পোষন করতে এক মোটর গ্যারেজে কাজ করেন, যিনি আনসারকে লেখাপড়ার ব্যাপারে সাহায্য করেন।   

👉 আনসারের পরিবার শুধু দরিদ্রই ছিলনা, পড়াশোনার ব্যাপারে তেমন কোন পরিবেশ তাঁর পরিবার বা তিনি যেখানে বাস করতেন সেই সমাজে ছিলনা। এমনকি তাঁর পিতা তাকে ইস্কুল থেকে ছাড়িয়ে দিতে চেয়েছিলেন। তাঁর শিক্ষক মহাশয় এবং বন্ধুরা বুঝিয়ে তাঁর পড়াশোনা চালিয়ে যাবার কথা বলেন।   

👉 চরম অর্থকস্টে দিনযাপন করতে হত আনসারের পরিবারকে। এক ভাইকে তো আগেই পড়াশোনা ছাড়তে হয়েছিল এবং তাঁর দুই বোনের বাল্যকালেই বিবাহ হয়ে গিয়েছিল - এমনিই পিছিয়ে পরা ছিল তাঁর পরিবার ও সমাজ। 

👉 তাঁর পরিস্থিতি কেমন ছিল তা তাঁর এই কথাতেই বোঝা যায় - "I was marginalized by three different categories. I am from a backward undeveloped region, I hail from a poor economic background and I belong to a minority community. I will tackle all these issues as an administrator since I have witnessed these issues at close quarters.”

 
👉 তিনি যখন তাঁর পরিবারে জানান যে, তিনি UPSC পরীক্ষায় বসতে চান, তখন  পরিবারের সকলে অবাক হয়ে গিয়েছিলেন। 

👉 এতদ সত্বেও তিনি এই পরীক্ষায় সফল হবার জন্য দৃঢ় প্রতিজ্ঞ ছিলেন, এবং এই পরীক্ষার প্রস্তুতির জন্য তিনি  গড়ে বারো থেকে চৌদ্দ ঘন্টা স্টাডি করেছেন  এবং সফল হয়েছেন। নিজের এবং পরিবারের পায়ের তলার মাটি শক্ত করতে সক্ষম হয়েছেন। 

Note - ওপরের আলোচনার মুল লক্ষ্য হল কি কঠিন পরিস্থিতিতে আনসার শেখ নিজের স্বপ্ন পূরন করেছেন তা তুলে ধরে তোমরা যারা বিভিন্ন পরীক্ষায় বসার জন্য প্রস্তুতি নিচ্ছ তাঁদের উৎসাহ দেওয়া।  তাই তোমাদের সর্বশেষ একথাই বলব, আনসার শেখের ভাষায় - "কঠোর পরিশ্রমের কোন বিকল্প হয় না।"   

 
Tags

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.