বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় এবং সাধারণ কুইজ প্রতিযোগিতায় প্রায়ই নানারকম যন্ত্র ও তাদের ব্যবহার সম্পর্কে জানতে চাওয়া হয়। যেমন -
(১) সমুদ্রের গভীরতা মাপা হয় কোন যন্ত্রে?
(২) রক্তের চাপ মাপা হয় কোন যন্ত্র দ্বারা?
(৩) ভূমিকম্পের তীব্রতা মাপা হয় কোন যন্ত্রের সাহায্যে?... ইত্যাদি
তাই এই বিষয়ে তোমাদের সাহায্য করার জন্য এই পোস্টে শেয়ার করা হল গুরুত্বপূর্ণ এবং পরীক্ষায় আসার মত নানারকম যন্ত্র ও তাদের ব্যবহার সম্পর্কে।
Team – Notepage
যন্ত্রের নাম | যন্ত্রের ব্যবহার |
---|---|
অল্টিমিটার | উচ্চতা পরিমাপ কয়ার যন্ত্র। |
অ্যামিটার | বৈদ্যুতিক বা তড়িৎ প্রবাহমাত্রা পরিমাপের যন্ত্র। |
অ্যানিমোমিটার | বায়ুর গতিবেগ মাপা হয়। |
অক্সানোমিটার | উদ্ভিদের বৃদ্ধি মাপার যন্ত্র। |
ব্যারোমিটার | বায়ুর চাপ মাপা হয়। |
বাতপতাকা | বাতাসের দিক পরিমাপ করার যন্ত্র। |
ক্যালরিমিটার | তাপ পরিমাপ করা হয়। |
ক্রোনোমিটার | সময় পরিমাপের যন্ত্র। |
ডেসিবেল | শব্দ দূষণের মাত্রা পরিমাপক যন্ত্র। |
ফ্যাদোমিটার | সমুদ্রের গভীরতা মাপা হয়। |
গ্যালভানোমিটার | বর্তনীতে তড়িৎ প্রবাহের উপস্থিতি ও পরিমাণ নির্ণয় করা হয়। |
হাইগ্রোমিটার | বায়ুর আর্দ্রতা মাপা হয়। |
ম্যানোমিটার | গ্যাসের চাপ মাপা হয়। |
মাল্টিমিটার | বৈদ্যুতিক বিভব, রোধ এবং প্রবাহ ইত্যাদি মাপা হয়। |
ওডোমিটার | অতিক্রান্ত দূরত্ব পরিমাপ করা হয়। |
ওহম মিটার | পরিবাহীর রোধ পরিমাপক যন্ত্র। |
পিকনোমিটার | পদার্থের ঘনত্ব বা নির্দিষ্ট মাধ্যাকর্ষণ পরিমাপ এবং বৈসাদৃশ্য করার যন্ত্র। |
পোটেনশিওমিটার | তড়িৎচালক বল পরিমাপক যন্ত্র। |
রেনগজ | বৃস্টিপাত পরিমাপক যন্ত্র। |
রিখটার স্কেল | ভূমিকম্পের তীব্রতা পরিমাপ করা হয়। |
সিসমোগ্রাফ | ভূমিকম্প নির্ণয় করার যন্ত্র। |
স্যালাইনোমিটার | দ্রবণের লবণতা পরিমাপ করা হয়। |
স্ফিগমোম্যানোমিটার | রক্তের চাপ মাপা হয়। |
থার্মোমিটার | তাপমাত্রা বা উষ্ণতা পরিমাপ করা হয়। |
সিক্সের থার্মোমিটার | দিনের সর্বোচ্চ ও সর্বনিন্ম তাপমাত্রা পরিমাপ করা হয়। |
ভোল্টমিটার | বৈদ্যুতিক বিভবপ্রভেদ পরিমাপক যন্ত্র। |
ভিসকোমিটার | সান্দ্রতা মাপা হয়। |
প্রশ্ন ও উত্তর পর্ব
(১) বায়ুর গতিবেগ মাপা হয় কোন যন্ত্রের সাহায্যে?
👉 বায়ুর গতিবেগ মাপা হয় অ্যানিমোমিটার যন্ত্রের সাহায্যে।
(২) রক্তের চাপ মাপা হয় কোন যন্ত্র দ্বারা?
👉রক্তের চাপ মাপা হয় স্ফিগমোম্যানোমিটার দ্বারা।
(৩) সমুদ্রের গভীরতা মাপা হয় কোন যন্ত্রে?
👉 সমুদ্রের গভীরতা মাপা হয় ফ্যাদোমিটার নামক যন্ত্রের দ্বারা।
(৪) উদ্ভিদের বৃদ্ধি পরিমাপক যন্ত্রের নাম কি?
👉উদ্ভিদের বৃদ্ধি পরিমাপক যন্ত্রের নাম হল অক্সানোমিটার।
(৫) গ্যাসের চাপ মাপা হয় কোন যন্ত্রের সাহায্যে?
👉 গ্যাসের চাপ মাপা হয় ম্যানোমিটার নামক যন্ত্রের সাহায্যে।
Please do not enter any spam link in the comment box