এক নজরে বিগত পরীক্ষার প্রশ্ন উত্তর।। PDF

এক নজরে বিগত পরীক্ষার প্রশ্ন উত্তর -  WBCS, BANK, RAIL, SSC, SLST, SLSTPT,  ICDS, সহ নানা Competitive পরীক্ষার জন্য। 

Dear Students,
WBCS, BANK, RAIL, SSC, SLST, SLSTPT,  ICDS, সহ নানা পরীক্ষায় বিগত দিনে ইতিহাস, সাধারণ বিজ্ঞান, সাহিত্য, ভূগোল, সাধারণ জ্ঞান ইত্যাদি নানা বিষয়ে যে সমস্ত প্রশ্ন এসেছিল সেগুলি এক নজরে দেওয়া হল আপনাদের অনুশীলনে সাহায্য করার জন্য। আশা করি আপনাদের উপকারে আসবে। ধন্যবাদ।

Team – NOTEPAGE


এক নজরে পর্ব - ০১

👉 ভারতের রেলপথের জনক বলা হয় লর্ড ডালহউসিকে। 

👉পটাসিয়াম এর চিহ্ন হল K

👉 কালবেলা উপন্যাসের লেখক হলেন সমরেশ মজুমদার। 

👉 অ্যানিমিয়া বা রক্তশূন্যতা দেখা দেয় লৌহের অভাবে। 

👉 শিখদের পঞ্চ 'ক' ধারন করার নির্দেশ দেন গুরু গোবিন্দ সিংহ। 

👉 পশ্চিমবঙ্গের রাজ্য প্রানী হল বাঘরোল বা ফিসিং ক্যাট। 

👉 বঙ্গভঙ্গ পরিকল্পনা করেন লর্ড কার্জন। 

👉 মহাবিদ্রোহ হয়েছিল ১৮৫৭ সালে। 

👉 সেনাবাহিনীর জন্য রেশন ব্যবস্থা চালু করেন সুলতান আলাউদ্দিন খলজি। 

👉 স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এর পূর্ব নাম ছিল ইম্পিরিয়াল ব্যাঙ্ক অফ ইন্ডিয়া।  

👉 ১৮৫৭ সালের মহাবিদ্রোহের প্রথম শহিদ মঙ্গল পান্ডে। 

👉 রবীন্দ্রনাথ ঠাকুর নোবেল পুরস্কার লাভ করেন ১৯১৩ সালে। 

👉 গঙ্গার প্রধান উপনদী হল যমুনা। 

👉 ক্যাডমিয়াম দূষণের ফলে ইতাই ইতাই রোগ হয়। 

👉 ১৮৮৫ সালে জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশন বসেছিল বোম্বাই শহরে। 

👉 আয়োডিনের অভাবে গলগন্ড রোগ হয়। 

👉 চিরস্থায়ী বন্দোবস্ত ব্যব্যস্থা প্রবর্তন করেন লর্ড কর্ণওয়ালিস।  

👉 মানব শরীরে লালা গ্রন্থি থাকে ৩ জোড়া। 

👉 বৌদ্ধ ধর্ম গ্রন্থের নাম হল ত্রিপিটক। 

👉 ফুসফুসের আবরনীর নাম হল প্লুরা। 

👉 মস্তিস্কের আবরনীর নাম হল মেনিনজেস। 

👉 কুইনাইন পাওয়া যায় সিঙ্কোনা গাছের ছাল থেকে। 

👉 পৃথিবীর উচ্চতম হ্রদ হল টিটিকাকা। 

👉 বায়ুর চাপ মাপা হয় ব্যারোমিটার যন্ত্রের সাহায্যে। 

👉 পল্লব বংশের শ্রেষ্ঠ সম্রাট হলেন নরসিংহবর্মন। 

👉 টেনিদা নামক গোয়েন্দা চরিত্রের সৃষ্টি করেন নারায়ণ গঙ্গোপাধ্যায়। 

👉 জালিয়ানওয়ালা হত্যাকান্ডের প্রতিবাদে রবীন্দ্রনাথ ঠাকুর নাইট উপাধি ত্যাগ করেন।   

👉 বাংলাদেশের জাতীয় সঙ্গিত রবীন্দ্রনাথ ঠাকুর এর লেখা। 

👉 প্রথম পানিপতের যুদ্ধ হয় ১৫২৬ সালে, জয়লাভ করেন বাবর। 

👉 লালগ্রহ বলা হয় মঙ্গল গ্রহকে। 

👉 ম্যালোরিয়া রোগের জীবাণু  আবিস্কার করেন ডঃ রোনাল্ড রস। 

👉 একটি উপকারী ছত্রাক হল ইস্ট। 

👉 মহম্মদ বিন তুঘলক তাঁর রাজধানী দিল্লি থেকে  দেবগিরিতে সরিয়ে নিয়ে যান। 

👉 ভিটামিন - C এর অভাবে স্কার্ভি রোগ হয়।  

👉 ভানুসিংহ ছদ্মনামে লিখতেন রবীন্দ্রনাথ ঠাকুর। 

👉 পৃথিবীর ছাদ বলা হয় পামীর মালভূমিকে। 

👉 ম্যালোরিয়া রোগের জীবাণু বহন করে স্ত্রী অ্যানোফিলিস মশা। 

👉 আইন ই আকবরি গ্রন্থ রচনা করেন আবুল ফজল। 

👉 প্রধান গ্রিন হাউস গ্যাস হল কার্বন ডাই অক্সাইড। 

👉 ভারতে বাজার দর নিয়ন্ত্রণ ব্যবস্থা চালু করেন সুলতান আলাউদ্দিন খলজি। 

👉 আর্সেনিক দূষণের ফলে ব্ল্যাকফুট রোগ দেখা যায়। 

👉 ফুটবল বিশ্বকাপ - ২০২২ জয়লাভ করে আর্জেন্টিনা। 

👉 ১৮৫৭ সালের মহাবিদ্রোহের সময় মুঘল সম্রাট ছিলে ২য় বাহাদুর শাহ জাফর। 

👉 SI পদ্ধতিতে তাপমাত্রার একক হল কেলভিন। 

👉 কোষের মস্তিস্ক বলা হয় নিউক্লিয়াসকে। 

👉 পিটের ভারত শাসন আইন পাশ হয় ১৭৮৪ সালে। 

👉 পারদ হল একটি তরল ধাতু। 

👉 ক্যাডি (Caddie) শব্দটি গলফ খেলার সাথে যুক্ত। 

👉 ফেলুদা নামক গোয়েন্দা চরিত্রের সৃষ্টি করেন সত্যজিৎ রায়। 

👉 স্প্রিং তুলার মাধ্যমে কোন বস্তর ভার বা ওজন পরিমাপ করা হয়। 

Download The PDF 👉 Click Here

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.