WBCS, BANK, RAIL , SSC, SLST, SLSTPT, ICDS, CLERKSHIP সহ নানা প্রতিযোগিতামূলক ভালো স্কোর করার জন্য বিষয় ভিত্তিক Preparation নেওয়া একান্ত জরুরি। আর এই বিষয়টা মাথায় রেখে তোমাদের অনুশীলনে সাহায্য করার জন্য নিচে ভারতের মিশন চন্দ্রযান - 3 সম্পর্কে বিস্তারিত তথ্য বাংলায় দেওয়া হল। আশা করি তোমাদের উপকারে আসবে। ধন্যবাদ।
Team – NOTEPAGE
👉 ইসরো (ISRO)।
💚 ভারতের চন্দ্রযান - 3 কবে লঞ্চ করা হয়েছিল ?
👉 14ই জুলাই 2023 সালে (দুপুর 2টো 35মিনিটে)।
💚 চন্দ্রযান - 3 কবে চাঁদের কক্ষপথে পৌঁছায় ?
👉 5ই আগস্ট 2023
💚 চন্দ্রযান - 3 কখন চাঁদের দক্ষিণ মেরুতে পৌঁছায়?
👉 23ই আগস্ট 2023
💚 কোথা থেকে চন্দ্রযান – 3 লঞ্চ করা হয়েছে ?
👉 অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান স্পেস সেন্টার থেকে।
💚 চন্দ্রযান - 3কোন রকেটের মাধ্যমে উৎক্ষেপণ করা হয়েছে ?
👉 LMV3-M4 বা GSLV Mark –III রকেট।
💚 LMV3-এর পুরো নাম কী ?
👉 Launch Vehicle Mark-III.
💚 চন্দ্রযান – 3 তে কয়টি মডিউল রয়েছে ও তাদের নাম কী ?
👉 চন্দ্রযান – 3 তে তিনটি মডিউল রয়েছে। প্রপালশন মডিউল, ল্যান্ডার মডিউল এবং রোভার মডিউল।
💚 চন্দ্রযান – 3 এর ল্যান্ডার মডিউলটির নাম কী ?
👉 বিক্রম।
💚 চন্দ্রযান – 3 এর ল্যান্ডার মডিউলটির নাম বিক্রম কেন রাখা হয়েছে ?
👉 ইসরোর প্রাণপুরুষ ডঃ বিক্রম আম্বালাল সারাভাই এর নামানুসারেই চন্দ্রযানের ল্যান্ডারের নাম দেওয়া হয়েছে বিক্রম। তিনি ছিলেন ইসরোর প্রাণপুরুষ, তাই তাকে শ্রদ্ধা জানাতেই এমন সিদ্ধান্ত নিয়েছে ইসরো।
💚 চন্দ্রযান – 3 এর রোভার মডিউলটির নাম কী ?
👉 প্রজ্ঞান।
💚 চন্দ্রযান – 3 চাঁদের কোন স্থানে অবতরণ করবে ?
👉 দক্ষিণ মেরুতে (South Pole) মানজিনাস C ও সিম্পেলিয়াস N গহ্বরের মধ্যবর্তী স্থানে।
💚 চন্দ্রযান – 3 ল্যান্ডার বিক্রম চাঁদের যে স্থানে অবতরণ করেছে সেই স্থানটির কি নাম রাখা হয়েছে?
👉 বিক্রমের ল্যান্ডিং পয়েন্টের নাম 'শিবশক্তি' রাখা হয়েছে।
💚 চন্দ্রযান – 3 মিশনের প্রধান উদ্দেশ্য কী ?
👉 চাঁদের মাটিতে চন্দ্রযান ৩-কে নিরাপদ এবং সফলভাবে অবতরণ করিয়ে চন্দ্রপৃষ্ঠের বৈজ্ঞানিক পরীক্ষা-নিরীক্ষা করা। কারণ ইসরোর বিজ্ঞানীগণ আশা করেছিলেন যে, এর দক্ষিণ মেরু থেকে চাঁদ সম্পর্কিত গুরুত্বপূর্ণ কোনো বৈজ্ঞানিক আবিষ্কার সম্ভব হবে।
💚 চন্দ্রযান – 3 মিশনের নেতৃত্ব দিয়েছেন কে ?
👉 ডাঃ রিতু করিধাল শ্রীবাস্তব।
💚 চন্দ্রযান – 3 মিশনের Theme কি?
👉 Science of the Moon
💚 কোন দেশ প্রথম চাঁদের দক্ষিণ মেরুতে সফল অভিযান করে?
👉 ভারত।
💚 ভারতের ‘রকেট ওম্যান ‘ নামে কে পরিচিত ?
👉 ডাঃ রিতু করিধাল শ্রীবাস্তব।
💚 ভারতের ‘রকেট ম্যান’ নামে কে পরিচিত ?
👉 কে সিভন (যিনি চন্দ্রযান-২ এর অভিযানের সময় ইসরোর চেয়ারম্যান ছিলেন )
💚 ইসরোর বর্তমান চেয়ারম্যান কে ?
👉 এস. সোমনাথ (2023)।
💚 চন্দ্রযান - 1 এর অভিযান কত সালে হয়?
👉 2008 সালে।
💚 চন্দ্রযান-1 এর অভিযানের সময় ইসরোর চেয়ারম্যান কে ছিলেন ?
👉 জি মাধবন।
💚 চন্দ্রযান - ২ এর অভিযান কত সালে হয়?
👉 2009 সালে।
💚 চন্দ্রযান-২ এর অভিযানের সময় ইসরোর চেয়ারম্যান কে ছিলেন ?
👉 কে শিভন।
💚 ইসরোর সদর দপ্তর কোথায় অবস্থিত ?
👉 বেঙ্গালুরু।
💚 ইসরোর পুরো নাম কি?
👉 Indian Space Research Organization
💚 ইসরোর কত সালে প্রতিষ্ঠিত হয়?
👉১৯৬৯ সালের ১৫ই আগস্ট।
💚 ভারতের প্রথম মহাকাশচারী কে ছিলেন?
👉 রাকেশ শর্মা। কমান্ডার রাকেশ শর্মা (জন্ম: ১৩ই জানুয়ারি ১৯৪৯) একজন প্রাক্তন ভারতীয় বিমানবাহিনীর পাইলট। তিনি ১৯৮৪ সালের ৩ই এপ্রিল সোভিয়েত ইন্টারকোসমস প্রোগ্রামের অংশ হিসাবে সয়ুজ টি-১১ এ উড়েছিলেন। যিনি মহাকাশ ভ্রমণ করেছেন। রাকেশ শর্মা একমাত্র ভারতীয় নাগরিক যিনি মহাকাশে ভ্রমণ করেছেন।
💚 বিক্রম সারাভাই কে ছিলেন?
👉বিক্রম আম্বালাল সারাভাই ভারতের প্রথিতযশা মহাকাশ বিজ্ঞানী এবং ভারতের মহাকাশ গবেষণা সংস্থা ইসরোর প্রাণপুরুষ। তাকে ভারতের মহাকাশ গবেষণার জনক বলা হয়। জন্ম ১২ অগাস্ট, ১৯১৯ সাল গুজরাতের আহমেদাবাদ শহরে।
💚 সতীশ ধাওয়ান কে ছিলেন?
👉 সতীশ ধাওয়ান - ( জন্ম ২৫ সেপ্টেম্বর ১৯২০ সাল – মৃত্যু ৩ জানুয়ারী ২০০২ সাল) ছিলেন একজন ভারতীয় গণিতবিদ এবং মহাকাশ প্রকৌশলী। তিনি ১৯২০ সালে শ্রীনগরে জন্মগ্রহণ করেন। তিনি ভারতীয় মহাকাশ কর্মসূচির সফল উন্নয়নে
নেতৃত্ব দিয়েছিলেন। তিনি ১৯৭২ সালে ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা (ISRO) এর তৃতীয় চেয়ারম্যান হিসেবে নিযুক্ত
হন।
Please do not enter any spam link in the comment box