পশ্চিমবঙ্গের জাতীয় উদ্যান ও অভয়ারণ্য ও রামসার সাইটের তালিকা

List of National Park, Wild Life Santuray and Ramsar Site of West Bengal - সকল প্রকার পরীক্ষার জন্য Most Importamt
Dear Students,
আজকে তোমাদের সঙ্গে শেয়ার করবো, পশ্চিমবঙ্গের জাতীয় উদ্যান, বন্যপ্রাণী অভয়ারণ্য ও রামসার সাইটের তালিকা - যেখান থেকে বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষা বা চাকরির পরীক্ষায় এই টপিক থেকে প্রশ্ন এসে থাকে, যেমন -
 
(১) পশ্চিমবঙ্গে কয়টি জাতীয় উদ্যান আছে ?
 
(২) পশ্চিমবঙ্গের দুটি রামসার সাইটের নাম কী ?
 
(৩) জলদাপাড়া জাতীয় উদ্যান কোন রাজ্যে অবস্থিত?
 
(৪) সুন্দরবন কবে বন্যপ্রাণী অভয়ারণ্যের মর্যাদা পায়? ইত্যাদি । 
 
সুতারাং, এই সমস্ত প্রশ্নগুলির সঠিক  উত্তর করার জন্য তালিকাটি সংগ্রহ করে নাও। আশা করি তোমাদের উপকারে লাগবে। ধন্যবাদ। 

Team – Notepage

পশ্চিমবঙ্গের জাতীয় উদ্যান 


জাতীয় উদ্যান জেলা সাল
সুন্দরবন দঃ ২৪ পরগণা 1984
নেওড়া দার্জিলিং 1986
বক্সা আলিপুরদুয়ার 1992
সিঙ্গালীলা দার্জিলিং 1992
গোরুমারা জলপাইগুড়ি 1994
জলদাপাড়া আলিপুরদুয়ার 2012

পশ্চিমবঙ্গের বন্যপ্রাণী অভয়ারণ্য় 


অভয়ারণ্য় জেলা সাল
হ্যালিডে দ্বীপ দঃ ২৪ পরগণা 1976
সজনেখালি দঃ ২৪ পরগণা 1976
লোথিয়ান দঃ ২৪ পরগণা 1976
মহানন্দা দার্জিলিং 1976
সেঞ্চল দার্জিলিং 1976
চাপরামারি জলপাইগুড়ি 1976
বল্লভপুর বীরভূম 1977
বেথুয়াডহরী নদীয়া 1980
বিভূতিভূষণ উঃ ২৪ পরগনা 1980
রামনাবাগান বর্ধমান 1981
চিন্তামনিকর পাখিরালয় কলকাতা 1982
রায়গঞ্জ উঃ দিনাজপুর 1985
জোড়পোখড়ী দার্জিলিং 1985
বক্সা আলিপুরদুয়ার 1986

পশ্চিমবঙ্গের রামসার সাইট 


রামসার সাইট জেলা সাল
পূর্ব কলকাতা জলাভূমি কলকাতা 2002
সুন্দরবন দঃ ২৪ পরগণা 2019

To Download the Pdf 👉 Click Here
Tags

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.