41, নিউক্লিয় বিভাজনের জন্য আদর্শ প্রক্ষেপক কি?
👉 নিউক্লিয় বিভাজনের জন্য আদর্শ প্রক্ষেপক হল নিউট্রন।
42, নিউক্লিয় বিভাজনে উৎপন্ন নিউট্রন কি নামে পরিচিত?
👉 নিউক্লিয় বিভাজনে উৎপন্ন নিউট্রন গৌণ নিউট্রন
নামে পরিচিত।
43, নিউক্লিয় বিভাজন এবং নিউক্লিয় সংযোজন – এদের মধ্যে কোনটি পরিবেশ বান্ধব?
👉 নিউক্লিয় সংযোজনে উৎপন্ন বর্জ্য অতেজস্ক্রিয় হওয়ায় নিউক্লিয় সংযোজন পরিবেশ বান্ধব।
44, পরমাণুর নিউক্লিয়াসের কয় ধরনের বল
ক্রিয়া করে ও কি কি?
👉 পরমাণুর নিউক্লিয়াসের দুই ধরনের
বল ক্রিয়া করে। যথা – নিউক্লিয় বল এবং
কুলম্বীয় বল।
45, নিউক্লিয় বল এবং কুলম্বীয় বল এই
দুই বলের মধ্যে কোন বলটি বেশি হলে নিউক্লিয়াস সুস্থিত হয়?
👉 নিউক্লিয় বলের মাত্রা কুলম্বীয় বলের
থেকে বেশি হলে নিউক্লিয়াস সুস্থিত হয়।
46, ম্যাজিক নাম্বার কাকে বলে?
👉 দেখা গেছে যে 2, 8, 20, 28, 50, 82 এবং 126 এইসব বিশেষ সংখ্যক নিউট্রন, প্রোটন বা উভয়ই উপস্থিত এমন মৌলের নিউক্লিয়াসগুলি, একই ভরবিশিস্ট অন্যান্য নিউক্লিয়াসগুলির তুলনায় অনেক বেশি পরিমানে সুস্থিত হয়ে থাকে – তাই এদেরকে ম্যাজিক নাম্বার বলা হয়।
47, ভর ঘাটতি কাকে বলে?
👉 কোন পরমাণুর নিউক্লিয়াসের নিউক্লিয়নগুলির
মোট ভর এবং নিউক্লিয়াসের স্থির ভরের ফারাককেই ভর ঘাটতি বলে।
48, তেজস্ক্রিয় দূষণের প্রধান
প্রধান উৎসগুলি উল্লেখ কর।
👉 তেজস্ক্রিয় দূষণের প্রধান
প্রধান উৎসগুলি হল পারমাণবিক বিস্ফোরণ, পারমাণবিক চুল্লি থেকে নির্গত নিউট্রন, তেজস্ক্রিয় পদার্থের
খনি ইত্যাদি।
49, তেজস্ক্রিয় ক্ষত বলতে কি
বোঝ?
👉 নিউক্লিয় বলের বিকিরণের ফলের
কোন আক্রান্ত প্রাণীর ত্বক, দেহকোষ বা
কলাতন্ত্রে যে ক্ষতের সৃষ্টি হয় তাকে তেজস্ক্রিয় ক্ষত বলে।
50, চের্ণোবিল ও ফুকুশিমাতে মাটির
তেজস্ক্রিয় দূষণ কমানোর জন্য বিজ্ঞানীরা কোন গাছ লাগানোর ওপর জোর দেন?
👉 চের্ণোবিল ও ফুকুশিমাতে মাটির তেজস্ক্রিয় দূষণ কমানোর জন্য বিজ্ঞানীরা সূর্যমুখী গাছ লাগানোর কথা বলেন।
51, নিউক্লিয় সংযোজন কাকে বলে?
👉 যে নিউক্লিয় বিক্রিয়ায় কয়েকটি হালকা পরমাণুর নিউক্লিয়াস যুক্ত হয়ে ভারী নিউক্লিয়াস গঠন করে ও তার সাথে
প্রচুর পরিমানে নিউক্লিয় শক্তির নির্গমন ঘটে তাকে নিউক্লিয় সংযোজন নিউক্লিয় সংযোজন নিউক্লিয় সংযোজন নিউক্লিয় সংযোজন নিউক্লিয় সংযোজন বলে।
52, নিউক্লিয়
সংযোজন বিক্রিয়ার প্রধান দুই শর্ত কি কি?
👉 নিউক্লিয়
সংযোজন বিক্রিয়ার প্রধান দুই শর্ত হল হালকা মৌল এবং উচ্চ তাপমাত্রা।
53, সূর্য ও অন্যান্য নক্ষত্রের
শক্তির উৎস কি?
👉 সূর্য
ও অন্যান্য নক্ষত্রের
শক্তির উৎস হল নিউক্লিয় সংযোজন।
54, পরামানু বোমার শক্তির উৎস কি?
পরামানু
বোমার শক্তির উৎস হল নিউক্লিয় বিভাজন।
55, সূর্য ও অন্যান্য নক্ষত্রের
শক্তির উৎস হল নিউক্লিয় সংযোজন – তা কোন বিজ্ঞানী প্রমান করেন?
👉 ১৯৩৮
সালে বিজ্ঞানী বেথে এবং ওয়াইস্যাকার প্রমান করেন সূর্য ও অন্যান্য নক্ষত্রের
শক্তির উৎস হল নিউক্লিয় সংযোজন।
56, হাইড্রোজেন বোমার শক্তির উৎস কি?
👉 হাইড্রোজেন বোমার শক্তির উৎস হল নিউক্লিয় সংযোজন।
57, পরামানু বোমা এবং হাইড্রোজেন বোমার মধ্যে কোনটি অধিক শক্তিশালী?
👉 পরামানু
বোমার তুলনায় হাইড্রোজেন বোমা অধিক শক্তিশালী।
58, হাইড্রোজেন
বোমা কে আবিস্কার করেন?
👉 হাইড্রোজেন বোমা আবিস্কার করেন Edward Teller.
59, হাইড্রোজেন
বোমার কেন্দ্রে কি কি থাকে?
👉 হাইড্রোজেন
বোমার কেন্দ্রে ডয়টেরিয়াম এবং লিথিয়াম আইসোটোপের মিশ্রন থাকে।
60, সূর্য ও অন্যান্য নক্ষত্রের
শক্তির জ্বালানী কি?
👉 সূর্য
ও অন্যান্য নক্ষত্রের
শক্তির জ্বালানী হল তাদের মধ্যে বিপুল পরিমানে সঞ্চিত হাইড্রোজেন।
61, Ivy Mike কি?
👉 ১৯২ সালে আমেরিকা প্রশান্ত মহাসাগরে তাপ-নিউক্লিয়
বিক্রিয়া ঘটানোর যে প্রচেষ্টা চালায় তা Ivy Mike নামে পরিচিত।
62, নিউক্লিয় চুল্লিতে কোন শক্তি থেকে কোন
শক্তির রুপান্তর ঘটানো হয়?
👉 নিউক্লিয় চুল্লিতে নিউক্লিয় শক্তি থেকে তড়িৎ শক্তির রুপান্তর ঘটানো হয়।
63, নিউক্লিয় চুল্লিতে জ্বালানী হিসাবে কি ব্যবহার করা হয়?
নিউক্লিয় চুল্লিতে জ্বালানী হিসাবে ইউরেনিয়াম ব্যবহার করা হয়।
64, ইলেকট্রন কে আবিষ্কার করেন?
👉 ইলেকট্রন আবিষ্কার করেন বিজ্ঞানী থমসন।
65, ইলেকট্রন কে নামকরণ করেন?
👉 ইলেকট্রন নামকরণ করেন বিজ্ঞানী স্টোনি।
66, প্রোটন কে আবিষ্কার করেন?
👉 প্রোটন আবিষ্কার করেন বিজ্ঞানী রাদারফোর্ড।
67, নিউট্রন কে আবিষ্কার করেন?
👉 নিউট্রন আবিষ্কার করেন বিজ্ঞানী স্যাডউইক।
68, নিউক্লিয়ন বলতে কি বোঝায়?
👉 নিউক্লিয়ন বলতে বোঝায় প্রোটনকে ও নিউট্রন দুটোকেই।
69, পরমাণুর ভর সংখ্যা - পারমাণবিক সংখ্যা = ..................?
👉 নিউট্রন
70, নিউক্লাইড কাকে বলে?
👉 নির্দিষ্ট পারমাণবিক সংখ্যা এবং নির্দিষ্ট ভরসংখ্যা বিশিষ্ট এক-একটি পরমাণুকে নিউক্লাইড বলে।
71, আইসোটোপ বা সমস্থানিক কাকে বলে?
👉 যেসব পরমাণুর প্রোটন সংখ্যা বা পারমাণবিক সংখ্যা সমান কিন্তু নিউট্রন সংখ্যা বা ভরসংখ্যা আলাদা তাদের পরস্পরের আইসোটোপ বলে।
72, আইসোবার বা সমভর কাকে বলে?
👉 আলাদা পারমাণবিক সংখ্যা কিন্তু একই ভরসংখ্যা বিশিষ্ট ভিন্ন ভিন্ন মৌলের পরমাণুগুলিকে আইসোবার বা সমভর বলে।
73, আইসোটোন কাকে বলে?
👉 আলাদা প্রোটন সংখ্যা বা পারমাণবিক সংখ্যা কিন্তু একই নিউট্রন সংখ্যা বিশিষ্ট ভিন্ন ভিন্ন মৌলের পরমাণুগুলিকে আইসোটন বলে।
74, ইলেকট্রন কবে আবিষ্কৃত হয়?
👉 ইলেকট্রন 1897 সালে আবিষ্কৃত হয়।
75, প্রোট্রন কবে আবিষ্কৃত হয়? 1911
👉 প্রোট্রন 1911 সালে আবিষ্কৃত হয়।
76, নিউট্রন কবে আবিষ্কৃত হয়? 1932
👉 নিউট্রন 1932 সালে আবিষ্কৃত হয়।
77, ইলেকট্রন, প্রোট্রন এবং নিউট্রন এই তিন কণার মধ্যে সবথেকে হালকা কোনটি?
👉 এই তিন কণার মধ্যে সবথেকে হালকা হল ইলেকট্রন।
78, একটি প্রোট্রনের ভর ইলেকট্রনের ভরের কত গুণ বেশি?
👉 একটি প্রোট্রনের ভর ইলেকট্রনের ভরের 1836 গুণ বেশি।
79, একটি নিউট্রনের ভর ইলেকট্রনের ভরের কত গুণ বেশি?
👉 একটি নিউট্রনের ভর ইলেকট্রনের ভরের 1839 গুণ বেশি।
80, কোন পরমাণুর নিউক্লিয়াসে কোন নিউট্রন থাকেনা?
👉 সাধারণ হাইড্রোজেনের পরমাণুর নিউক্লিয়াসে কোন নিউট্রন থাকেনা।
81, পরমাণুর নিউক্লিয়াসের বাইরে ইলেকট্রনগুলি যে পথে পাক খায় তাকে কি বলে?
👉 তাকে কক্ষপথ বলে।
82, পরমাণুর কক্ষপথগুলি কোন অক্ষর দ্বারা চিহ্নিত করা হয়?
👉 পরমাণুর কক্ষপথগুলি ইংরেজি K, L, M, N, O, P, Q অক্ষর দ্বারা চিহ্নিত করা হয়।
83, পরমাণুর প্রথম কক্ষপথ K তে সর্বোচ্চ কয়টি ইলেকট্রন থাকতে পারে?
👉 পরমাণুর প্রথম কক্ষপথ K তে সর্বোচ্চ 2টি ইলেকট্রন থাকে।
84, পরমাণুর দ্বিতীয় কক্ষপথ L তে সর্বোচ্চ কয়টি ইলেকট্রন থাকতে পারে?
👉 পরমাণুর দ্বিতীয় কক্ষপথ K তে সর্বোচ্চ 8টি ইলেকট্রন থাকে।
85, পরমাণুর তৃতীয় কক্ষপথ M তে সর্বোচ্চ কয়টি ইলেকট্রন থাকতে পারে?
👉 পরমাণুর তৃতীয় কক্ষপথ M তে সর্বোচ্চ 18টি ইলেকট্রন থাকে।
86, পরমাণুর চতুর্থ কক্ষপথ N তে সর্বোচ্চ কয়টি ইলেকট্রন থাকতে পারে?
👉 পরমাণুর চতুর্থ কক্ষপথ N তে সর্বোচ্চ 32টি ইলেকট্রন থাকে।
87, পরমাণুর পঞ্চম কক্ষপথ O তে সর্বোচ্চ কয়টি ইলেকট্রন থাকতে পারে?
👉 পরমাণুর পঞ্চম কক্ষপথ O তে সর্বোচ্চ 50টি ইলেকট্রন থাকে।
88, পরমাণুর ষষ্ঠ কক্ষপথ P তে সর্বোচ্চ কয়টি ইলেকট্রন থাকতে পারে?
👉 পরমাণুর ষষ্ঠ কক্ষপথ P তে সর্বোচ্চ 72টি ইলেকট্রন থাকে।
89, পরমাণুর সপ্তম কক্ষপথ Q তে সর্বোচ্চ কয়টি ইলেকট্রন থাকতে পারে?
👉 পরমাণুর সপ্তম কক্ষপথ Q তে সর্বোচ্চ 98টি ইলেকট্রন থাকে।
90, পরমাণুর কোন কক্ষপথে সর্বোচ্চ কয়টি ইলেকট্রন থাকতে পারে তা কোন সূত্রে নির্ণয় করা হয়?
👉 পরমাণুর কোন কক্ষপথে সর্বোচ্চ কয়টি ইলেকট্রন থাকতে পারে তার সূত্র হল = 2 ( N x N ), N হল কক্ষপথের নাম্বার, যেমন - K = 1, L = 2, M = 3 ... ইত্যাদি।
Note 👉 2 ( N x N ) সূত্র অনুযায়ী O, P, Q কক্ষপথের সর্বোচ্চ ইলেকট্রন ধারন ক্ষমতা 32 এর বেশি হলেও বাস্তবে এই কক্ষপথগুলিতে কখনোই 32 এর বেশি ইলেকট্রন থাকে না।
91, পরমাণুর প্রোটন সংখ্যা বা পারমাণবিক সংখ্যাকে কোন অক্ষর দ্বারা চিহ্নিত করা হয়?
👉 পরমাণুর প্রোটন সংখ্যা বা পারমাণবিক সংখ্যাকে ইংরেজি Z অক্ষর দ্বারা চিহ্নিত করা হয়।
92, পরমাণুর ভর সংখ্যাকে কোন অক্ষর দ্বারা চিহ্নিত করা হয়?
👉 পরমাণুর ভর সংখ্যাকে ইংরেজি A অক্ষর দ্বারা চিহ্নিত করা হয়।
93, হাইড্রোজেনের কয়টি আইসোটোপ ও কি কি?
👉 হাইড্রোজেনের তিনটি আইসোটোপ, যথা - প্রোটিয়াম, ডয়টেরিয়াম এবং ট্রিসিয়াম।
94, সাধারণ হাইড্রোজেন কনার অপর নাম কি?
👉 সাধারণ হাইড্রোজেন কনার অপর নাম হল প্রোটিয়াম।
95, কোন পরমাণুতে নিউক্লিয় বল সৃষ্টির কারণ কি?
👉 বিজ্ঞানীদের মতে প্রোটন ও নিউট্রনের মধ্যে মেসন নামক কণার অবিরাম আদান প্রদানের ফলে নিউক্লিয় বল সৃষ্টি হয়।
96, তাপীয় আয়নন কাকে বলে?
👉 টাংস্টেনের ন্যায় কিছু ধাতুকে তীব্রভাবে উত্তপ্ত করলে এগুলি থেকে ইলেকট্রন বেরিয়ে গিয়ে ধনাত্মক আধানযুক্ত আয়নের সৃষ্টি হয় - একে তাপীয় আয়নন বলে।
97, তেজস্ক্রিয় রশ্মি পরমাণুর কোন অংশ থেকে নির্গত হয়?
👉 তেজস্ক্রিয় রশ্মি পরমাণুর নিউক্লিয়াস থেকে নির্গত হয়।
98, প্রতিটি আলফা কণার আধান কত?
👉 প্রতিটি আলফা কণার আধান + 2 একক।
99, প্রতিটি আলফা কণার ভর কত?
👉 প্রতিটি আলফা কণার ভর 4 একক।
100, প্রতিটি বিটা কণার আধান কত?
👉 প্রতিটি বিটা কণার আধান - 1 একক।
Download the Pdf 👉 Click Here (Pdf coming soon ...)
আরও পড়ুন 👉 পদার্থ বিজ্ঞানের প্রশ্ন উত্তর (প্রথম পর্ব)।
Please do not enter any spam link in the comment box