আজকে তোমাদের সঙ্গে শেয়ার করবো, পশ্চিমবঙ্গের জাতীয় উদ্যান, বন্যপ্রাণী অভয়ারণ্য ও রামসার সাইটের তালিকা - যেখান থেকে বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষা বা চাকরির পরীক্ষায় এই টপিক থেকে প্রশ্ন এসে থাকে, যেমন -
(১) পশ্চিমবঙ্গে কয়টি জাতীয় উদ্যান আছে ?
(২) পশ্চিমবঙ্গের দুটি রামসার সাইটের নাম কী ?
(৩) জলদাপাড়া জাতীয় উদ্যান কোন রাজ্যে অবস্থিত?
(৪) সুন্দরবন কবে বন্যপ্রাণী অভয়ারণ্যের মর্যাদা পায়? ইত্যাদি ।
সুতারাং, এই সমস্ত প্রশ্নগুলির সঠিক উত্তর করার জন্য তালিকাটি সংগ্রহ করে নাও। আশা করি তোমাদের উপকারে লাগবে। ধন্যবাদ।
Team – Notepage
পশ্চিমবঙ্গের জাতীয় উদ্যান
জাতীয় উদ্যান | জেলা | সাল |
---|---|---|
সুন্দরবন | দঃ ২৪ পরগণা | 1984 |
নেওড়া | দার্জিলিং | 1986 |
বক্সা | আলিপুরদুয়ার | 1992 |
সিঙ্গালীলা | দার্জিলিং | 1992 |
গোরুমারা | জলপাইগুড়ি | 1994 |
জলদাপাড়া | আলিপুরদুয়ার | 2012 |
পশ্চিমবঙ্গের বন্যপ্রাণী অভয়ারণ্য়
অভয়ারণ্য় | জেলা | সাল |
---|---|---|
হ্যালিডে দ্বীপ | দঃ ২৪ পরগণা | 1976 |
সজনেখালি | দঃ ২৪ পরগণা | 1976 |
লোথিয়ান | দঃ ২৪ পরগণা | 1976 |
মহানন্দা | দার্জিলিং | 1976 |
সেঞ্চল | দার্জিলিং | 1976 |
চাপরামারি | জলপাইগুড়ি | 1976 |
বল্লভপুর | বীরভূম | 1977 |
বেথুয়াডহরী | নদীয়া | 1980 |
বিভূতিভূষণ | উঃ ২৪ পরগনা | 1980 |
রামনাবাগান | বর্ধমান | 1981 |
চিন্তামনিকর পাখিরালয় | কলকাতা | 1982 |
রায়গঞ্জ | উঃ দিনাজপুর | 1985 |
জোড়পোখড়ী | দার্জিলিং | 1985 |
বক্সা | আলিপুরদুয়ার | 1986 |
পশ্চিমবঙ্গের রামসার সাইট
রামসার সাইট | জেলা | সাল |
---|---|---|
পূর্ব কলকাতা জলাভূমি | কলকাতা | 2002 |
সুন্দরবন | দঃ ২৪ পরগণা | 2019 |
To Download the Pdf 👉 Click Here
Please do not enter any spam link in the comment box