WBCS, BANK, RAIL, SSC, SLST, SLSTPT, ICDS, সহ নানা পরীক্ষায় বিগত দিনে ইতিহাস, সাধারণ বিজ্ঞান, সাহিত্য, ভূগোল, সাধারণ জ্ঞান ইত্যাদি নানা বিষয়ে যে সমস্ত প্রশ্ন এসেছিল সেগুলি এক নজরে দেওয়া হল আপনাদের অনুশীলনে সাহায্য করার জন্য। আশা করি আপনাদের উপকারে আসবে। ধন্যবাদ।
Team – NOTEPAGE
এক নজরে পর্ব - 02
👉 এশিয়ার আলো বলা হয় গৌতম বুদ্ধকে।👉আনন্দমঠ উপন্যাসের লেখক হলেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়।
👉 একটি জৈব গ্রিন হাউস গ্যাস হল মিথেন।
👉 Earth Day পালিত হয় 22 April
👉 সিটি অফ জয় বলা হয় কলকাতা শহরকে।
👉 ভারতের রোম বলা হয় দিল্লি শহরকে।
👉 গোলাপি শহর বলা হয় জয়পুর কে।
👉 ভারতের ম্যানচেস্টার বলা হয় আমেদাবাদ শহরকে।
👉 হ্রদের শহর বলা হয় হায়দ্রাবাদ শহরকে।
👉 ভারতের উচ্চতম শহর হল লেহ শহর।
👉 ১৮৫৭ সালের মহাবিদ্রোহের পর ভারতের গভর্নর হন লর্ড ক্যানিং।
👉 মার্শ গ্যাস বলা হয় মিথেন গ্যাসকে।
👉 শিশুদের রিকেট রোগ হয় ভিটামিন - D এর অভাবে।
👉 রাতকানা রোগ হয় ভিটামিন - A এর অভাবে।
👉 রক্ত জমাট বাঁধতে সাহায্য করে ভিটামিন - K
👉 A Long Walk to Freedom গ্রন্থের লেখক হলেন নেলসন ম্যান্ডেলা।
👉 চিরস্থায়ী বন্দোবস্ত ব্যব্যস্থা চালু হয়েছিল ১৭৯৩ সালে।
👉 CFC এর পুরো নাম ক্লোরো ফ্লুরো কার্বন।
👉 1885 সালে কংগ্রেসের প্রথম অধিবেশন বোম্বাই শহরে অনুষ্ঠিত হয়েছিল।
👉 যক্ষ্মা হল একটি ব্যাকটেরিয়া ঘটিত রোগ এবং এর ব্যাকটেরিয়ার নাম মাইকোব্যাকটেরিয়া্ম টিউবারকুলোসিস।
👉 আম গাছের বিজ্ঞানসম্মত নাম ম্যাঙ্গিফেরা ইন্ডিকা।
👉 ভিটামিন - A এর রাসায়নিক নাম রেটিনল।
👉 গোরুমারা জাতীয় উদ্যান জলপাইগুড়ি জেলায় অবস্থিত।
👉 উত্তর আমেরিকা ও দক্ষিণ আমেরিকার মাঝে পানামা খাল অবস্থিত।
👉 এশিয়া ও উত্তর আমেরিকার মাঝে বেরিং প্রনালি অবস্থিত।
👉 পৃথিবীর উচ্চতম হ্রদের নাম হল টিটিকাকা।
👉 বেকিং পাউডারের রাসায়নিক নাম হল সোডিয়াম বাইকার্বোনেট।
👉 লাফিং গ্যাস নামে পরিচিত নাইট্রাস অক্সাইড।
👉 পানিপতের যুদ্ধ হয় সালে ১৫৫৬ সালে, আকবর এই যুদ্ধে জয়লাভ করেন।
👉 আরব সাগরের রানি বলা হয় কোচি শহরকে।
👉 ভারতের প্রথম কৃত্রিম উপগ্রহের নাম হল আর্যভট্ট।
👉 জীবাশ্ম দেখা যায় পাললিক শিলায়।
👉 সিমেন্ট তৈরি করতে ব্যবহৃত হয় চুনাপাথর।
👉 আগ্রার তাজমহল মার্বেল পাথরে তৈরি।
👉 লালকেল্লা বেলেপাথরে (পাললিক শিলা) তৈরি।
👉 গ্রাফাইট হল কয়লার রুপান্তরিত রূপ।
👉 Break-Bone Fever নামে পরিচিত ডেঙ্গু রোগ।
👉 দক্ষিণ আমেরিকার তৃণভূমি পম্পাস তৃণভূমি নামে পরিচিত।
👉 দক্ষিণ আফ্রিকার তৃণভূমি ভেল্ডস তৃণভূমি নামে পরিচিত।
👉 ভারতের গম গবেষণা কেন্দ্র অবস্থিত পুষা (দিল্লি)।
👉 দামিন-ই-কোহ শব্দের অর্থ হল পাহাড়ের প্রান্তদেশ।
👉 GPS এর পুরো নাম Global Positioning System
👉 ভারতের জাতীয় পাখি হল ময়ূর।
👉 SI পদ্ধতিতে তড়িৎ প্রবাহের একক হল অ্যাম্পিয়ার।
👉 দক্ষিণ ভারতের কাশী বলা হয় মাদুরাই শহরকে।
👉 কম্পিউটারের মস্তিষ্ক বলা হয় CPU কে।
👉 RAM এর পুরো নাম Random Access Memory
👉 LED এর পুরো নাম লাইট এমিটিং ডায়োড।
👉 LCD এর পুরো নাম Liquid Crystal Display
👉 টাইটান নামক উপগ্রহ আছে শনির।
To Download the PDF 👉 Click Here
Please do not enter any spam link in the comment box